
Australia vs India: পলক ফেলার আগেই বিহারীকে রান-আউট করলেন হ্যাজেলউড, দেখুন ভিডিও
১ মিনিটে পড়ুন . Updated: 09 Jan 2021, 09:23 AM IST- জাদেজা না হ্যাজেলউড, কার করা রান-আউট সেরা, শুরু হতে পারে তর্ক।
সিডনি টেস্টের দ্বিতীয় দিনে যদি চর্চায় থাকে স্টিভ স্মিথকে জাদেজার রান-আউট, তবে তৃতীয় দিনে নিঃসন্দেহে আলোচনার বিষয় হনুমা বিহারীকে বিদ্যুৎ গতির থ্রোয়ে হ্যাজেলউডের রান-আউট।
দ্বিতীয় দিনের শেষে জাদেজা বলেছিলেন, এটা তাঁর কেরিয়ারের সেরা ফিল্ডিং এবং তিনি কখনই ভুলবেন না ৩০ গজের বৃত্তের বাইরে থেকে সরাসরি থ্রোয়ে স্টাম্প ভেঙে দিয়ে স্মিথকে সাজঘরে ফেরানোর কথা।
হনুমাকে করা রান-আউটটিও নিঃসন্দেহে হ্যাজেলউডের কেরিয়ারের অন্যতম সেরা ফিল্ডিং হিসেবে বিবেচিত হতে পারে। তফাৎ হল এই যে, জাদেজার তুলনায় অনেক কাছে থেকে থ্রো করেন হ্যাজেলউড। জাদেজাকে কার্যত বাউন্ডারি লাইন থেকে ছুটে এসে বল ধরতে হয় এবং তিনি বৃত্তের বাইরে থেকে বল ছুঁড়ে স্টাম্প ভেঙে দেন। হ্যাজেলউড ফিল্ডিং করছিলেন ৩০ গজের বৃত্তের ভিতরে এবং তাঁকে বল ধরার জন্য খুব বেশি দৌড়তে হয়নি।
তাছাড়া জাদেজাকে তুলনায় স্কোয়ার থেকে বল ছুঁড়তে হওয়ায় তিনটি স্টাম্পে নিশানা করার সুযোগ ছিল না। সুতরাং, সিডনি টেস্টে পরপর দু'দিনে দু'টি অসাধারণ রান-আউটের সাক্ষী থাকে ক্রিকেটবিশ্ব। কোনটি সেরা, সেটা বিচার করতে হলে বারবার রিপ্লে দেখতে হবে নিশ্চিত।