বাংলা নিউজ > ময়দান > Australia vs India 1st T20I:উত্তেজক ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে পরাজিত করল ভারত
চাহালকে অভিনন্দন কোহলির। ছবি- টুইটার।

Australia vs India 1st T20I:উত্তেজক ম্যাচে অস্ট্রেলিয়াকে ১১ রানে পরাজিত করল ভারত

ওয়ান ডে সিরিজে পরাজিত হওয়ার পর টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

অস্ট্রেলিয়া সফরের শুরুটা মনে রাখার মতো হয়নি ভারতের। সিডনিতে প্রথম দু'টি ওয়ান ডে ম্যাচে অজিদের কাছে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। যদিও ক্যানবেরায় সিরিজের শেষ একদিনের ম্যাচে অনবদ্য জয় তুলে নিয়েছেন বিরাট কোহলিরা। এবার শুরু টি-২০ সিরিজের লড়াই। ২০১৯-এর শুরু থেকে অস্ট্রেলিয়া তাদের ১৩টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মধ্যে জয় তুলে নিয়েছে ১০টি ম্যাচে। ভারত অবশ্য এই সময়ের মধ্যে তাদের ৮টি ম্যাচেই জিতেছে। যার মধ্যে দু'টি ম্যাচে তারা জয় পেয়েছে সুপার ওভারে। সুতরাং টি-২০ সিরিজে ব্যাট-বলের উত্তেজক লড়াইয়ের অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। ক্যানবেরায় শেষ ওভার পর্যন্ত লড়াই চালানোর পর অস্ট্রেলিয়া ১১ রানে হার মানে টিম ইন্ডিয়ার কাছে।

04 Dec 2020, 05:38:59 PM IST

ম্যাচের সেরা চাহাল

জাদেজার কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামা যুজবেন্দ্র চাহাল ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। তিনি ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

04 Dec 2020, 05:28:29 PM IST

অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৫০/৭

শেষ ওভারে ১৫ রান ওঠে। অস্ট্রেলিয়া ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান তোলে। ১১ রানে ম্যাচ জেতে ভারত। 

04 Dec 2020, 05:24:17 PM IST

১৯ ওভারে ১৩৫/৭

১৯ ওভার শেষে ৭ উইকেটে ১৩৫ রান তুলেছে অস্ট্রেলিয়া। শেষ ওভারে ২৭ রান দরকার।

04 Dec 2020, 05:20:43 PM IST

স্টার্ক আউট

স্টার্ককে ফরত পাঠালেন নটরাজন। ১ রান করে বোল্ড হন তিনি। নটরাজনের এটি তৃতীয় উইকেট।

04 Dec 2020, 05:18:21 PM IST

হেনরিকস আউট

মইজেস হেনরিকসকে আউট করলেন দীপক চাহার। ২০ বলে ৩০ রান করে এলবিডব্লিউ হন তিনি। ১৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ১২৭/৬। শেষ ২ ওভারে ৩৫ রান দরকার অস্ট্রেলিয়ার।

04 Dec 2020, 05:11:09 PM IST

ওয়েড আউট

তৃতীয় সাফল্য চাহালের। ফেরালেন ম্যাথিউ ওয়েডকে। ৭ রান করে কোহলির হাতে ধরা পড়েন ওয়েড। ১৭ ওভারে অস্ট্রেলিয়া ১২২/৫। ৩ ওভারে ৪০ রান দরকার অজিদের।

04 Dec 2020, 05:08:14 PM IST

১৬ ওভারে অস্ট্রেলিয়া ১১৬/৪

১৬ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১১৬ রান তুলেছে। হেনরিকস ২৫ রানে ব্যাট করছেন। 

04 Dec 2020, 05:04:16 PM IST

শর্ট আউট

ডার্সি শর্ট আউট। নটরাজন এনে দিলেন মূল্যবান সাফল্য। ৩৮ বলে ৩৪ রান করে পান্ডিয়ার হাতে ধরা পড়েন তিনি।

