মেববোর্নের বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে পরাজিত করার সঙ্গে সঙ্গে টিম ইন্ডিয়ার ১১ জন ক্রিকেটার একই সঙ্গে উল্লেখযোগ্য এক নজির গড়ে। দলের সব ক্রিকেটার এই প্রথমবার দেশের বাইরে রান তাড়া করে টেস্ট জয়ের শরিক হয়। নিঃসন্দেহে এমন ছবি টেস্ট ক্রিকেটে বিরল।
শেষবার ভারত বিদেশের মাঠে রান তাড়া করে টেস্ট জিতেছিল ২০১০ সালে। সেবার কলম্বোয় শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল টিম ইন্ডিয়া। এই দলের একজন ক্রিকেটারও সেই ম্যাচে উপস্থিত ছিলেন না। সেদিক থেকে এক দশক পরে ভারত আবার বিদেশের মাঠে রান তাড়া করে টেস্ট ম্যাচ জেতার নজির গড়ে।
চেতেশ্বর পূজারা ও ঋদ্ধিমান সাহা ছাড়া বর্তমান ভারতীয় দলের কোনও ক্রিকেটারে ২০১০ সালে টেস্ট অভিষেক হয়নি। উল্লেখযোগ্য বিষয় হল, বিরাট কোহলিও এখনও দেশের বাইরে রান তাড়া করে টেস্ট জয়ের স্বাদ পাননি।
১৭ বছর পরে আবার অস্ট্রেলিয়ার মাটিতে রান তাড়া করে ম্যাচ জিতল ভারত। শেষবার ২০০৩ সালে অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। মেলবোর্নে শেষবার কোনও সফরকারী দল রান তাড়া করে টেস্ট জিতেছিল ২০০৮ সালে। সেবার দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয় অস্ট্রেলিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।