বাংলা নিউজ > ময়দান > AUS vs SA: স্টার্কের পরে মেলবোর্নে এবার চোটের কবলে আরও এক অজি তারকা

AUS vs SA: স্টার্কের পরে মেলবোর্নে এবার চোটের কবলে আরও এক অজি তারকা

চোট পেয়ে মাঠ ছাড়ছেন ক্যামরন গ্রিন। ছবি- এপি 

বক্সিং ডে টেস্টে চোটের তালিকা বেড়েই চলেছে অস্ট্রেলিয়া শিবিরে। মিচেল স্টার্কের পর এবার চোটের কবলে পড়েলন ক্য়ামরন গ্রিন। পরের টেস্টে অনিশ্চিত হয়ে পড়েছেন এই অজি ক্রিকেটার। এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন তিনি। গ্রিনের চোট চিন্তায় ফেলে দিল অজি টিম ম্যানেজমেন্টকে। 

অস্ট্রেলিয়া শিবিরে ফের চিন্তার ভাঁজ। আঙ্গুলে চোট পেয়ে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন ক্যামরন গ্রিন। তবে বক্সিং ডে টেস্টে ব্যাট করলেও আর বল করতে পারবেন না তিনি। বুধবার সকালে অর্থাৎ বক্সিং ডে ম্যাচের তৃতীয় দিনে অস্ট্রেলিয়া শিবির থেকে গ্রিনেরর চোটের কথা জানানো হয়েছে। ডান হাতের আঙুলে সামান্য চিড় ধরেছে। যার ফলে এই ম্যাচে তিনি ব্যাট করতে পারলেও বল করতে পারবেন না। ৪ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া সিডনি টেস্টেও সম্ভবত থাকবেন না তিনি। সিডনি টেস্টে না থাকলেও ভারত সফরের জন্য ফিট করে তোলা হবে ক্যামরনকে। আগামী ফেব্রুয়ারিতে ভারতে খেলতে আসছে অজিরা।

গ্রিনের চোট পাওয়ার ফলে অস্ট্রেলিয়া বোলিং বিভাগ চাপে পড়েছে। শুধু তাই নয়, এই ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে চোট পান মিচেল স্টার্ক। পরের ম্যাচে তিনিও খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। তারই মধ্যে গ্রিনের চোট বেশ চিন্তায় ফেলে দিয়েছে অজি টিম ম্যানেজমেন্টকে।

প্রথম দিন দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৮৯ রানে অলআউট করার পিছনে গ্রিনের দুর্দান্ত বোলিং রয়েছে। প্রথম ইনিংসে মাত্র ২৭ রান দিয়ে তিনি তুলেনেন পাঁচ উইকেট। অন্যদিকে মিচেল স্টার্কও চোট পান আগেই। তার বাঁ হাতের মধ্যমায় চোট রয়েছে। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘স্টার্ক এমসিজিতে দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবে। তবে তাঁর পূর্ণ ক্ষমতায় বল করতে পারবেন না।’

সিডনি টেস্টের আগে অস্ট্রেলিয়ার নির্বাচকদের জন্য গ্রিনের চোট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মিচেল মার্শ গত ১২ মাস ধরে অ্যাশেজ এবং পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর-সহ টেস্ট স্কোয়াডে ব্যাকআপ অলরাউন্ডার ছিলেন। কিন্তু তাঁর গোড়ালির অস্ত্রোপচার হয়েছে। তার ফলে তাঁকে পাওয়া যাচ্ছে না।

মিচেল মার্শের চোট অ্যারন হার্ডির কাছে অস্ট্রেলিয়ার টিমের দরজা খুলে দেয়। যিনি গত মরশুর শেফিল্ড শিল্ড ফাইনালে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ার নির্বাচকদের চোখে রয়েছেন। এছাড়াও তিনি শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া এ দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। নির্বাচকরা আরেকটি বিকল্প বিবেচনা করতে পারেন বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে মাইকেল নেসেরকে ভাবনা চিন্তায় রাখা হতে পারে বলে খবর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.