04 Dec 2020, 04:56:48 PM IST

১০০ টপকাল অস্ট্রেলিয়া

১০০ রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। ১৪ ওভারে ৩ উইকেটের ১০৪ রান তুলেছে অজিরা।

04 Dec 2020, 04:40:55 PM IST

ম্যাক্সওয়েল আউট

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম উইকেট টি নটরাজনের। ফর্মে থাকা ম্যাক্সওয়েলকে এলবিডব্লিউ করেন তিনি। ম্যাক্সওয়েল ২ রান করে সাজঘরে ফেরেন। নতুন ব্যাটসম্যান হেনরিকেস। অস্ট্রেলিয়া ১১ ওভার শেষে  ৭৯/৩।

04 Dec 2020, 04:35:28 PM IST

স্মিথ আউট

জোড়া সাফল্য। ফিঞ্চের পর স্মিথকে ফেরালেন চাহাল। ৯ বলে ১২ রান করে স্যামসনের হাতে ধরে পড়েন স্মিথ। নতুন ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া ১০ ওভারে ৭৪/২।

04 Dec 2020, 04:24:25 PM IST

ফিঞ্চ আউট

ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন জাদেজার কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামা যুজবেন্দ্র চাহাল। ইনিংসের অষ্টম ওভারের চতুর্থ বলে অজি দলনায়ককে পান্ডিয়ার হাতে ধরা দিতে বাধ্য করেন তিনি। আগের ওভারেই ফিঞ্চের ক্যাচ ছাড়েন মণীশ পান্ডে। নতুন ব্যাটসম্যান স্মিথ। অস্ট্রেলিয়া ৮ ওভার শেষে ৫৭/১।

04 Dec 2020, 04:17:56 PM IST

পাওয়ার প্লে'র শেষে অস্ট্রেলিয়া ৫৩/০ 

৬ ওভার শেষে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে ৫৩ রান তুলেছে। ফিঞ্চ ৩৩ ও শর্ট ১৮ রানে ব্যাট করছে।

04 Dec 2020, 04:09:54 PM IST

জমাটি শুরু অস্ট্রেলিয়ার

পালটা ব্যাট করতে নেমে জমাটি শুরু অস্ট্রেলিয়ার। পাঁচ ওভারে তারা কোনও উইকেট না হারিয়ে ৪৫ রান তুলেছে।

04 Dec 2020, 04:08:32 PM IST

জাদেজার বদলে মাঠে চাহাল

জাদেজার কনকাশন পরিবর্ত হিসেবে মাঠে নামলেন যুজবেন্দ্র চাহাল। ফলে তিনি ম্যাচে বল করতে পারবেন। ভারতীয় ইনিংসের শেষ ওভারে জাদেজার হেলমেটে বল লাগে।

04 Dec 2020, 03:26:46 PM IST

২০ ওভারে ভারত ১৬১/৭

২০ ওভারের খেলা শেষ। ভারত ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তুলেছে। শেষ ওভারে জাদেজা ২টি বাউন্ডারি মারেন। তিনি অপরাজিত থাকেন ২৩ বলে ৪৪ রান করে। ৫টি চার ও ১টি ছক্কা মারেন জাদেজা। সুতরাং, জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৬২ রান।

04 Dec 2020, 03:23:15 PM IST

ওয়াশিংটন আউট

ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে আউট হলেন ওয়াশিংটন সুন্দর। ৫ বলে ৭ রান করে স্টার্কের বলে অ্যাবটের হাতে ধরা পড়েন তিনি। আগের বলেই জাদেজার ক্যাচ ছাড়ে অস্ট্রেলিয়া।

04 Dec 2020, 03:21:12 PM IST

দুরন্ত জাদেজা ১৫০ পার করালেন ভারতকে

হ্যাজেলউডের ওভারে ৩টি চার ও ১টি ছক্কা মারেন জাদেজা। ১৯তম ওভারে ২৩ রান ওঠে। ভারত ১৯ ওভার শেষে ১৫০/৬। জাদেজা ১৯ বলে ৩৪ রান করে ব্যাট করছেন।

