
Australia vs India: ব্যর্থ পৃথ্বী, দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ৬২ রানে
Updated: 18 Dec 2020, 04:53 PM IST- প্রথম ইনিংসের নিরিখে ৫৩ রানের লিড নেয় ভারত।
অ্যাডিলেডে ডে-নাইট টেস্টের প্রথম দিনের খেলায় ভারত-অস্ট্রেলিয়া দু'দলই লড়াই চালিয়েছে তুল্যমূল্য। দ্বিতীয় দিনে ভারতের দাপট দেখা যায়। প্রথম ইনিংসের নিরিখে ৫৩ রানের লিড নেয় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে যদিও শুরুতেই পৃথ্বীর উইকেট খোয়াতে হয় ভারতকে। আপাতত দ্বিতীয় দিনের শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৯ রান তুলেছে।
প্রথম ইনিংসের ৫৩ রানের লিড মিলিয়ে দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে রয়েছে ৬২ রানে। হাতে রয়েছে ৯টি উইকেট।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। ভারত দ্বিতীয় ইনিংসে ৬ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৯ রান তুলেছে। মায়াঙ্ক ৫ রানে অপরাজিত রয়েছেন। নাইট ওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামা জসপ্রীত বুমরাহ ১১ বল খেলে কোনও রান সংগ্রহ করেননি। দ্বিতীয় দফায় অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন প্যাট কামিন্স।
নাইট ওয়াচম্যান হিসেবে তিন নম্বরে ব্যাট করতে নামেন জসপ্রীত বুমরাহ। ভারত দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭ রান তুলেছে।
দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ পৃথ্বী শ। ইনিংসের চতুর্থ ওভারে কামিন্সের প্রথম বলে বোল্ড হন তরুণ ভারতীয় ওপেনার। ৪ বলে ৪ রান করেন তিনি।
ভারতের হয়ে প্রথম ইনিংসে ৫৫ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার মাটিতে এটিই তাঁর সেরা টেস্ট বোলিং। এছাড়া উমেশ যাদব ৪০ রানে ৩টি এবং জসপ্রীত বুমরাহ ৫২ রানে ২টি উইকেট দখল করেন।
পেইন দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মার্নাস ল্যাবুশান করেন ৪৭ রান। বাকিরা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
৭৩ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত রইলেন টিম পেইন। ১৪৩ বলের ইনিংসে তিনি ১০টি বাউন্ডারি মারেন।
ভারতের ২৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৯১ রানে অল-আউট অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের নিরিখে ৫৩ রানের লিড পেয়ে যায় টিম ইন্ডিয়া।
৭৩তম ওভারে উমেশ যাদবের প্রথম বলে আউট হন জোস হ্যাজেলউড। ২টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৮ রান করে পূজারার হাতে ধরা পড়েন তিনি।
৭০ ওবার শেষে অস্ট্রেলিয়া ৯ উইকেটের বিনিময়ে ১৭৮ রান তুলেছে। টিম পেইন ৬০ ও জোস হ্যাজেলউড ৮ রানে ব্যাট করছেন।
ফের ভারতকে সাফল্য এনে দিলেন অশ্বিন। আউট করলেন ন্যাথন লিয়ঁকে। ইনিংসের ৬৭তম ওভারের পঞ্চম বলে কোহলির হাতে ধরা পড়েন লিয়ঁ। ১টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১০ রান করেন অজি স্পিনার। নতুন ব্যাটসম্যান জোস হ্যাজলউড। অস্ট্রেলিয়া ৬৭ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলেছে।
৬৫ ওভার শেষে অস্ট্রিলিয়া তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ১৬০ রান তুলেছে। পেইন ৫৬ ও লিয়ঁ ৪ রানে ব্যাট করছেন।
অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি টিম পেইনের। ৬৮ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন পেইন।
