
Australia vs India: অশ্বিনকে তাচ্ছিল্য করেই ডুবেছে অজি ব্যাটসম্যানরা, মত দিল্লির কোচ পন্টিংয়ের
১ মিনিটে পড়ুন . Updated: 19 Dec 2020, 07:50 AM IST- পন্টিংয়ের অধীনে আইপিএলে খেলেছেন অশ্বিন।
শুভব্রত মুখার্জি
অ্যাডিলেডে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে রবিচন্দ্রন অশ্বিনের স্পিনের ভেল্কিতে কুপোকাত হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। অশ্বিনের বোলিংয়ের কাছে বশ্যতা স্বীকার করেন। স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যানও বুঝতে অসমর্থ হন অশ্বিনের বল। স্মিথ, ক্যামেরুন গ্রিন, নাথান লিঁও এবং ট্র্যাভিস হেডকে প্যাভিলিয়নে ফেরত পাঠান অশ্বিন। যা অস্ট্রেলিয়ার মাটিতে এখনও পর্যন্ত অশ্বিনের সবথেকে ভালো বোলিং ফিগার।
সে বিষয়ে বলতে গিয়ে কিংবদন্তি ক্রিকেটার তথা অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের ধারণা, অশ্বিনকে হালকাভাবে নিয়ে তাচ্ছিল্য করেই ডুবেছে অজি ব্যাটসম্যানরা। ভারতীয় অফস্পিনারের বিরুদ্ধে অতিরিক্ত আক্রমণাত্মক খেলতে গিয়েই ডুবতে হয়েছে অস্ট্রেলিয়ার তাবড় তাবড় ব্যাটসম্যানদের। এমনটাই ধারণা দিল্লি ক্যাপিটালসের কোচ। যাঁর অধীনে আইপিএলে খেলেছেন অশ্বিন।
অ্যাডিলেডে প্রথম ইনিংসে ৩৪ বছরের অশ্বিন চারটি উইকেট তুলে নেন। অজিরা অলআউট হয়ে যায় ১৯১ রানে। এই প্রসঙ্গে চ্যানেল সেভেনকে রিকি পন্টিং বলেন, 'আমার ধারণা, ব্যাটসম্যানরা অশ্বিনের বিরুদ্ধে অতিরিক্ত আক্রমণাত্মক খেলার চেষ্টা করেছে। অশ্বিন যে কতটা ভালো বোলার, সেটা আন্দাজ করতে না পেরে ওকে তাচ্ছিল্য করে নিজেদের বিপদ ডেকে এনেছে। ওরা ওর বিরুদ্ধে আক্রমণাত্মকভাবে খেলে রান করতে গিয়েই ডুবেছে।'