বাংলা নিউজ > ময়দান > Australia vs India Updates- প্রথম ম্যাচেই ভরাডুবি, ৬৬ রানে হারল ভারত
ম্যাচের শেষে করমর্দন (REUTERS)

Australia vs India Updates- প্রথম ম্যাচেই ভরাডুবি, ৬৬ রানে হারল ভারত

দেখুন ম্যাচের বড় মুহূর্তগুলির আপডেট

নয় মাস বাদে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন সুখের হল না ভারতের জন্য। ৬৬ রানে হার হল বিরাট বাহিনীর। প্রথম থেকেই খেলার রাশ ছিল ফিঞ্চের দলের হাতে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং, তিনটি বিভাগেই খুব সাদামাটা লেগেছে ভারতকে। আইপিএলের অফ ফর্ম ঘুচিয়ে দেশের হয়ে ফের স্বমহিমায় অজি তারকারা। 

27 Nov 2020, 05:57:51 PM IST

বোলিংয়ে ব্যর্থতা, ব্যাটিং নিয়েও অনেক প্রশ্ন

এই নিয়ে চারটি ওডিআই টানা হারল ভারত। হার্দিক যদি না বল করেন, তাহলে পাঁচটি বোলার নিয়ে খেলে অসুবিধায় পড়ে যাচ্ছে ভারত। দরকার একটি ব্যাকআপের। এছাড়াও ভারতের তূণের সেরা অস্ত্র বুমরাহকে দ্রুত ফর্মে ফিরতেই হবে। ফিল্ডিংয়ে প্রচুর ক্যাচ গলিয়েছে বিরাট  বাহিনী। আইপিএলের ট্রেন্ড সেদিক থেকে দেখতে গেলে চলছে। ব্যাটিংয়ের ক্ষেত্রে বিরাট সহ অনেকেই খুব তাডা়হুড়ো করে আউট হলেন। আরেকটু কি হিসেব করে খেলা যেত না, সেই প্রশ্ন থাকবেই। মোটের ওপর দুঃস্বপ্নের মতো এই খেলাটিকে ভুলতে চাইবে ভারত। 

27 Nov 2020, 05:52:34 PM IST

স্টিভ স্মিথ ম্যান অফ দ্য ম্যাচ

৬৬ বলে ১০৫ করে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছিলেন তিনি। ভারতের জন্য কিছুটা তেমন ইনিংস খেলেন হার্দিক, কিন্তু শুরুতে ওয়ার্নার ৬৯ ও ফিঞ্চ ১১৪ রানের যে ভিত গড়ে দিয়েছিলেন, তেমন খেলতে পারেননি ভারতীয় ব্যাটাররা। ১০০ রানের মধ্যে চার উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাচে ফেরার সম্ভাবনা সবসময়ই ক্ষীণ ছিল। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে বোলিংয়ে ভালো করলেন হেজেলউড ৩ উইকেট ও জাম্পা ৪ উইকেট নিয়ে। হেজেলউড যেমন শুরুতে তিনটি নেন, তেমনই বিপজ্জনক হয়ে ওঠা হার্দিক ও ধাওয়ানকে ফিরিয়ে কফিনে শেষ পেরেক পোঁতেন জাম্পা। 

27 Nov 2020, 05:43:15 PM IST

৫০ ওভারে ৩০৮-৮

সবমিলিয়ে ৬৬ রানে হেরে গেল ভারত। পান্ডিয়া ও ধাওয়ান ছাড়া বাকিরা একেবারেই ব্যর্থ প্রথম ম্যাচে। 

27 Nov 2020, 05:26:08 PM IST

আউট জাডেজা

৩৭ বলে ২৫ করে আউট জাডেজা। হ্যাঁ, লেখার ভুল নয়, সত্যিই এতগুলি বল নষ্ট করলেন তিনি, যেখানে টার্গেট ৩৭৫। জাম্পার বলে লং অনে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে আউট। ৪৭ ওভারের শেষে ২৯৭-৭। 