ফের অজি শিবিরে ধাক্কা। ৬১তম ওভারের প্রথম বলে রান-আউট হলেন মিচেল স্টার্ক। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৫ রান করেন। নতুন ব্যাটসম্যান ন্যাথন লিয়ঁ।
বুমরাহর বলে স্টার্কের তুলনায় কঠিন ক্যাচ ছাড়েন ঋদ্ধিমান সাহা। ৬০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেটের বিনিময়ে ১৩৮ রান তুলেছে। পেইন ৩৯ ও স্টার্ক ১৪ রানে ব্যাট করছেন।
ল্যাবুশানকে আউট করার পর সেই ওভারেই প্যাট কামিন্সের উইকেটও তুলে নেন যাদব। খাতা খোলার আগেই রাহানের হাতে ধরা পড়েন তিনি। ৫৪ ওভারের শেষে অস্ট্রেলিয়া ৭ উইকেটের বিনিময়ে ১১১ রান তুলেছে।
দু'বার জীবনদান পাওয়ার পর অবশেষে আউট হলেন মার্নাস ল্যাবুশান। ইনিংসের ৫৪তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফেরেন তিনি। ১১৯ বলে ৪৭ রান করে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হন মার্নাস। ৭টি বাউন্ডারি মারেন ল্যাবুশান।
ইনিংসের ৫২তম ওভারে ১০০ রানের গণ্ডি টপকাল অস্ট্রেলিয়া। অজিরা ৫২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১০৩ রান তুলেছে। ল্য়াবুশান ৪৭ ও পেইন ১৮ রানে ব্যাট করছেন।
দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা শেষ। ভারতের ২৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৪৮ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৯২ রান তুলেছে। ল্যাবুশান ৪৬ ও পেইন ৯ রানে ব্যাট করছেন।
৪৫ ওভার শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৮৪ রান তুলেছে। ল্যাবুশান ৪৩ ও পেইন ৪ রানে ব্যাট করছেন।
ভারতকে ফের সাফল্য এনে দিলেন অশ্বিন। আউট করলেন ক্যামেরন গ্রিনকে। ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১১ রান করে কোহলির হাতে ধরা পড়েন তিনি। নতুন ব্যাটসম্যান টিম পেইন। অস্ট্রেলিয়া ৪১ ওভার শেষে ৫ উইকেটে ৭৯ রান তুলেছে।
৪০ ওভার শেষে অস্ট্রেলিয়া ৪ উইকেটের বিনিময়ে ৭৯ রান তুলেছে।
অস্ট্রেলিয়া শিবিরে ফের ধাক্কা অশ্বিনের। ট্রেভিস হেডকে ফেরত পাঠালেন তিনি। ২০ বলে ৭ রান করে কট অ্যান্ড বোল্ড হন হেড। নতুন ব্যাটসম্যান অভিষেককারী ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়া ৩৫ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ৬৬ রান তুলেছে। দু'বার জীবনদান পাওয়া ল্যাবুশান ব্যাট করছেন ব্যক্তিগত ৩৯ রানে।
বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই স্মিথকে আউট করলেন রবিচন্দ্রন অশ্বিন। ইনিংসের ২৭তম ওভারের শেষ বলে রাহানের হাতে ধরা পড়েন স্মিথ। তিনি ২৯ বলে ১ রান করেন। নতুন ব্যাটসম্যান ট্রেভিস হেড। ২৭ ওভার শেষে অস্ট্রেলিয়া ৩ উইকেটের বিনিময়ে ৪৫ রান তুলেছে।
২৬ ওভার শেষে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৪২ রান তুলেছে। ল্যাবুশান ২৩ ও স্মিথ ১ রানে ব্যাট করছেন।
জোড়া জীবনদান পেলেন মার্নাস ল্যাবুশান। ইনিংসের ২৩তম ওভারে এবার বুমরাহর বলে পৃথ্বী শ ক্যাচ ছাড়েন অজি তারকার।
দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ। ভারতের ২৪৪ রানের জবাবে পালটা ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে। তারা ১৯ ওবার ব্যাট করে। ভারতের হয়ে ওয়েড ও বার্নসের দু'টি উইকেটই নিয়েছেন জসপ্রীত বুমরাহ। ল্যাবুশান ১৬ ও স্মিথ ১ রানে অপরাজিত রয়েছেন।
১৮তম ওভারের শামির শেষ বলে মার্নাস ল্যাবুশানের সহজ ক্যাচ ছাড়লেন জসপ্রীত বুমরাহ।
