বাংলা নিউজ > ময়দান > Australia vs India: কোহলিদের বিধ্বস্ত করে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া
ম্যাচের সেরা হন পেইন। ছবি- টুইটার।

Australia vs India: কোহলিদের বিধ্বস্ত করে টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া

অ্যাডিলেড টেস্টে ৮ উইকেটে জয় তুলে নেন অজিরা।

অ্যাডিলেডে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টের প্রথম দু'দিন ম্যাচের রাশ ভারতের হাতে ছিল। প্রথম ইনিংসের নিরিখে ৫৩ রানের লিড নিয়েছিল টিম ইন্ডিয়া। তবে তৃতীয় দিনের শুরুতেই ভারতের দ্বিতীয় ইনিংস ধসে যায় ৩৬ রানে। ফলে জয়ের জন্য ৯০ রানের লক্ষ্য অনায়াসে টপকে যায় অস্ট্রেলিয়া। 

19 Dec 2020, 01:58:45 PM IST

মোলবোর্নে হবে দ্বিতীয় টেস্ট

২৬ ডিসেম্বর থেকে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে বক্সিং ডে টেস্ট। ভারত বাকি সিরিজে পাবে না ক্যাপ্টেন বিরাট কোহলিকে। কোহলি পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরবেন। রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেও কোয়ারান্টাইনে রয়েছেন। ১৪ দিনের কোয়ারান্টাইন নিয়ম শিথল না করলে তাঁর পক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নামা সম্ভব নয়।

19 Dec 2020, 01:45:16 PM IST

ম্যাচের সেরা টিম পেইন

প্রথম ইনিংসে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন। যদিও জোস হ্যাজেলউড দ্বিতীয় ইনিংসে ৫ ওভার বল করে ৩টি মেডেন-সহ ৮ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। প্যাট কামিন্স প্রথম ইনিংসে ৩টি এবং দ্বিতীয় ইনিংসে ৪টি উইকেট নেন। তা সত্ত্বেও পেইনের ইনিংস স্বীকৃতি পায় অস্ট্রেলিয়াকে লড়াইয়ে রেখে দেওয়ার জন্য।

19 Dec 2020, 01:37:17 PM IST

একনজরে প্রথম টেস্ট

ভারত প্রথম ইনিংসে ২৪৪ রান তোলে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯১ রানে। প্রথম ইনিংসে ৫৩ রানে এগিয়ে থাকা ভারতের দ্বিতীয় ইনিংস ধসে যায় ৩৬ রানে। জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৯০ রানের। অস্ট্রেলিয়া ২১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯৩ রান তুলে ম্যাচ জিতে যায়।

19 Dec 2020, 01:34:12 PM IST

টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া

অ্যাডিলেডে ডে-নাইট টেস্টে ভারতকে ৮ উইকেটে পরাজিত করল অস্ট্রেলিয়া। ফলে চার টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল অজিরা।

19 Dec 2020, 01:26:12 PM IST

ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতালেন বার্নস

২১তম ওভারের শেষ বলে উমেশ যাদবকে ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে জয় এনে দেন জো বার্নস। সেই সঙ্গে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরিও পূর্ণ করেন তিনি। অস্ট্রেলিয়া ২ উইকেটের বিনিময়ে ৯৩ রান তুলে ৮ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে যায়।  জো বার্নস অপরাজিত থাকেন ৫১ রানে। স্মিথ নট-আউট তাকেন ১ রান করে।

19 Dec 2020, 01:21:22 PM IST

ল্যাবুশান আউট

অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পতন। মার্নাস ল্যাবুশানকে সাজঘরে ফেরালেন অশ্বিন। ১০ বলে ৬ রান করে মায়াঙ্কার হাতে ধরা পড়েন তিনি। ইনিংসের ২০তম ওভারের পঞ্চম বলে আউট হন মার্নাস। ২০ ওভারে অস্ট্রেলিয়া ৮২/২।

19 Dec 2020, 01:13:43 PM IST

ওয়েড আউট

প্রথম উইকেটের পতন অস্ট্রেলিয়ার। ১৮তম ওভারের দ্বিতীয় বলে রান-আউট হন তিনি। ৫টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ৩৩ রান করেন ওয়েড।