27 Nov 2020, 05:17:11 PM IST

৪৪ ওভারে ২৬৫-৬

কার্যত হালই ছেড়ে দিয়েছে ভারত। ধীরে ধীরে খেলছেন জাডেজা ও সাইনি। কত রানে শেষপর্যন্ত হার হয় সেটাই দেখার। 

27 Nov 2020, 05:02:50 PM IST

আউট হার্দিক

ক্রমশই বাড়ছিল আস্কিং রেট, জাম্পার বলে ছয় মারতে গিয়ে লং অনে স্টার্কের হাতে ধরা পড়লেন হার্দিক পান্ডিয়া। করলেন ৭৬ বলে ৯০ রান সাতটি চার ও চারটি ছয়ের সহযোগে। ৩৯ ওভারে ২৪৮-৬। জাডেজা নট আউট ৮ রানে, অন্যদিকে আছেন নভদীপ সাইনি।

27 Nov 2020, 04:43:34 PM IST

আউট

মিড অফ ওপরে আছে দেখে স্টেপ আউট করে মারতে গেলেন ধাওয়ান। ব্যাটে বলে হল না ঠিক করে, সহজ ক্যাচ দিলেন স্টার্ককে জাম্পার বলে। ৮৬ বলে ৭৪ করে আউট ধাওয়ান। ৩৪.৩ ওভারে ২২৯-৫

27 Nov 2020, 04:35:22 PM IST

পান্ডিয়ার ক্যাচ ফস্কালেন ম্যাক্সি

নিজের বোলিংয়ে হার্দিকের কট অ্যান্ড বোল্ড মিস করলেন ম্যাক্সি। সপাটে মেরেছিলেন হার্দিক, বল হাতে ঠিক করে লাগেইনি। ৩৩ ওভার শেষে ২২১-৪

27 Nov 2020, 04:25:45 PM IST

৩১ ওভার শেষে ২১৩-৪

এগিয়ে চলেছে ভারত, যদিও কিছুটা হলেও ছন্দ হারিয়েছেন ধাওয়ান। ৬৮ বলে ৫৯ করেছেন তিনি। অন্যদিকে ৫৮ বলে ৭৫ হার্দিক। ৬ ওভারে মাত্র ২৪ রান দিয়ে চমকে দিয়েছেন স্টইনিস। তাঁর স্পেলই হয়তো জিত-হারের মধ্যে পার্থক্য গড়ে দেবে। 

27 Nov 2020, 04:13:26 PM IST

২৯ ওভারে ২০১-৪

১৭৪ চাই ভারতের জিততে ২১ ওভারে। অনবদ্য খেলছেন হার্দিক, যোগ্য সঙ্গত ধাওয়ানের। 

27 Nov 2020, 04:01:47 PM IST

২৬ ওভারে ১৮২-৪

ফের পড়ল ধাওয়ানের ক্যাচ। স্টার্কের বলে মিসটাইম করেছিলেন তিনি, আলোতে বল দেখতেই পারেননি কামিন্স। তিনি নট আউট ৫৩ রানে। অন্যদিকে হার্দিক ৫৫ রানে অপরাজিত, যদিও একটু হলে তাঁকে ক্যাচ আউট করছিলেন স্টইনিস নিজের বলে।

27 Nov 2020, 03:46:29 PM IST

৩১ বলে ৫০ হার্দিকের 

হাত খুলে মারছেন হার্দিক। তিনটি চার ও চারটি ছয় সহযোগে হাফ সেঞ্চুরি করলেন তিনি। অন্যদিকে ভালো খেলছেন ধাওয়ান। ২৩ ওভারে ১৬৯-৪ ভারত। 

27 Nov 2020, 03:33:41 PM IST

২০ ওভারে ১৪৪-৪

জাম্পার বলে ধাওয়ানের সহজ ক্যাচ শর্ট কভারে ফেললেন ম্যাক্সওয়েল। অন্যদিকে এসে থেকেই চালাচ্ছেন হার্দিক। তিনি অপরাজিত ৩১, ধাওয়ান নট আউট ৪১ রানে। বড় পার্টনারশিপ চাই ভারতের। 

27 Nov 2020, 03:16:08 PM IST

ফুটবল খেললেন ধাওয়ান!

