শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার গাবরেহায় শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট ১১২ রানের বেশি তুলতে পারেনি শ্রীলঙ্কা। ২৫ বল বাকি থাকতেই সেই রান তুলে ফেলেন অ্যালিসা হিলি এবং বেথ মুনি। সেই সহজ জয়ের সুবাদে 'গ্রুপ ১'-র শীর্ষে থাকলেন অজিরা।
বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রাথমিকভাবে শুরুটা খারাপ করেনি শ্রীলঙ্কা। যে দলের দৌড়টা বহস্পতিবার ম্যাচের আগে পর্যন্ত স্বপ্নের ছিল। ৪.৪ ওভারে বিনা উইকেটে ৩০ রান তুলে ফেলে লঙ্কা বাহিনী। কিন্তু তারপরই ধাক্কা খায় শ্রীলঙ্কা। আউট হয়ে যান অধিনায়ক চামারি আথাপাত্তু। তারপরও খুব একটা খারাপ খেলেনি শ্রীলঙ্কা। রানরেট ছয়ের উপর না থাকলেও কোনও উইকেট পড়েনি।
কিন্তু ১৩.২ ওভারে ৬৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট পড়তেই শ্রীলঙ্কার ইনিংস ধসে যায়। পরপর উইকেট হারিয়ে শেষের দিকে মেরে খেলতে পারেনি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১১২ রান তোলে শ্রীলঙ্কা। সর্বোচ্চ ৪০ বলে ৩৪ রান করেন হর্ষিতা সমরাবিক্রমা। ৩৩ বলে ২৪ রান করেন ভিশমি গুনারত্নে। সাত বলে অপরাজিত ১৫ রান করেন নীলাক্ষী ডি সিলভা। অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নেন মেগান শ্যুট। চার ওভারে ২৪ রান খরচ করেন। দুটি উইকেট তোলেন গ্রেস হ্যারিস। একটি করে উইকেট পান এলিস পেরি এবং জর্জিয়া ওয়্যারহ্যাম।
সেই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া কখনও কোনও সমস্যায় পড়েনি অস্ট্রেলিয়া। দুই অভিজ্ঞ অজি ওপেনার হিলি এবং মুনি অনায়াসে অস্ট্রেলিয়াকে জয়ের দিকে এগিয়ে যেতে থাকেন। শেষপর্যন্ত ১৫.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। ৪৩ ববে ৫৪ রানে অপরাজিত থাকেন হিলি। ৫৩ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন মুনি। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হিলি। সেইসঙ্গে নয়া রেকর্ডও গড়েন অজি উইকেটকিপার। আন্তর্জাতিক মহিলা টি-টোয়েন্টিতে উইকেটকিপার ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের তালিকার শীর্ষে উঠে গিয়েছেন হিলি।
লিগ তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া
তিনটি ম্যাচেই জিতে গ্রুপ '১'-র শীর্ষস্থান আরও পোক্ত করল অস্ট্রেলিয়া। সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। তবে খাতায়কলমে এখনও অন্য দলের কাছে সুযোগ আছে। তিন ম্যাচে অস্ট্রেলিয়ার পয়েন্ট ছয়। নেট রানরেট +২.৪১৩।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।