জো রুটের ইংল্যান্ড অ্যাসেজে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো নাস্তানাবুদ হয়েছে। পাঁচ ম্যাচের সিরিজ তারা ০-৪ হেরেছে। এ বার অস্ট্রেলিয়ার মেয়েরাও অ্যাসেজে চাপে ফেলে দিয়েছে ব্রিটিশ কন্যাদের। একমাত্র টেস্ট ড্র হলেও, প্রথম ওডিআই-এ ইংল্যান্ডকে ২৭ রানে হারালেন অজি মেয়েরা। এর ফলে মাল্টি ফরম্যাট সিরিজে অস্ট্রেলিয়া ৮-৪ এগিয়ে গেল। যদিও এখনও দু'টি একদিনের ম্যাচ বাকি রয়েছে। ইংল্যান্ডের সামনে এখনও সিরিজ বাঁচানোর পথ খোলা রয়েছে।
বৃহস্পতিবার টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে অজিরা ৯ উইকেট হারিয়ে ২০৫ রান করে। বেথ মুনির ৯১ বলে ৭৩ রানের হাত ধরেই মূলত দু'শোর গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান তাহলিয়া ম্যাকগ্রার। তিনি করেছেন ২৯ রান। অধিনায়ক মেগ ল্যানিং করেছেন ২৮ রান। ২৭ রান করেছেন অ্যালিসা হিলি। ইংল্যান্ডের ক্যাথেরিন ব্রান্ট এবং কেট ক্রস ৩ উইকেট করে নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে অজি বোলারদের দাপটে একেবারে কোণঠাসা হয়ে পড়ে ইংল্যান্ড। ৪৫ ওভারে ১৭৮ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ডার্সি ব্রাউন একাই নিয়েছেন ৪ উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন নাট সিভার। ক্যাথেরিন ব্রান্ট করেছেন ৩২ রান। বাকিরা কেউ কিন্তু ২০ রানের গণ্ডি আর টপকাতে পারেননি। ২৭ রানে ম্যাচটি জিতে যায় অস্ট্রেলিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।