চলতি মাস থেকে শুরু হওয়া সফরে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। তবে তার আগেই বড় ধাক্কা খেয়েছে ক্যাঙ্গারুরা। টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু হওয়ার কথা। আর সেই সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টিম আজ বুধবার শ্রীলঙ্কার বিমানে ওঠার আগেই খারাপ খবর পায়। কোভিড পজিটিভ হন দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। যে কারণে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হেড কোচকে ছাড়াই শ্রীলঙ্কা উড়ে যেতে হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টিমকে।
ম্যাকডোনাল্ড কোভিড পজিটিভ হওয়ায়, তিনি এখন ৭দিন মেলবোর্নে আইসোলেশনে থাকবেন। আর এই খবর ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত হেড কোচ হিসেবে পূর্ণ দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল ম্যাকডোনাল্ডের প্রথম সিরিজ।
ম্যাকডোনাল্ড দলে যোগ না দেওয়া পর্যন্ত সহকারী কোচ মাইকেল ডি ভেনুতো অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকা পালন করবেন। সম্ভবত ম্যাকডোনাল্ড দ্বিতীয় টি-টোয়েন্টির আগেই কলম্বোতে দলের সঙ্গে যোগ দেবেন। অস্ট্রেলিয়া ছয় বছরের মধ্যে শ্রীলঙ্কায় তাদের প্রথম সফরে তিনটি টি-টোয়েন্টি ছাড়াও খেলবে পাঁচটি ওয়ানডে এবং দু'টি টেস্ট। ৭ জুন কলম্বোতে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সফর শুরু হবে।
আরও পড়ুন: IPL-এর খারাপ ফর্ম কাটাতে পারলেন না পোলার্ড, সুনীল নারিন নজর কাড়লেও ব্যর্থ কায়রন
আরও পড়ুন: সিরিজের প্রথম ম্যাচেই শাই হোপের শতরান, নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারাল WI
মঙ্গলবার দলের বাকিদের মতো ম্যাকডোনাল্ডও করোনা পরীক্ষা করান। রিপোর্ট নেতিবাচক হওয়ায় দলের সঙ্গে শ্রীলঙ্কার বিমানে আর তিনি উঠতে পারেননি। দেশেই বাধ্যতামূলক সাতদিনের কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাঁকে।
৮ জুন সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেন, ‘ম্যাকডোনাল্ড করোনা আক্রান্ত হয়েছেন। শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা হওয়ার আগে তাঁকে সাত দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে। তার আগে পর্যন্ত টি-টোয়েন্টি স্কোয়াডের কোচিং করাবেন মাইকেল ডি ভেনুতো।’
গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ল্যাঙ্গার। তার পর পাকিস্তান সফরে অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্ব পালন করেন ম্যাকডোনাল্ড। বাবর আজমদের দেশে ভালো ফলাফল করায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ম্যাকডোনাল্ডের হাতেই হেড কোচের দায়িত্ব তুলে দেওয়া হয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।