জাম্পার বলে প্রায় প্লেড অন হয়ে গিয়েছিলেন ধাওয়ান। শেষ মুহূর্তে পা দিয়ে ক্লিয়ানেল্স করলেন তিনি। তাঁর সঙ্গে এখন ক্রিজে হার্দিক পান্ডিয়া। ১৬ ওভারে ১১০-৪ 

27 Nov 2020, 03:04:51 PM IST

প্রথম ওভারে সাফল্য জাম্পার

আউট করার মতো বল ছিল না, লোপ্পা ফুলটস দিয়েছিলেন, কিন্তু সপাটে মারতে গিয়ে কভারে ক্যাচ দিয়ে ফেললেন লোকেশ রাহুল। ১৫ বলে ১২ রান করে আউট তিনি। ১০১-৪ ভারত

27 Nov 2020, 02:49:31 PM IST

থামছে না ভারত

একাদশ ওভার থেকে এল ১৩ রান। রাহুল ফর্মে আছেন, তাই এসেই হাত খুলে মারছেন। ১১ ওভারে ৯৩-৩

27 Nov 2020, 02:44:06 PM IST

আউট শ্রেয়স

মাত্র দুই রান করে ক্যারিকে ক্যাচ দিয়ে আউট হলেন শ্রেয়স আইয়ার। একই ওভারে দুটি উইকেট নিয়ে কাঁপাচ্ছেন হেজেলউড। শর্ট বল খেলায় শ্রেয়সের দুর্বলতা দেখিয়ে দিল এটি। ১০ ওভার শেষে ৮০-৩ 

27 Nov 2020, 02:41:13 PM IST

আউট কোহলি!

অসামান্য খেলছিলেন, আচমকাই স্লগ করতে গিয়ে মিউ উইকেটে ফিঞ্চের হাতে আউট অধিনায়ক। ব্যাটের ওপরের অংশে লেগেছিল, তাই মিসটাইমে সহজ ক্যাচ নিলেন ফিঞ্চ। ২১ বলে ২১ করে আউট কোহলি। 

27 Nov 2020, 02:28:55 PM IST

কোহলির লোপ্পা ক্যাচ ফেললেন জাম্পা

মাত্র এক রানের মাথায় কামিন্সের বলে হুক করতে গিয়ে টপ এজ করলেন কোহলি। জাম্পা সহজ ক্যাচ ফস্কালেন। পরপর দুটি বলে তারপর দুটি চার মারলেন কোহলি। ৭ ওভারে ৬৪-১

27 Nov 2020, 02:24:17 PM IST

আউট মায়াঙ্ক

ভালোই খেলছিলেন আচমকা কি হল, কে জানে, আনতাবড়ি মারতে গিয়ে আউট হলেন মায়াঙ্ক আগরওয়াল। করলেন ১৮ বলে ২২। ম্যাক্সওয়েলের হাতে হেজেলউডের বলে আউট হলেন তিনি। 

27 Nov 2020, 02:13:52 PM IST

৪ ওভারে ৪৬-০

ঝড় তুলেছে ভারত। মায়াঙ্ক ২১ ও ধাওয়ান ১৬ রানে অপরাজিত। 

27 Nov 2020, 02:03:49 PM IST

২ ওভারে ৩২-০

হেজেলউডের ওভারে দুটি চারের সহযোগে এল বারো। একটা বল গেল সেকেন্ড স্লিপ দিয়ে। মায়াঙ্ক ভাগ্যবান যে সেখানে কেউ ছিল না। 

27 Nov 2020, 02:01:20 PM IST

প্রথম ওভারে কুড়ি রান

আদর্শ শুরু ভারতের। স্টার্কের ওভারে ওয়াইডে চার, ফ্রিহিটে চার সবই পেল ভারত। তবে সামনে লক্ষ্য অনেক বড়। 

27 Nov 2020, 01:31:42 PM IST

আইপিএলে ব্যর্থ, ওডিআইতে সুপার হিট!