04 Dec 2020, 03:16:55 PM IST

হ্যামস্ট্রিংয়ে চোট পেলেন জাদেজা

হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে যন্ত্রণাকাতর জাদেজা। সামলে উঠেই ছক্কা হাঁকান তিনি। শেষ ওভারে হেলমেটেও বল লাগে তাঁর।

04 Dec 2020, 03:09:07 PM IST

১৮ ওভারে ভারত ১২৭/৬

১৮ ওভার শেষে ভারত ৬ উইকেটে ১২৭ রান তুলেছে। জাদেজা ১২ রানে ব্যাট করছেন। ২ ওভারের খেলা বাকি রয়েছে।

04 Dec 2020, 03:05:05 PM IST

হার্দিক পান্ডিয়া আউট

হেনরিকসকে ছক্কা মেরে ওভার শুরু করেন পান্ডিয়া। তবে পঞ্চম বল গগনে তুলে দরা পড়ে যান স্মিথের হাতে। ১৫ বলে ১৬ রান করে ডাগআউটে ফেরেন হার্দিক। নতুন ব্যাটসম্যান ওয়াশিংটন সুন্দর। ভারত ১৭ ওভার শেষে ১১৫/৬। হেনরিকস ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২২ রানে ৩ উইকেট নিয়ে।

04 Dec 2020, 02:56:20 PM IST

১০০ পার করল ভারত

১৬তম ওভারে একশো রানের গণ্ডি পার করল টিম ইন্ডিয়া। ১৬ ওভার শেষে ভারত ১০৪/৫

04 Dec 2020, 02:52:40 PM IST

১৫ ওভারে ভারত ৯৭/৫

মাত্র ৫ ওভারের খেলা বাকি। এখনও একসো রানের গণ্ডি টপকাতে ব্যর্থ ভারত। ১৫ ওভার শেষে তারা ৫ উইকেটে ৯৭ রান তুলেছে। ব্যাট করছে আগের ম্যাচের সফল জুটি জাদেজা-পান্ডিয়া।

04 Dec 2020, 02:48:11 PM IST

লোকেশ রাহুল আউট

জোরালো ধাক্কা। আউট হলেন লোকেশ রাহুল। হেনরিকসের বলে লং অনে দুরন্ত ক্যাচ ধরেন অ্যাবট। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ৫১ রান করে ক্রিজ ছাড়েন লোকেশ। নতুন ব্যাটসম্যান জাদেজা। ভারত ১৪ ওভারে ৯৩/৫। একসময় ২ উইকেটে ৮৬ রান তুলেছিল ভারত। সেখান থেকে পরপর উিকেট হারিয়ে কোণঠাসা তারা।

04 Dec 2020, 02:42:54 PM IST

পান্ডে আউট

বিশেষ ছাপ রাখতে পারলেন না মণীশ পান্ডে। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন তিনি। জাম্পার বলে শর্ট থার্ডম্যাচে দারুণ ক্যাচ ধরেন হ্যাজেলউড। ৮ বলের ইনিংসে কোনও বাউন্ডারি মারতে পারেননি তিনি। ভারত ১৩ ওভারে ৯১/৪। নতুন ব্যাটসম্যান পান্ডিয়া।

04 Dec 2020, 02:36:29 PM IST

স্যামসন আউট

১৫ বলে ২৩ রান করে আউট হন সঞ্জু স্যামসন। হেনরিকসের বলে সোয়েপসনের হাতে ধরা পড়েন তিনি। একটি চার ও ১টি ছক্কা মেরেছেন স্যামসন। নতুন ব্যাটসম্যান মণীশ পান্ডে। ভারত ১২ ওভারে ৮৯/৩। রাহুল ৫০ রানে ব্যাট করছেন।

04 Dec 2020, 02:31:09 PM IST

হাফ-সেঞ্চুরি রাহুলের

আইপিএলের ফর্ম দেশের জার্সিতেও ধরে রাখলেন লোকেশ রাহুল। ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ভারত ১১ ওভার শেষে ৮৬/২। স্যামসন ব্যাট করছেন ২৩ রানে।

