বাংলা নিউজ > ময়দান > আন্তর্জাতিক পর্যায়ে আরও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে চান অজি অধিনায়ক প্যাট কামিন্স

আন্তর্জাতিক পর্যায়ে আরও পাঁচ বছর খেলা চালিয়ে যেতে চান অজি অধিনায়ক প্যাট কামিন্স

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (REUTERS)

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্বীকার করেছেন যে কয়েক বছর আগে ব্যাক-টু-ব্যাক ক্রিকেট খেলে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু তা বলে তিনি হাল ছাড়তে নারাজ। ক্রিকেটের শীর্ষ স্তরে এখনও অন্তত আরও পাঁচ বছর খেলাতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক এবং সেই দিকেই  নজর রয়েছে তাঁর।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স স্বীকার করেছেন যে কয়েক বছর আগে ব্যাক-টু-ব্যাক ক্রিকেট খেলে তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু তা বলে তিনি হাল ছাড়তে নারাজ। ক্রিকেটের শীর্ষ স্তরে এখনও অন্তত আরও পাঁচ বছর খেলাতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক এবং সেই দিকেই নজর রয়েছে তাঁর। প্যাট কামিন্স এই বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার ভারত সফরের মাঝ পথেই নিজের দেশে ফিরেছিলেন। এর কারণ সে তাঁর মায়ের সঙ্গে বেশির ভাগ সময়টা থাকতে চেয়েছিলেন।

আরও পড়ুন… MI vs RCB: নেহালের জন্য আউট হয়েছেন সূর্যকুমার যাদব! ইশান কিষাণের বড় দাবি

প্যাট কামিন্সের মা দীর্ঘ দিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করেছিলেন এবং পরবর্তী সময়ে মার্চ মাসে তিনি মারা যান। ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হওয়ার পর, কামিন্সকে চোট থেকে পুনরুদ্ধার করার জন্য ক্রিকেট থেকে ছয় বছর দূরে কাটাতে হয়েছিল এবং ২০১৭ সালেই তিনি অস্ট্রেলিয়ার হয়ে তাদের জাতীয় দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছিলেন।

আরও পড়ুন… আশা করি রোহিত খুব তাড়াতাড়ি নিজের ফর্মে ফিরবেন- হিটম্যানের পাশে দাঁড়ালেন RCB-র ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার

অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস অনুসারে, ৩০ বছর বয়সি কামিন্স ‘উই আর এইটস: গেট রিয়াল উইথ রিও’-তে বলেছিলেন, ‘ক্রিকেট মূলত বছরের বারো মাস, কোথাও না কোথাও একটা ক্রিকেট ম্যাচ হয় এবং আমি একটানা এক বা দুই বছর ক্রিকেট খেলেছি। এটা প্রায় চার বা পাঁচ বছর আগে, (যখন) আমি ইনজুরি থেকে ফিরে এসেছি।’ তিনি ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার রিও ফার্ডিনান্ডের সঙ্গে কথোপকথনের সময় এই কথাটি তুলে ধরেছিলেন। তিনি সেই সময়ে বলেন, ‘আমি তখন ক্লান্ত বোধ করছিলাম। আমার মনে আছে আমি ২৫ বছর বয়সি কিন্তু ৩৫ বছর পর্যন্ত খেলতে চাই। আমাকে বিভিন্ন জিনিসের ভারসাম্যের উপায় খুঁজে বের করতে হবে।’ ফলে বর্তমানে প্যাট কামিন্সের বয়স ৩০ বছর, ফলে বলা যেতে পারে কামিন্স আরও পাঁচ বছর ধরে নিজের খেলা চালিয়ে যেতে চান।

(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)

প্যাট কামিন্স বলেছিলেন যে তার পরিবার এখনও তাঁর মাকে হারানোর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে না খেলা কামিন্স টেস্ট ক্রিকেটকে সামনে রেখে কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় অনুশীলন শুরু করেছেন। ৭ থেকে ১১ জুন লন্ডনের দ্য ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর দল ভারতের মুখোমুখি হবে। এরপর দলটি এজবাস্টনে ১৬ জুন থেকে শুরু হওয়া অ্যাশেজে অংশ নেবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন