বাংলা নিউজ > ময়দান > Australia vs India 3rd T20I: ১২ রানে হেরে থামল ভারতের বিজয় রথ
আগ্রাসী মেজাজে কোহলি। ছবি- টুইটার।

Australia vs India 3rd T20I: ১২ রানে হেরে থামল ভারতের বিজয় রথ

অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হল কোহলিদের।

অস্ট্রেলিয়ায় পা দিয়ে প্রথম দু'টি ওয়ান ডে ম্যাচে হারতে হয় টিম ইন্ডিয়াকে। ফলে ওয়ান ডে সিরিজ খোয়াতে হয় কোহলিদের। তবে তার পর থেকে একটি ওয়ান ডে ও ২টি টি-২০ ম্যাচে জয় তুলে নেয় ভারত। টি-২০ সিরিজ আগেই পকেটে পুরেছিলেন কোহলিরা। তাঁদের সামনে সুযোগ ছিল সংক্ষিপ্ত ফর্ম্যাটে অজিদের ক্লিন স্যুইপ করে বর্ডার-গাভাসকর ট্রফির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার। যদিও সিরিজের শেষ টি-২০ ম্যাচে ১২ রানে হেরে সেই সুযোগ হাতছাড়া করেন বিরাটরা।

08 Dec 2020, 05:52:59 PM IST

সিরিজ সেরা পান্ডিয়া

সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার ওঠে হার্দিক পান্ডিয়ার হাতে।

08 Dec 2020, 05:51:32 PM IST

ম্যাচের সেরা সোয়েপসন

৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মিচেল সোয়েপসন।

08 Dec 2020, 05:25:44 PM IST

থামল ভারতের বিজয় রথ

অস্ট্রেলিয়ার কাছে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ১২ রানে হেরে থামল ভারতের বিজয় রথ। ২০১৯-এর ফেব্রুয়ারি থেকে টানা ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। অবশেষে সিডনিতে পরাজিত হলেন কোহলিরা। যদিও ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

08 Dec 2020, 05:22:02 PM IST

২০ ওভারে ভারত ১৭৪/৭

২০ ওভারে ভারত আটকে গেল ৭ উইকেটে ১৭৪ রানে। ছক্কা মেরে আশা জাগালেও শেষরক্ষা করতে পারলেন না শার্দুল ঠাকুর। ১২ রানে ম্যাচ হারল ভারত। শার্দুল ১৭ রানে অপরাজিত রইলেন।

08 Dec 2020, 05:17:54 PM IST

ওয়াশিংটন আউট

৬ বলে ৭ রান করে আউট ওয়াশিংটন। অ্যাবটের বলে তাইয়ের হাতে ধরা পড়েন তিনি। ৪ বলে ২৩ রান দরকার ভারতের।

08 Dec 2020, 05:12:56 PM IST

কোহলি আউট

বিরাট কোহলি আউট, জোরালো ধাক্কা ভারতীয় শিবিরে। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬১ বলে ৮৫ রান করেন ভারত অধিনায়ক। তাইয়ের বলে স্যামসের হাতে ধরা পড়েন তিনি। ১৯ ওভারে ভারত ১৬০/৬। শেষ ওভারে দরকার ২৭ রান।

08 Dec 2020, 05:10:36 PM IST

১৮ ওভার শেষে ভারত ১৫১/৫

১৮ ওভার শেষে ভারত ১৫১/৫। ২ ওভারে দরকার ৩৬ রান। কোহলি ৮৫ রানে অপরাজিত রয়েছেন।

08 Dec 2020, 05:07:42 PM IST

পান্ডিয়া আউট

১৩ বলে ২০ রান করে আউট হার্দিক পান্ডিয়া। জাম্পার বলে ফিঞ্চের হাতে ধরা পড়েন তিনি। ১টি চার ও ২টি ছক্কা মারেন হার্দিক। নতুন ব্যাটসম্যান সুন্দর।

08 Dec 2020, 05:06:11 PM IST

১৭ ওভার শেষে ভারত ১৪৪/৪

১৭তম ওভারে তাইয়ের বলে ১টি ছক্কা ও ১টি চার-সহ মোট ১৩ তোলে ভারত। ১৭ ওভার শেষে ৪ উইকেটে ১৪৪ রান তুলেছে টিম ইন্ডিয়া। জয়ের জন্য ৩ ওভারে ৪৩ রান দরকার তাদের।

08 Dec 2020, 05:02:38 PM IST

১৬ ওভার শেষে ভারত ১৩১/৪

১৬তম ওভারে স্যামসের বলে ৩টি ছক্কা-সহ মোট ২০ তোলে ভারত। ২টি ছক্কা মারেন বিরাট। একটি মারেন পান্ডিয়া। ভারত ১৬ ওভার শেষে ৪ উইকেটে ১৩১ রান তুলেছে। ৪ ওভারে ভারতের দরকার ৫৬। বিরাট ৭৮ ও পান্ডিয়া ৯ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 04:56:07 PM IST

৫ ওভারে ভারতের দরকার ৭৬ রান

১৫ ওভারে ভারত ৪ উইকেট হারিয়ে ১১১ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য ৫ ওভারে ৭৬ রান দরকার টিম ইন্ডিয়ার। কোহলি ৬৫ ও পান্ডিয়া ২ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 04:52:40 PM IST

কোহলির মাইলস্টোন

ইনিংসের ১৪তম ওভারে অ্যাবটের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে মাইলস্টোন ছুঁলের বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটে এটি তাঁর ৩০০ নম্বর ছ্ক্কা। ভারত ১৪ ওভারে ১০৯/৪। বিরাট ব্যাট করছেন ৬৪ রানে।

08 Dec 2020, 04:48:56 PM IST

শ্রেয়স আইয়ার আউট

খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেন শ্রেয়স আইয়ার। সোয়েপসনের বলে এলবিডব্লিউ হন তিনি। নতুন ব্যাটসম্যান পান্ডিয়া। ভারত ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে। সুতরাং, ৭ ওভারে জয়ের জন্য ৮৭ রান দরকার ভারতের। কোহলি ৫৬ রানে ব্যাট করছেন। সোয়েপসন ৪ ওভারের বোলিং কোটা পূ৪ণ করেন ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করে।

08 Dec 2020, 04:42:00 PM IST

আউট স্যামসন

৯ বলে ১০ রান করে স্যামসন আউট। সোয়েপসনের বলে স্মিথের হাতে ধরা পড়েন তিনি। নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। 

08 Dec 2020, 04:39:27 PM IST

হাফ-সেঞ্চুরি কোহলির

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি। ৪১ বলে অর্ধশতরান ছুঁয়ে ফেলেন ভারত অধিনায়ক। মারেন ৩টি বাউন্ডারি। ভারত ১২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯৪ রান তুলেছে। বিরাট ৫০ ও স্যামসন ১০ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 04:30:46 PM IST

১০ ওভারে ভারত ৮২/২

১০ ওভার শেষে ভারত ২ উইকেটের বিনিময়ে ৮২ রান তুলেছে। কোহলি ৪৪ রানে ব্যাট করছেন। স্যামসন অপরাজিত ৪ রানে। জয়ের জন্য ১০ ওভারে ১০৫ রান দরকার টিম ইন্ডিয়ার।

08 Dec 2020, 04:25:44 PM IST

ধাওয়ান আউট

২১ বলে ২৮ রান করে আউট হন শিখর ধাওয়ান। সোয়েপসনের হাতে স্যামসের হাতে ধরা পড়েন গব্বর। ৩টি বাউন্ডারি মারেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার। নতুন ব্যাটসম্যান সঞ্জ স্যামসন। ৯ ওভার শেষে ভারত ৭৫/২। কোহলি ৪১ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 04:22:17 PM IST

৮ ওভার শেষে ভারত ৬৯/১

৮ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৬৯ রান তুলেছে। কোহলি ৩৬ ও ধাওয়ান ২৭ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 04:18:22 PM IST

পাওয়ার প্লে'র শেষে ভারত ৫৫/১

ষষ্ঠ ওভারে ১৫ রান ওঠে। পাওয়ার প্লে'র সেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ৫৫ রান তুলেছে। কোহলি ৩১ ও ধাওয়ান ১৮ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 04:09:41 PM IST

ফের ক্যাচ পড়ল কোহলির

পঞ্চম ওভারের প্রথম বলেই কোহলিকে কট অ্যান্ড বোল্ডের সুযোগ হাতছাড়া করলেন অ্যান্ড্রু তাই। ভারত অধিনায়ক তখন ১৯ রানে ব্যাট করছিলেন। ৫ ওভার শেষে ভারত ৪০/১। বিরাট ২৫ ও ধাওয়ান ৯ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 04:01:10 PM IST

জীবনদান পেলেন কোহলি

ডিপ মিডউইকেটে ম্যাক্সওয়েলের বলে কোহলির অতি সহজ ক্যাচ ছাড়লেন স্টিভ স্মিথ। বিরাট তখন ৯ রানে ব্যাট করছিলেন। ৩ ওভারে ভারত ২৩/১। কোহলি ১২ ও ধাওয়ান ৭ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 03:59:04 PM IST

২ ওভার শেষে ভারত ১৫/১

২ ওভার শেষে ভারত ১ উইকেটের বিনিময়ে ১৫ রান তুলেছে। কোহলি ৮ ও ধাওয়ান ৫ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 03:51:00 PM IST

প্রথম ওভারেই আউট রাহুল

ইনিংসের প্রথম ওভারেই আউট হলেন লোকেশ রাহুল। খাতা খোলার আগেই ম্যাক্সওয়েলের বলে স্মিথের হাতে ধরা পড়েন তিনি। নতুন ব্যাটসম্যান কোহলি। ভারত ১ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৪ রান তুলেছে।

08 Dec 2020, 03:29:50 PM IST

অস্ট্রেলিয়া ২০ ওভারে ১৮৬/৫

অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৮৬ রান তোলে। হেনরিকস ৫ ও স্যামস ৪ রান করে অপরাজিত থাকেন। নটরাজন ৩৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। সুতরাং জয়ের জন্য ভারতের প্রয়োজন ১৮৭ রান।

08 Dec 2020, 03:28:06 PM IST

ডার্সি শর্ট আউট

৩ বলে ৭ রান করে রান-আউট হলেন ডার্সি শর্ট।

08 Dec 2020, 03:24:55 PM IST

ম্যাক্সওয়েল আউট

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ম্যাক্সওয়েলকে বোল্ড করেন নটরাজন। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫৪ রান করেন তিনি। নতুন ব্যাটসম্যান ডার্সি শর্ট।

08 Dec 2020, 03:21:17 PM IST

ওয়েড আউট

১৯তম ওভারে শার্দুল ঠাকুরের দ্বিতীয় বলে এলবিডব্লিউ হলেন ওয়েড। ওয়েড রিভিউ নেন। তবে তা কাজে লাগেনি। ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৩ বলে ৮০ রান করেন তিনি। নতুন ব্যাটসম্যান হেনরিকস। অস্ট্রেলিয়া ১৯ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৭৫ রান তুলেছে।

08 Dec 2020, 03:17:49 PM IST

ম্যাক্সওয়েলের হাফ-সেঞ্চুরি

৩১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন গ্লেন ম্যাক্সওয়েল। পঞ্চাশ রানে পৌঁছতে তিনি ৩টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৮ ওভারে অস্ট্রেলিয়া ১৬৮/২। ওয়েড ৮০ ও ম্যাক্সওয়েল ৫২ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 03:12:26 PM IST

১৭ ওভারে অস্ট্রেলিয়া ১৫৭/২

১৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তুলেছে। ওয়েড ৭৬ ও ম্যাক্সওয়েল ৪৬ রানে অপরাজিত রয়েছেন। ১৭তম ওভারে শার্দুলের প্রথম বলে ভারত রিভিউ নিলেও ম্যাক্সওেল বেঁচে যান।