04 Dec 2020, 02:27:14 PM IST

১০ ওভার শেষে ভারত ৭৫/২

অর্ধেক ইনিংস শেষ। ভারত ১০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৭৫ রান তুলেছে। রাহুল ৪৮ ও স্যামসন ১৫ রানে ব্যাট করছেন।

04 Dec 2020, 02:23:55 PM IST

৯ ওভারে ভারত ৬৮/২

নবম ওভারে ভারত ১২ রান তোলে। স্যামসন একটি ছক্কা হাঁকান। রাহুল একটি বাউন্ডারি মারেন। ৯ ওভার শেষে ভারত ২ উইকেটে ৬৮ রান তুলেছে। রাহুল ৪৫, স্যামসন ১১ রানে ব্যাট করছেন।

04 Dec 2020, 02:21:17 PM IST

৮ ওভার শেষে ভারত ৫৬/২

অষ্টম ওভারে জাম্পার বলে ৫ রান ওঠে। ৮ ওভার শেষে ভারত ৫৬/২। রাহুল ৪০ রানে ব্যাট করছেন।

04 Dec 2020, 02:15:08 PM IST

কোহলি আউট

বড় সাফল্যে অস্ট্রেলিয়ার। পাওয়ার প্লে'র ঠিক পরেই বিরাট কোহলির উইকেট তুলে নেন সোয়েপসন। ৯ বলে ৯ রান করে কট অ্যান্ড বোল্ড হন ভারত অধিনায়ক। নতুন ব্যাটসম্যান স্যামসন। ৭ ওভার শেষে ভারত ৫১/২। রাহুল ৩৮ রানে ব্যাট করছেন। তিনি এই ওভারেও একটি বাউন্ডারি মারেন।

04 Dec 2020, 02:11:51 PM IST

পাওয়ার প্লে'র শেষে ভারত ৪২/১

৬ ওভারের খেলা শেষ। পাওয়ার প্লে'র শেষে ভারত ১ উইেকেটর বিনিময়ে ৪২ রান তুলেছে। ষষ্ঠ ওবারে ভারত ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ রান তোলে। লোকেশ রাহুল ৩১ রানে ব্যাট করছেন। কোহলি অপরাজিত ৮ রানে।

04 Dec 2020, 02:06:17 PM IST

৫ ওভারে ভারত ৩০/১

পঞ্চম ওভারে জাম্পার বলে ৯ রান সংগ্রহ করে ভারত। ৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩০ রান। একটি বাউন্ডারি মারেন রাহুল। তিনি ২০ রানে ব্যাট করছেন। কোহলি অপরাজিত ৭ রানে।

04 Dec 2020, 02:01:58 PM IST

৪ ওভার শেষে ভারত ২১/১

চতুর্থ ওভারে ১টি বাউন্ডারি-সহ ৮ রান তোলে ভারত। ৪ ওভার শেষে টিম ইন্ডিয়া ২১/১। রাহুল ১১ ও কোহলি ৭ রানে ব্যাট করছেন।

04 Dec 2020, 01:56:19 PM IST

ধাওয়ান আউট

ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্কের বলে শিখর ধাওয়ান আউট। ৬ বলে ১ রান করে বোল্ড হন গব্বর। তার আগে ওভারের তৃতীয় বলে ম্যাচের প্রথম বাউন্ডারি মারেন রাহুল। নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারত ৩ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ১৩ রান তুলেছে।

04 Dec 2020, 01:51:27 PM IST

২ ওভারে ভারত ৬/০

তাড়াহুড়ো করতে নারাজ দুই ভারতীয় ওপেনার। হ্যাজেলউডের ওভারে ১ রান অতিরিক্ত-সহ মোট ২ রান ওঠে। ভারত ২ ওভার শেষে ৬/০।

