বাংলা নিউজ > ময়দান > Australia vs India: দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের, অভিষেকের মুখে শুভমন-সিরাজ, বাদ ঋদ্ধি-পৃথ্বী

Australia vs India: দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ভারতের, অভিষেকের মুখে শুভমন-সিরাজ, বাদ ঋদ্ধি-পৃথ্বী

অ্যাডিলেডের পুনরাবৃত্তি ঘটল দ্বিতীয় টেস্টেও। (ছবি সৌজন্য, টুইটার @BCCI)

বাদ পড়েছেন পৃথ্বী শ এবং ঋদ্ধিমান সাহা।

অ্যাডিলেডে ধাক্কার পর দ্বিতীয় টেস্টের প্রথম একাদশে চার পরিবর্তন করল ভারত। প্রত্যাশামতোই লাল বলের ক্রিকেটে অভিষেক করতে চলেছেন শুভমন গিল। পৃথ্বী শ'র পরিবর্তে ওপেনার হিসেবে তাঁকে দলে নেওয়া হয়েছে। বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহাও। দলে ঢুকেছেন মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা এবং ঋষভ পন্থ।

সিরিজের প্রথম টেস্টে একইভাবে একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছিল ভারত। অ্যাডিলেডে লজ্জার মুখে পড়লেও দলের আত্মবিশ্বাসে যে চিড় ধরেনি, তা বোঝাতেই সম্ভবত বক্সিং ডে টেস্টের আগেও একই কৌশল নিয়েছেন অজিঙ্কা রাহানে। তবে পৃথ্বীর উপর সেই আত্মবিশ্বাস দেখানোর পথে হাঁটেনি ভারত। অ্যাডিলেডের দুই ইনিংসে যে ধাঁচে আউট হয়েছেন, তাতেই তাঁর ভবিষ্যৎ স্পষ্ট হয়ে গিয়েছিল। বিশেষত প্রস্তুতি ম্যাচে শুভমন রান পাওয়ায় কলকাতা নাইট রাইডার্সের তারকার দিকেই পাল্লা ভারী ছিল। টিম ইন্ডিয়ার অনুশীলনেও দীর্ঘক্ষণ নেটে ব্যাট করেছিলেন। শেষপর্যন্ত ঐতিহাসিক দিনেই লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করতে চলেছেন গিল।

একইসঙ্গে বক্সিং ডে টেস্টেই অভিষেক হচ্ছে মহম্মদ সিরাজের। মহম্মদ শামির পরিবর্তে দলে ঢোকার জন্য তাঁর সঙ্গে নভদীপ সাইনির লড়াই ছিল। সেই লড়াইয়ে জিতেছেন সিরাজ। যিনি অস্ট্রেলিয়া পৌঁছানোর পরেই বাবার মৃত্যু সংবাদ পেয়েছিলেন। তা সত্ত্বেও দেশে ফিরে যাননি। সেই চূড়ান্ত দায়বদ্ধতার ফল পেলেন তিনি। এছাড়াও ফিট হয়ে দলে ঢুকেছেন রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলির অনুপস্থিতিতে ব্যাটিংয়ে জোর দিতেই সাদা বলে ভালো ফর্মে থাকা জাদেজাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। সঙ্গে গতবার মেলবোর্নে যে রকম উইকেট ছিল, তাতে জাদেজার বোলিংও দলের কাজে আসতে পারে। 

পন্থের অন্তর্ভুক্তিও প্রত্যাশিত ছিল। দেশে ঋদ্ধি-বিদেশ পন্থ নীতির পরিবর্তে ভারতীয় দলের যে যুক্তিতে অ্যাডিলেডে ঋদ্ধিমানকে প্রথম একাদশে রাখা হয়েছিল, তা মেলবোর্নের উইকেটে খাটবে না। তার জেরে বাদ পড়েছেন ঋদ্ধি। ব্যাট হাতেও অ্যাডিলেডে রান পাননি তিনি। ফলে ভারতীয় দলের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার কাজটা সহজ হয়ে গিয়েছিল।

বক্সিং ডে টেস্টে ভারতের প্রথম একাদশ : 

অজিঙ্কা রাহানে, মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল (অভিষেক), চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ (অভিষেক)।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.