
AUSA vs IND-ব্যাটে রেকর্ড গড়ে মজার টুইট বুমরাহর
১ মিনিটে পড়ুন . Updated: 12 Dec 2020, 09:30 AM IST- প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি বুমরাহর।
তাঁকে সারা বিশ্ব দেখেছে ডানহাতৈ বল হাতে বিপক্ষের তাবড় তাবড় ব্যাটসম্যানদের কাঁপুনি ধরাতে। তাঁর ইনসুইং ইয়র্কার খেলতে নাজেহাল অবস্থা হয় বিপক্ষের ব্যাটসম্যানদের। তিনি জসপ্রীত বুমরাহ। তাঁর নাম উচ্চারিত হওয়া মানেই পেস বোলিংয়ের কোন নজির সামনে উঠে আসা। কিন্তু অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দেখা গেল উলটপুরান।
ম্যাচে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স করলেন বুমরাহ। প্রথম শ্রেণীর ক্রিকেটে করে ফেললেন নিজের জীবনের একমাত্র অর্ধশতরান।অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ শুরুর আগে বুমরাহ দেখালেন তার ব্যাটিং দাপট। অস্ট্রেলিয়া 'এ' দলের বিপক্ষে ভারতের প্রস্তুতি ম্যাচে তিনি ৫৭ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংস তার সমর্থকদের উপহার দিয়েছেন। এই ইনিংসে মেরেছেন ৬টি চার এবং ২টি ছক্কা। প্রথম দিনই দুই দলের প্রথম ইনিংস শেষ গিয়েছে। ভারত করেছে ১৯৪ রান। আর অস্ট্রেলিয়া এ দল করেছে ১০৮ রান।
এই ইনিংস খেলে যারপরনাই খুশি স্বয়ং বুমরাহ। তিনি নিজের সোশ্যাল মাধ্যমে মজার ছলে সেই খুশি জাহির ও করে ফেললেন।
লিখলেন ' ওরা বলে প্রত্যেকটা দিন একটা করে নতুন কিছু করা উচিত।' উত্তরে এক ভক্তের সটান দাবি ব্যাট হাতে উন্নতি করছে বুমরাহ। একদিন সে স্টিভ স্মিথের সমকক্ষ হয়ে যাবে।