04 Dec 2020, 01:46:32 PM IST

১ ওভার শেষে ভারত ৪/০

ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন লোকেশ রাহুল ও শিখর ধাওয়ান। অস্ট্রেলিয়ার হয়ে বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম ওভারে ভারত কোনও উইকেট না হারিয়ে ৪ রান তুলেছে। চার রানই সংগ্রহ করেছেন রাহুল। 

04 Dec 2020, 01:31:48 PM IST

টিম লিস্ট বিভ্রাট

ইএসপিএন-ক্রিকইনফোর দাবি অনুযায়ী ভারতের অফিসিয়াল টিম লিস্টে নাম রয়েছে মণীশ পান্ডের। অথচ বিসিসিআই টুইটারে প্লেয়িং ইলেভেনে দেখা যাচ্ছে শ্রেয়র আইয়ারের নাম। যদিও টেলিভিশন গ্র্যাফিক্সেও মণীশ পান্ডের নাম দেখা গিয়েছে। পরে বিসিসিআই সংশোধন করে নেয় ভুল। দলে রয়েছেন মণীশ। রিজার্ভ বেঞ্চে শ্রেয়স।

04 Dec 2020, 01:24:50 PM IST

অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন

অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), ডার্সি শর্ট, ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মইজেস হেনরিকস, সিয়ান অ্যাবট, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড।

04 Dec 2020, 01:21:30 PM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

লোকেশ রাহুল (উইকেটকিপার), শিখর ধাওয়ান, বিরাট কোহলি (ক্যাপ্টেন), মণীশ পান্ডে, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, মহম্মদ শামি ও টি নটরাজন।

04 Dec 2020, 01:13:16 PM IST

টস জিতলেন ফিঞ্চ

টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস হারলেন কোহলি। টস জিতে অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে।

04 Dec 2020, 01:13:16 PM IST

টি-২০ অভিষেক নটরাজনের

ক্যানবেরায় আগের ম্যাচেই ওয়ান ডে অভিষেক হয় টি নটরাজনের। এবার সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাটে আত্মপ্রকাশ করছেন তরুণ পেসার। ম্যাচ শুরুর আগে নটরাজনের হাতে টি-২০ ক্যাপ তুলে দেন জসপ্রীত বুমরাহ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

লেবু থেকে রস বেশি পাওয়া যায় এইভাবে রেখে দিলে! খুব সহজ উপায়টি দেখে নিন গর্ভে সন্তান নিয়ে বিয়ে, তারপরই ডিভোর্স হয় কঙ্কনার! নতুন প্রেমে অপর্ণা সেনের মেয়ে বাড়িতে অশ্বত্থ গাছ কি শুভ? দেওয়ালে গজিয়ে উঠলে কী করণীয়? রইল বাস্তুটিপস নিজেদের স্বভাবের কারণে অস্বস্তিতেপড়েন এই রাশির জাতকেরা! কারা তাঁরা ভারতের সবথেকে হালকা বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি DRDO-র! বাঁচাবে সর্বোচ্চ বিপদ থেকেও কেউ মারা গেল শোক নয়, উৎসব হয়! মৃতদেহকেই আগলে রাখে পরিবার, অদ্ভুত রীতি এই গ্রামের সৌরভের বায়োপিক কি আরও পিছলো, করণ জোহরের স্পাই হতে গিয়ে আয়ুষ্মান ভুলছেন মহারাজকে পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ ISL 2023-24: ২ গোলে পিছিয়ে থেকে, ইনজুরি টাইমে ৩গোল, ফাইনালের পথে এক পা মুম্বইয়ের ধনু-মকর-কুম্ভ-মীনের বৃহস্পতিবার কেমন কাটবে? জানুন রাশিফল

Latest IPL News

পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ? এই জন্য ম্যাচটা হাতের বাইরে চলে যায়- হারের জন্য কোন কারণ দেখালেন রুতুরাজ বিশ্ব ক্রিকেটের সেরা ঘরোয়া T20 টুর্নামেন্ট নিঃসন্দেহে আইপিএল:- রিকি পন্টিং

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.