08 Dec 2020, 03:04:06 PM IST

১৫ ওভারে অস্ট্রেলিয়া ১৩৯/২

১৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ১৩৯ রান তুলেছে। চাহালের শেষ বলে ম্যাক্সওয়েলের বিরুদ্ধে কট-বিহাইন্ডের আবেদন জানায় ভারত। আম্পায়ার নট-আউট ঘোষণা করলে বিরাট রিভিউ নেন। রিপ্ল'তে দেখা যায় ম্যাক্সওয়েল আউট ছিলেন না। রিভিউ নষ্ট হয় ভারতের। ওয়েড ৬৯ ও ম্যাক্সওয়েল ৩৫ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 02:51:14 PM IST

নো বলে আউট হয়ে বেঁচে গেলেন ম্যাক্সওয়েল

যুজবেন্দ্র চাহালের বলে আউট হয়েও বেঁচে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৩ নম্বর ওভারের শেষ বলে বল গগনে তুলে লোকেশ রাহুলের দস্তানায় ধরা পড়েন ম্যাক্সওয়েল। তবে টেলিভিশন আম্পায়ার জানিয়ে দেন ওভার স্টেপ করেছেন চাহাল। ফলে সাজঘরের ফিরতে ফিরতেও পুনরায় ক্রিজে ফিরে গেলেন ম্যাক্সওয়েল। ১৩ ওভারে অস্ট্রেলিয়া ১১৪/২। ওয়েড ৬১ ও ম্যাক্সওয়েল ১৯ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 02:45:18 PM IST

১০০ টপকাল অস্ট্রেলিয়া

১২ ওভারে অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ১০১ রান তুলেছে। ওয়েড ৫৮ ও ম্যাক্সওয়েল ১১ রানে ব্যাট করছেন। শার্দুল ঠাকুর নিজের প্রথম ওভারে ১৪ রান খরচ করেন।

08 Dec 2020, 02:42:07 PM IST

আউট হয়েও বেঁচে গেলেন ওয়েড

ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পরেই ভাগ্যের সঙ্গ পেলেন ম্যাথিউ ওয়েড। নটরাজনের বলে এলবিডব্লিউ হয়েছিলেন তিনি। তবে কোহলি নির্ধারিত ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউয়ের আবেদন করতে পারেননি। আসলে বিরাট রিভিউয়ের আবেদন করেন। তবে ততক্ষণে ১৫ সেকেন্ড অতিক্রান্ত হয়ে যায়। রিপ্লেতে দেখা যায়, আউট ছিলেন ওয়েড।

08 Dec 2020, 02:35:47 PM IST

হাফ-সেঞ্চুরি ওয়েডের

পরপর দু'টি ম্যাচে হাফ-সেঞ্চুরি করলেন ম্যাথিউ ওয়েড। ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

08 Dec 2020, 02:29:32 PM IST

স্মিথ আউট

ইনিংসের দশম ওভারে ওয়াশিংটনের প্রথম বলে স্মিথকে স্টাম্প আউটের সুযোগ হাতছাড়া করেন লোকেশ রাহুল। পরের বলেই বাউন্ডারি মারেন স্মিথ। তবে সেই ওভারের চতুর্থ বলেই স্মিথকে বোল্ড করেন সুন্দর। ২৩ বলে ২৪ রান করে আউট হন তিনি। নতুন ব্যাটসম্যান ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া ১০ ওভারে ৮২/২। ওয়েড ৪৮ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 02:20:49 PM IST

৮ ওভারে অস্ট্রেলিয়া ৬৮/১

৮ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটের বিনিময়ে ৬৮ রান তুলেছে। ওয়েড ৪৬ ও স্মিথ ১৫ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 02:12:35 PM IST

পাওয়ার প্লে'র শেষে অস্ট্রেলিয়া ৫১/১

পাওয়ার প্লে'র খেলা শেষ। ৬ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে ৫১ রান তুলেছে। ওয়েড ৩৪ ও স্মিথ ১০ রানে ব্যাট করছেন। টি নটরাজন নিজের প্রথম ওভারে ৬ রান খরচ করেন।

08 Dec 2020, 02:07:56 PM IST

চাহারের খরুচে ওভার

ইনিংসের পঞ্চম ওভারে দীপক চাহার ১৭ রান খরচ করেন। অস্ট্রেলিয়া ৫ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৪৫ রান তুলেছে। ওয়েড ২১ বলে ৩২ রান করে ব্যাট করছেন।