পুরো আইপিএলে রান পাননি ম্যাক্সি, স্মিথ ও ফিঞ্চ। এদিন তিনজনেই মাতিয়ে দিলেন। ফিঞ্চ তাও প্রথমে একটু জড়সড় লাগছিল। অন্যদের সেটাও ছিল না। শুরুতে ৭৬ বলে ৬৯ ও ১২৪ বলে ১১৪ করে ভালো ভিত গড়ে দেন ওয়ার্নার ও ফিঞ্চ। তারপর দক্ষযজ্ঞ করেন স্মিথ ও ম্যাক্সি। স্মিথ মাত্র ৬৬ বলে ১০৫ ও ম্যাক্সওয়েল ১৯ বলে ৪৫ করেন। তাঁদের ইনিংসের জেরেই ৫০ ওভার শেষেই ম্যাচের থেকে কার্যত বাইরে ভারত। মন্থর পিচে কি ভাবে কোহলি বাহিনী চেজ করে সেটাই দেখার। 

27 Nov 2020, 01:27:59 PM IST

পাঁচ বোলার খেলিয়ে বিপাকে পড়ল ভারত

হার্দিক বোলিং করতে পারছেন না, তাই মাত্র পাঁচ বোলার নিয়ে খেলছে ভারত, যেই কারণে তারা বিপাকে পড়ল। প্রথম কয়েকটা ওভারে ভাগ্য সহায় ছিল না ভারতের। কিন্তু তারপর থেকেই জড়তা ঝেড়ে ফেলে অনবদ্য খেলে অজিরা। সবচেয়ে খারাপ চাহাল, গলিয়েছেন ৮৯ রান এক উইকেট পেয়ে। ৬৩ রান দিয়েছেন জাডেজা, উইকেট পাননি। পুরো কোটা করে ৭৩ রান দিয়ে এক উইকেট বুমরাহর ও ৮৩ রান দিয়ে এক উইকেট সাইনির। সব মিলিয়ে এই ম্যাচটি ছিল ভারতীয় দলের কাছে দুঃস্বপ্নের মতো। ফিল্ডিংও হয়েছে তথৈবচ। অনেকগুলি ক্যাচ পড়েছে। পায়ের ফাঁক দিয়ে বল গলেছে। 

27 Nov 2020, 01:20:31 PM IST

৫০ ওভারে ৩৭৪-৬

শেষ পর্যন্ত ৩৭৪  করল অস্ট্রেলিয়া মন্থর পিচে। শেষ ওভারে কুড়ি ওভারে ২০৫ রান করল অস্ট্রেলিয়া। ভারতের হয়ে একমাত্র দাগ কেটেছেন শামি। তিনি ১০ ওভারে ৩ উইকেট ৫৯ রানে। 

27 Nov 2020, 01:18:06 PM IST

আউট স্মিথ

৬৬ বলে ১০৫ করে শামির বলে বোল্ড আউট স্মিথ। অসাধারণ ইনিংস খেলেছেন, তবুও আউট হয়ে মারাত্মক দুঃখিত স্মিথ। নিজেকে দুষতে দুষতে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। অস্ট্রেলিয়া ৩৭২-৬

27 Nov 2020, 01:12:40 PM IST

হান্ড্রেড স্মিথের!

৬২ বলে একশো স্মিথের। অসাধারণ খেললেন তিনি, আইপিলে ব্যাটে বলে হচ্ছিল না কে বলবে। দশটি চার ও ছটি ছয় মেরেছেন তিনি। 

27 Nov 2020, 01:10:27 PM IST

৩৫০ পেরিয়ে গেল অস্ট্রেলিয়া

৪৮ ওভার শেষে ৩৫৫-৫। ৯৫ রানে নট আউট স্মিথ। কার্যত ভারতীয় বোলিংয়ের সঙ্গে ছেলেখেলা করছেন প্রাক্তন অজি অধিনায়ক। 

27 Nov 2020, 12:57:09 PM IST

আউট ল্যাবুশান

দুই রান করে ছক্কা মারতে গিয়ে সাইনির বলে ধাওয়ানের হাতে আউট ল্যাবুশান। ম্যাচের এই হাল, তারপরেও নিজের ট্রেডমার্ক সেলিব্রেশন করতে ভুললেন না তিনি। 

27 Nov 2020, 12:53:24 PM IST

আউট ম্যাক্সওয়েল

অবশেষে শামির বলে লং অনে জাডেজার হাতে আউট ম্যাক্সওয়েল। ১৯ বলে ৪৫ রান করলেন তিনি। ৪৫ ওভারে ৩৩০-৪ অস্ট্রেলিয়া। 

27 Nov 2020, 12:47:39 PM IST

৪৪ ওভারে ৩১৭-২

১৫ রান এল এই ওভার থেকে। চেনা ছন্দে ম্যাক্সওয়েল অপরাজিত ৪১ রানে মাত্র ১৬ বলে। 

27 Nov 2020, 12:45:17 PM IST

হার্দিক ফেললেন ম্যাক্সির ক্যাচ

চাহালের বলে প্রথমে রিভার্স সুইপে ছয় মারলেন ম্যাক্সি। তারপর জোরে মারলেন তিনি লং অফের ওপর দিয়ে। হার্দিক ক্যাচ ধরতে পারলেন না, বল ছয় হয়ে গেল। 

27 Nov 2020, 12:40:20 PM IST

চলছে স্মিথের তাণ্ডব

মারছেন স্মিথ, জুড়ি তাণ্ডব। ৪৩ ওভারেই ৩০০ পেরিয়ে গেল অস্ট্রেলিয়ার। ১১ বলে ২৫ নট আউট ম্যাক্সি, অন্যদিকে ৪৮ বলে ৭৩ করেছেন স্মিথ।

27 Nov 2020, 12:27:49 PM IST

গোল্ডেন ডাক স্টইনিসের

প্রথম বলেই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হলেন মার্কাস স্টইনিস। উইকেট পেলেন চাহাল। ২৭১-৩ 

27 Nov 2020, 12:25:48 PM IST

আউট ফিঞ্চ

১১৪ রান করে অবশেষে আউট অজি অধিনায়ক। রানের গতি বাড়াতে গিয়ে ল্যাপ শট খেলতে গিয়েছিলেন বুমরাহর বলে। সংযোগ ঠিক করে হল না, রাহুলের হাতে ক্যাচ আউট। নয়টি চার ও দুটি ছয়ে সাজানো ইনিংস। ৪০ ওভারে ২৬৪-২ অস্ট্রেলিয়া। 

27 Nov 2020, 12:19:11 PM IST

১১৭ বলে ১০১ করলেন ফিঞ্চ

ওডিআইতে নিজের ১৭তম শতরান করলেন ফিঞ্চ। মাত্র ১১৭ বলে এল এই সেঞ্চুরি। মেরেছেন সাতটি চার ও দুটি ছয়। আইপিএলের অফ ফর্ম কাটিয়ে স্বমহিমায় অজি অধিনায়ক। ৩৯ ওভারে ২৫২-১

27 Nov 2020, 12:12:13 PM IST

৩৬ বলে ৫০ স্মিথের 

আটটি চার মেরে ৫০ করলেন স্মিথ। চাপে ভারত। 

27 Nov 2020, 12:10:36 PM IST

সহজ ক্যাচ ফেললেন শিখর

মিসহিট করেছিলেন স্মিথ জাডেজার শেষ বলে। লং অনে অনেকটা এগিয়ে ছিলেন শিখর ধাওয়ান। পিছোতে পারলেন না তিনি সময় মতো। সহজ ক্যাচ গলল। কোহলি অত্যন্ত ক্ষুব্ধ। ৩৭ ওভার শেষে ২২৬-১। ৯৭ নট আউট ফিঞ্চ, ৪২ রানে স্মিথ। 