অজি শিবিরে ফের ধাক্কা দিলেন জসপ্রীত বুমরাহ। ফেরালেন অপর ওপেনার জো বার্নসকে। ৪১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন বার্নস। তিনি ফর্মে ফিরতে ব্যর্থ হন। ১৭তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন জো। তিনি রিভিউ নিলেও অম্পায়ারের সিদ্ধান্ত বদলায়নি। অস্ট্রেলিয়া ১৭ ওভার শেষে ২ উইকেটের বিনিময়ে ২৯ রান তুলেছে। নতুন ব্যাটসম্যান স্টিভ স্মিথ। ল্যাবুশান ১২ রানে ব্যাট করছেন।
অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ধাক্কা দেন জসপ্রীত বুমরাহ। ইনিংসের ১৫তম ওভারের প্রথম বলে ওয়েডকে এলবিডব্লিউয়ের ফাঁদে জড়ান তিনি। ওয়েড ১টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন। নতুন ব্যাটসম্যান ল্যাবুশান। অস্ট্রেলিয়া ১৫ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ২০ রান তুলেছে।
ধীর শুরু অজিদের। অস্ট্রেলিয়া ১০ ওভার শেষে কোনও উইকেট না হারিয়ে ১২ রান তুলেছে। বার্নস ২৮ বলে ৫ ও ওয়েড ৩২ বলে ৬ রান করেছেন।
ইনিংসের প্রথম চার ওভারে কোনও রান সংগ্রহ করতে পারেনি অস্ট্রেলিয়া। পঞ্চম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে অস্ট্রেলিয়ার হয়ে খাতা খোলেন ম্যাথিউ ওয়েড। ৫ ওভার শেষে অস্ট্রেলিয়া ৫/০।
অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন জো বার্নস ও ম্যাথিউ ওয়েড। ভারতের হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব। প্রথম ওভারে কোনও রান খরচ করেননি উমেশ। দ্বিতীয় ওভারও মেডেন নেন বুমরাহ।
ভারতের হয়ে কোহলি ৭৪, পূজারা ৪৩, রাহানে ৪২, মায়াঙ্ক ১৭, বিহারী ১৬, অশ্বিন ১৫ ও ঋদ্ধিমান ৯ রান করেন। স্টার্ক ৪টি, কামিন্স ৩টি এবং হ্যাজেলউড ও লিয়ঁ ১টি করে উইকেট নেন।
প্রথম বলেই আউট শামি। খাতা খোলার আগেই কামিন্সের বলে হেডের হাতে ধরা পড়েন তিনি। প্রথম ইনিংসে ভারত অল-আউট ২৪৪ রানে।
স্টার্ককে ৯৩তম ওভারের শেষ বলে বাউন্ডারিতে পাঠালেন বুমরাহ।
১৩ বলে ৬ রান করে আউট হলেন উমেশ যাদব। স্টার্কের বলে ওয়েডের হাতে ধরা দেন তিনি। নতুন ব্যাটসম্যান মহম্মদ শামি।
টেস্ট কেরিয়ারে প্রথমবার ১১ নম্বরের বদলে ১০ নম্বরে ব্যাট করতে নামলেন জসপ্রীত বুমরাহ। গোলাপি বলে প্রস্তুতি ম্যাচে হাফ-সেঞ্চুরি করার পুরস্কার।
৯২তম ওভারে দ্বিতীয় দিনের প্রথম বাউন্ডারি মারেন উমেশ যাদব। কামিন্সের দ্বিতীয় দল বাউন্ডারিতে পাঠান ভারতীয় পেসার। ভারত ৯২ ওভারে ২৪০/৮।
দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারে আউট ঋদ্ধিমান সাহা। গতদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পরপর দু'ওভারে আউট হলেন। ঋদ্ধিও গত দিনের ব্যক্তিগত ৯ রানের সঙ্গে নতুন করে কোনও রান যোগ করতে পারেননি। স্টার্কের বলে পেইনের হাতে ধরা পড়েন ঋদ্ধি। নতুন ব্যাটসম্যান বুমরাহ। ভারত ২ ওভারে মাত্র ২ রান যোগ করে। ৯১ ওভার শেষে ভারতের স্কোর ২৩৫/৮।
দ্বিতীয় দিনের প্রথম ওভারেই আউট রবিচন্দ্রন অশ্বিন। প্যাট কামিন্সের তৃতীয় বলে উইকেটকিপার টিম পেইনের দস্তানায় ধরা দেন রবিচন্দ্রন। তিনি ১টি বাউন্ডারির সাহায্যে ২০ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন। নতুন ব্যাটসম্যান উমেশ যাদব। ভারত নতুন করে কোনও রান যোগ না করেই একটি উইকেট খোয়ায়।
ভারত ম্যাচের প্রথম দিনে ৮৯ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২৩৩ রান তুলেছে। ঋদ্ধিমান সাহা ৯ ও রবিচন্দ্রন অশ্বিন ১৫ রানে ব্যাট করছেন।