08 Dec 2020, 02:01:17 PM IST

৪ ওভারে অস্ট্রেলিয়া ২৮/১

৪ ওভার শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটের বিনিময়ে ২৮ রান তুলেছে। ওয়েড ২০ রানে ব্যাট করছেন।

08 Dec 2020, 01:50:29 PM IST

শুরুতেই সাফল্য ভারতের

ইনিংসের দ্বিতীয় ওভারেই ভারতকে সাফল্য এনে দিলেন ওয়াশিংটন সুন্দর। ফিঞ্চকে আউট করেন তিনি। খাতা খোলার আগেই হার্দিক পান্ডিয়ার হাতে ধরা পড়েন অজি দলনায়ক। নতুন ব্যাটসম্যান স্মিথ। অস্ট্রেলিয়া ২ ওভারে ১৪/১।

08 Dec 2020, 01:48:20 PM IST

ভালো শুরু অস্ট্রেলিয়ার

ভালো শুরু অস্ট্রেলিয়ার। দীপক চাহারের প্রথম ওভারে ২টি বাউন্ডারি-সহ উঠল ৯ রান। কোনও উইকেট খোয়ায়নি অস্ট্রেলিয়া।

08 Dec 2020, 01:27:57 PM IST

দলে পরিবর্তন

নিয়ম রক্ষার ম্যাচ হলেও ভারত গত ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখেই মাঠে নামার সিদ্ধান্ত নেয়। অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন হয়েছে। দলে ফিরেছেন ক্যাপ্টেন ফিঞ্চ। রিজার্ভ বেঞ্চে মার্কাস স্টইনিস।

08 Dec 2020, 01:17:45 PM IST

অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন

ম্যাথিউ ওয়েড (উইকেটকিপার), অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মইজেস হেনরিকস, ডার্সি শর্ট, সিয়ান অ্যাবট, অ্যান্ড্রু তাই, মিচেল সোয়েপসন, অ্যাডাম জাম্পা ও ড্যানিয়েল স্যামস।

08 Dec 2020, 01:16:16 PM IST

ভারতের প্লেয়িং ইলেভেন

লোকেশ রাহুল (উইকেটকিপার), শিখর ধাওয়ান, বিরাট কোহলি (ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, শার্দুল ঠাকুর ও টি নটরাজন।

08 Dec 2020, 01:15:12 PM IST

টস জিতে বোলিং ভারতের

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে টস জিতল ভারত। বিরাট কোহলি আগের ম্যাচের মতোই রান তাড়া করার সিদ্ধান্ত নেন। সুতরাং টস হেরে শুরুতে ব্যাট করবে অস্ট্রেলিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘ও আমার থেকে অটোগ্রাফ নিয়েছিল, সেই সই-এর সাহায্যেই ২৬ লক্ষ টাকা প্রতারণা…’ বালুরঘাট লোকসভা কেন্দ্র ২০২৪: গড়রক্ষার লড়াই সুকান্তের, জানুন অতীতের ফলাফল জটিল পারিবারিক সম্পর্কের মোকাবিলা করুন এইভাবে, থেরাপিস্ট শেয়ার করলেন টিপস ‘১৩০’ নয়, ৫০ টাকায় খাবার পাবেন রেলযাত্রীরা! আছে ২০ টাকারও মিল, কীভাবে মিলবে? আপনি যদি ICC T20 WC 2024 জিততে চান তাহলে… দ্রাবিড়কে জয়ের মন্ত্র দিলেন সিধু সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো দার্জিলিং লোকসভা কেন্দ্র ২০২৪: একনজরে শৈলশহরে অতীতের ফল, এবারের প্রার্থী পরিচয় বাংলাদেশের প্রথম মহিলা হিসেবে সন্তানের পূর্ণ অভিভাবকত্ব পেলেন বাঁধন কনুইয়ের কাছে ঠোঁকা লাগলেই ইলেকট্রিক শকের মতো লাগে? কাদের এমন হয় বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো

Latest IPL News

সব CSK ফ্যানের মধ্যে একা দাঁঁড়িয়ে LSG ফ্যান, জয়ের পর আনন্দে লাফ-ভাইরাল ভিডিয়ো বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.