27 Nov 2020, 11:58:08 AM IST

৩৪ ওভারে ২০৩-১

রানের গতি বাড়িয়েছে অস্ট্রেলিয়া। ৯৪ রানে নট আউট ফিঞ্চ, ২২ বলে ২৪ করেছেন স্মিথ। ছন্দ পাচ্ছেন না ভারতীয়রা।

27 Nov 2020, 11:40:15 AM IST

৩০ ওভারে ১৬৯-১

ওয়ার্নারের আউটের পর স্মিথ এসেছেন ক্রিজে। চার রানে তিনি অপরাজিত। ৮১ রানে নট আউট ফিঞ্চ। পুরো আইপিএলে খারাপ খেলার পর এখন ফর্মে ফিরলেন তিনি ভারতের বিরুদ্ধে! কোহলি কি ভাবছেন, সেটা কল্পনা করাই যায়। 

27 Nov 2020, 11:27:16 AM IST

অবশেষে আউট ওয়ার্নার

শামির বলে রাহুলের হাতে ক্যাচ আউট হয়ে ফিরলেন ওয়ার্নার। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন শামি। সেখানে দেখা গেল এজ লেগেছে, যদিও অনেকগুলি রিভিউ লাগল সিদ্ধান্তে আসতে। ৭৬ বলে ৬৯ করে আউট ওয়ার্নার। ২৭.৫ ওভারে অস্ট্রেলিয়া ১৫৬-১

27 Nov 2020, 11:05:26 AM IST

২৩ ওভারে ১২৬-০

ওয়ার্নার এবং ফিঞ্চ, দুজনেরই পঞ্চাশ হয়ে গিয়েছে। ফিঞ্চ ৬১ ও ওয়ার্নার ৫১ রানে নট আউট। ব্রেকথ্রুর খোঁজে বিরাট কোহলি। 

27 Nov 2020, 10:48:00 AM IST

১৯ ওভারে ১০০-০

ফিঞ্চ ৫১  ও ওয়ার্নার ৪০ রানে অপরাজিত। চাপ নিশ্চিত ভাবেই ভারতের ওপর। ৩৫০ রানের বেশি অজিরা করে ফেলবে এভাবে চলতে থাকলে। 

27 Nov 2020, 10:45:51 AM IST

ভালো বোলিং করছেন জাডেজা

আঁটোসাটো বোলিং করছেন রবীন্দ্র জাডেজা। তাঁর বলে বেশ কয়েকবার চাপে পড়েছেন ফিঞ্চ। দুবার এলবি ও একবার ক্যাচের আপিল হয়েছে এখনও। রাহুল তো ভেবেছিলেন যে ফিঞ্চ আউটই। তবে এখনও অবধি কোনও রিভিউ নেওয়া হয়নি। 

27 Nov 2020, 10:35:01 AM IST

১৫ ওভারে ৭৬-০

নিশ্চিত ভাবেই কোহলির কপালে ভাঁজ পড়বে এবার। দুই ওপেনারই সেট, এবার হাত খুলে মারতে যাবেন। অন্যদিকে বোলাররা ছন্দ পাচ্ছেন না। ৩৬ রানে ফিঞ্চ ও ৩২ রানে ওয়ার্নার নট আউট। এখনও পর্যন্ত পাঁচ বোলারকে ব্যবহার করেছে ভারত। শামি ছাড়া বাকিরা নেহাতই সাদামাটা। 

27 Nov 2020, 10:16:00 AM IST

একাদশ ওভারে স্পিন

উইকেট মিলছে না দেখে স্পিনার নিয়ে এলেন কোহলি। ১১ ওভারের শেষে ৫৪-০। রানের থেকেও উইকেট কলামে কিছু নেই, সেটাই চিন্তায় রাখবে অধিনায়ককে। প্রথম ওভারে মাত্র দুরান দিলেন চাহাল। ১২ ওভারে ৫৬-০

27 Nov 2020, 10:02:12 AM IST

ছন্দহীন লাগছে নভদীপ সাইনিকে

প্যাডে বল করছেন, ওয়াইড বল করছেন, সব মিলিয়ে অনেক লুজ বল করছেন নভদীপ সাইনি। ক্ষুরধার সেই পেসও দেখতে পাওয়া যাচ্ছে না। ২ ওভারে ১৪ রান দিয়েছেন তিনি। এখনও শামি ছাড়া নজর কাড়েননি কেউ। 