19 Dec 2020, 12:57:26 PM IST

১৫ ওভারে অস্ট্রেলিয়া ৫৫/০

১০ ওভার শেষে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে ৫৫ রান তুলেছে। ওয়েড ৩২ ও বার্নস ২১ রানে ব্যাট করছেন। জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ৩৫ রান।

19 Dec 2020, 12:37:47 PM IST

১০ ওভারে অস্ট্রেলিয়া ৪৭/০

১০ ওভার শেষে অস্ট্রেলিয়া কোনও উইকেট না হারিয়ে ৪৭ রান তুলেছে। বার্নস ১৬ ও ওয়েড ২৯ রানে ব্যাট করছেন।

19 Dec 2020, 11:36:21 AM IST

অস্ট্রেলিয়া ৫ ওভারে ১৫/০

জয়ের জন্য ৯০ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে। ১৪ রান করেছেন ওয়েড। তৃতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ। জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার আরও ৭৫ রান।

19 Dec 2020, 11:18:18 AM IST

অস্ট্রেলিয়ার প্রয়োজন ৯০ রান

প্রথম ইনিংসের লিড মিলিয়ে ভারত এগিয়ে ৮৯ রানে। সুতরাং জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৯০ রানের।

19 Dec 2020, 11:04:59 AM IST

মহম্মদ শামি অবসৃত

১ রান করে চোট নিয়ে মাঠ ছড়লেন মহম্মদ শামি। ভারত দ্বিতীয় ইনিংস শেষ করল ৩৬ রানে। টেস্টের ইতিহাসে এটাই ভারেতর সবথেকে কম রানের ইনিংস। ৪ রানে অপরাজিত থাকেন উমেশ যাদব।

19 Dec 2020, 10:52:42 AM IST

বিহারী আউট

হনুমা বিহারীকে ফিরিয়ে ইনিংসে পাঁচ উইকেটের মাইলস্টেন হ্যাজেলউডের। ইনিংসের ২১তম ওভারের প্রথম বলে পেইনের হাতে ধরা পড়েন হনুমা। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ৮ রান করেন। ভারত ৩১ রানে ৯ উইকেট হারায়। শেষ ব্যাটসম্যান মহম্মদ শামি।

19 Dec 2020, 10:50:38 AM IST

দুরন্ত হ্যাজেলউড

টেস্টের একই ইনিংসে দু'টি ডাবল উইকেট মেডেন এভার জোস হ্যাজেলউডের। ইনিংসের ১৩তম ওভারে কোনও রান না দিয়ে আগরওয়াল ও রাহানেকে ফেরত পাঠান হ্যাজেলউড। পরে ১৯তম ওভারে কোনও রান খরচ না করে হ্যাজেলউড তুলে নেন ঋদ্ধিমান ও অশ্বিনের উইকেট।

19 Dec 2020, 10:45:37 AM IST

অশ্বিন আউট

ক্রিজে এসেই আউট অশ্বিন। ঋদ্ধি ফেরার পরের বলেই আউট অশ্বিন। হ্যাজেলউডের বলে পেইনের দস্তানায় ধরা পড়লেন তিনি।

19 Dec 2020, 10:41:16 AM IST

ঋদ্ধিমান আউট

বিহারির সঙ্গে জুটি বেঁধে বিপর্যয়ের মুখে বাঁধ দেওয়ার চেষ্টা করেন ঋদ্ধি। তবে ব্যর্থ হন। ইনিংসের ১৯তম ওভারে হ্যাজেলউডের চতুর্থ বলে ল্যাবুশানের হাতে ধরা পড়েন ঋদ্ধি। সাজঘরে ফেরার আগে ১৫ বলে ৪ রান করেন তিনি। ভারত দলগত ২৬ রানের মাথায় ৭ উইকেট হারিয়ে বসে। নতুন ব্যাটসম্যান অশ্বিন।

19 Dec 2020, 10:24:00 AM IST

ঘোর ব্যাটিং বিপর্যয়ে ভারত

দিনের প্রথম ৮ ওভারের মধ্যেই ভারতের ৫ জন ব্যাটসম্যানকে সাজঘরে ফেরায় অস্ট্রেলিয়া। ভারত যোগ করে ১০ রান। ১৫ থেকে ১৯ রানের মধ্যে পরপর সাজঘরে ফেরেন বুমরাহ, পূজারা, মায়াঙ্ক, রাহানে ও কোহলি। ১২-১৪, এই তিন ওভারে ভারতীয় দল ৪ উইকেট হারায়।

19 Dec 2020, 10:15:56 AM IST

বিরাট কোহলি আউট

আউট হওয়ার মিছিয়ে পা মেলালেন বিরাট কোহলি। একটি বাউন্ডারি মেরেই কামিন্সের বলে গ্রিনের হাতে ধরা পড়েন তিনি। ৮ বলে তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৪ রান। ভারত ১৪ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে। নতুন ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা।

19 Dec 2020, 10:14:10 AM IST

০ রানে ৪ উইকেট

দলগত ১৫ রানের মাথায় পরপর ৪টি উইকেট হারায় ভারত। বুমরাহ যখন আউট হন, তখন ভারতের দলগত রান ছিল ১৫। পরে পূজারা, মায়াঙ্ক ও রাহানে সাজঘরে ফিরলেও আর এক রানও যোগ করতে পারেনি ভারত।

19 Dec 2020, 10:09:42 AM IST

রাহানে আউট

মায়াঙ্ক আগরওয়ালকে ফেরানোর পর একই ওভারে রাহানের উইকেটটিও তুলে নেন হ্যাজেলউড। রাহানে খাতা খোলার আগেই পেইনের দস্তানায় ধরা পড়েন। নতুন ব্যাটসম্যান হনুমা বিহারী। ভারত ১৩ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে মাত্র ১৫ রান তুলেছে।

19 Dec 2020, 10:04:34 AM IST

মায়াঙ্ক আগরওয়াল আউট

পূজারা ফেরার পরের ওভারেই আউট হন মায়াঙ্ক আগরওয়াল। ১৩তম ওভারে হ্যাজেলউডের প্রথম বলে পেইনের দস্তানায় ধরা পড়েন মায়াঙ্ক। ১টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ৯ রান করেন তিনি। নতুন ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে।

19 Dec 2020, 09:59:40 AM IST

পূজারা আউট

জোরালো ধাক্কা ভারতীয় শিবিরে। ইনিংসের ১২তম ওভারের দ্বিতীয় বলে আউট পূজারা। খাতা খোলার আগেই কামিন্সের বলে টিম পেইনের দস্তানায় ধরা পড়ের চেতেশ্বর। তিনি মোট ৮টি বল খেলেন। দ্বিতীয় ইনিংসে কামিন্সের এটি তৃতীয় শিকার। নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারত ১২ ওভারে ৩ উইকেটে ১৫ রান তুলেছে।

19 Dec 2020, 09:41:46 AM IST

খাতা খুলেই আউট বুমরাহ

তৃতীয় দিনে প্রথম বল খেলেই খাতা খুললেন বুমরাহ। কামিন্সের প্রথম বলেই তিনি ২ রান নেন। যদিও ওভারের শেষ বলে আউট হন তিনি। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দ্বিতীয় সাফল্য পায়। বুমরাহ ১৭ বলে ২ রান করে কট অ্যান্ড বোল্ড হন। নতুন ব্যাটসম্যান পূজারা। ভারত ৮ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৫ রান তুলেছে। মায়াঙ্ক ব্যাট করছেন ৯ রানে।

19 Dec 2020, 09:36:51 AM IST

দিনের প্রথম বাউন্ডারি

তৃতীয় দিনের প্রথম ওভারেই প্রথম বাউন্ডারি মারেন মায়াঙ্ক আগরওয়াল। স্টার্কের চতুর্থ বল বাউন্ডারিতে পাঠান তিনি। প্রথম ওভারে চার রান ওঠে। ৭ ওভার শেষে ভারতের সংগ্রহ ১৩/১।

19 Dec 2020, 09:20:18 AM IST

ভারতের দ্বিতীয় ইনিংস

দ্বিতীয় দফায় ব্যাট করতে নেমে ভারত দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটের বিনিময়ে ৯ রান তুলেছে। সুতরাং, আপাতত অস্ট্রেলিয়ার থেকে ৬২ রানে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। মায়াঙ্ক আগরওয়াল ব্যাট করছেন ৫ রানে। নাইট ওয়াচম্যান বুমরাহ এখনও খাতা খুলতে পারেননি।

19 Dec 2020, 09:20:19 AM IST

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ১৯১ রানে। টিম পেইন ৭৩ রান করে অপরাজিত থাকেন। রবিচন্দ্রন অশ্বিন ৪টি উইকেট দখলে করেন।

19 Dec 2020, 09:20:19 AM IST

ভারতের প্রথম ইনিংস

ডে-নাইট টেস্টে প্রথমে ব্যাট করে ভারত তাদের প্রথম ইনিংসে ২৪৪ রান তোলে। বিরাট কোহলি দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন। মিচেল স্টার্ক নেন ৪ উইকেট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাজনৈতিক হিংসার জন্য দায়ী অনুপ্রবেশ ও জনবিন্যাসের পরিবর্তন: শংকর ঘোষ ‘সবুজ ছাড়া গতি নেই’, কদিন আগে জয়কে ‘পজেসিভ’ বলেন লোপামুদ্রা, এখন মুখে ভোট-কথা? স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন সংঘী বলে কটাক্ষ করে লোকজন, JNUকে ব়্যাঙ্কিং-এর শীর্ষে তো আমি নিয়ে গেলাম-উপাচার্য বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রাজের, বিতর্ক উসকাতে কী লিখলেন শিল্পার বর? 'খারাপ স্ত্রী মানেই কু-মাতা নন,' শিশুকে বাবার হাতে দিল না আদালত রাজ্যের ১২টি চিড়িয়াখানাকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, তৈরি হয়েছে মাস্টারপ্ল্যান ২৩ এপ্রিল বিশেষ দিন, করুন এই কাজ, পাবেন শ্রী হনুমান এর সঙ্গে শনিদেবের আশীর্বাদ ভোটের দিন Doodle পরিবর্তন, আঙুলে কালির ছাপ নিয়ে উৎসবে শামিল Google-ও বিকেলেই ঘুরছেন সাতপাক, তার আগে রাতুলের গায়ের হলুদ পড়ল রূপাঞ্জনার গায়ে

Latest IPL News

স্মার্ট রিপ্লে সিস্টেম কীভাবে IPL 2024-এ বিপ্লব এনেছে- তুলে ধরলেন শ্রীনাথ ও মেনন পরের আইপিএলেও খেলবেন ধোনি? রায়নার উত্তর নিয়ে জল্পনা - ভিডিয়ো IPL 2024: LSG vs CSK ম্যাচের আগে ধোনির প্রসঙ্গে অতীতের কোন কথা বললেন রাহুল? মুম্বইয়ের সংসারে অবশেষে মিলে সুর মেরা তুমহারা, রোহিতের আলিঙ্গন হার্দিককে ছেলে অন্ত প্রাণ বাবা!ছেলেকে উদ্দেশ্য করেই সোশ্যাল মিডিয়াতে বার্তা শিখর ধাওয়ানের T20 WC 2024-এর আগে কি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন সূর্যকুমার! কী বললেন ‘SKY’? ‘স্বপ্ন সত্যি হয়েছে’, বুমরাহকে সুইপ শটে ছয় মেরে বলছেন আশুতোষ- ভিডিয়ো T20 ফর্ম্যাটে বল করাটা বেশ কঠিন- IPL-এ আগুন ঝরানোর পরেও স্বীকারোক্তি বুমরাহের লখনউয়ের অধিনায়ক, তবুও মন পড়ে বেঙ্গালুরুতে, জানালেন সুপ্ত ইচ্ছার কথা, ভিডিয়ো PBKS হারলেও নায়ক আশুতোষ, কে এই প্লেয়ার? যাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সূর্য, বুমরাহরাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.