27 Nov 2020, 09:54:11 AM IST

জড়তা কাটিয়ে ছন্দে ফিরছেন ফিঞ্চ

প্রাথমিক ভাবে একটা দুটো ফলস শট খেলেছিলেন, কিন্তু ধীরে ধীরে ছন্দে ফিরছেন অজি অধিনায়ক। খারাপ বল পেলে অনায়াসে বাউন্ডারিতে পাঠাচ্ছেন তিনি। আট ওভার শেষে অস্ট্রেলিয়া ৪০-০। ২৩ অপরাজিত ফিঞ্চ, ১৫ রানে ওয়ার্নার। 

27 Nov 2020, 09:39:09 AM IST

ধীরে ধীরে হাত খুলছে অস্ট্রেলিয়া

৫ ওভার শেষে ২৭-০। ওয়ার্নার নট আউট ১৩ ও ফিঞ্চ ১২ রানে। 

27 Nov 2020, 09:35:26 AM IST

ডাইরেক্ট হিট, রান আউট হলেন না ওয়ার্নার

চতুর্থ ওভারের শেষ বলে শর্ট মিডঅফে ঠেলেই রান নিতে গেলেন ওয়ার্নার। কোহলির ডাইরেক্ট হিট কিন্তু একটুর জন্য বেঁচে গেলেন তিনি। অনবদ্য ডাইভ দিয়ে বাঁচলেন তিনি। 

27 Nov 2020, 09:27:33 AM IST

এখনও ছন্দে নেই ফিঞ্চ

পুরো আইপিএলে রান পাননি, আন্তর্জাতিক ক্রিকেটে এসেও ছন্দে ফিরতে পারছেন না অ্যারন ফিঞ্চ। ১১ বলে ২ রান করেছেন তিনি এখনও। অস্ট্রেলিয়া ৮-০, ৩ ওভার বাদে। 

27 Nov 2020, 09:25:36 AM IST

রেট্রো জার্সিতে ভারত

মাঠে ফিরেছেন দর্শকরা তবে মাত্র ৫০ শতাংশকে অনুমতি দেওয়া হয়েছে। প্রথম ওভারে আগুন ঝরালেন শামি। দ্বিতীয় ওভারের শেষ বলে যদিও বুমরাহকে চার মেরে প্রথম বাউন্ডারি মারলেন ওয়ার্নার। 

27 Nov 2020, 08:56:34 AM IST

সবুজ পিচ, কিন্তু পরে স্পিন করতে পারে

প্রথম দিকে পেস বোলারদের জন্য কিছুটা প্রাণ থাকবে বলে মনে করা হচ্ছে। তারপরে অবশ্য ম্যাচ যত গড়াবে স্পিনাররা কিছুটা সহায়তা পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

27 Nov 2020, 08:53:39 AM IST

অস্ট্রেলিয়ার একাদশ

অস্ট্রেলিয়ার দলে আছেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, স্টইনিস, ল্যাবুশান, ম্যাক্সওয়েল, ক্যারি, কামিন্স, স্টার্ক, জাম্পা, হেজেলউড। অর্থাৎ তিন পেসার ও একজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে নামছে অস্ট্রেলিয়া। পঞ্চম বোলারের কাজ করবেন স্টইনিস, ম্যাক্সওয়েল ও প্রয়োজনে স্মিথ। 

27 Nov 2020, 08:50:20 AM IST

ভারতীয় একাদশ

ভারতীয় দলে আছেন শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, চাহাল, নভদীপ সাইনি, জসপ্রীত বুমরাহ। অর্থাৎ সাইনির চোট সেরে গিয়েছে। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে ভারত। সুযোগ পেলেন না শুভমন গিল। 

27 Nov 2020, 08:45:35 AM IST

টসে জিতে ব্যাট করবে অস্ট্রেলিয়া

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.