
Australia vs India: ভারতীয় ব্যাটসম্যানদের দোষ দেওয়া উচিত নয়, ৩৬ রানে গুটিয়ে যাওয়ার পরেও কোহলিদের আড়াল করলেন গাভাসকর
১ মিনিটে পড়ুন . Updated: 19 Dec 2020, 04:11 PM IST- অজি বোলারদের কৃতিত্ব দিলেন সানি।
অ্যাডিলেডের দ্বিতীয় ইনিংসে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও ভারতীয় ব্যাটসম্যানদের দোষ দিতে রাজি হলেন না সুনীল গাভাসকর। ভারত মাত্র ৩৬ রানে অল-আউট হয়ে গেলেও বিরাট কোহলিদের আড়াল করলেন সানি।
বরং অজি বোলারদের কৃতিত্ব দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর স্পষ্ট মত, অস্ট্রেলিয়ার বোলাররা যেমন বল করেছেন, তাতে অন্য যে কোনও দল সস্তায় গুটিয়ে যেতে পারত। গাভাসকর এটাও বলেছেন যে, হয়ত ভারতের মতো ৩৬ রানে নয়, তবে যে কোনও দলকে ৮০-৯০ রানে আউট করার মতো বোলিং করেছেন কামিন্স-হ্যাজেলউডরা।
ম্যাচের শেষে ব্রডকাস্টার সেভেন ক্রিকেটের শো-এ গাভাসকর বলেন, ‘যখন থেকে খেলা শুরু করেছে, কোনও দল যদি তাদের ইতিহাসে সবথেকে কম রানে অল-আউট হয়ে যায়, তবে সেটা কখনই ভালো দেখায় না। তবে এটা বলতে পারি যে, যে কোনও দল এমন বোলিং আক্রমণের সামনে সমস্যায় পড়ত। হয়ত ৩৬ রানে অল-আউট হতো না। তবে ৭২, ৮০ বা ৯০ রানে গুটিয়ে যেতেই পারত। তবে যেভাবে হ্যাজেলউড-কামিন্স এবং শুরুর দিকে স্টার্ক বল করেছে, তা সামলানো সহজ ছিল না।’
গাভাসকর আরও বলেন, ‘যেভাবে ভারতীয় ব্যাটসম্যানরা আউট হয়েছে, তাতে ওদের দোষ দেওয়া ঠিক হবে না। এটা শুধুমাত্র অস্ট্রেলিয়ানদের অসাধারণ বোলিংয়ের জন্যই হয়েছে। আগেই বলেছি যে, বেশিরভাগ দলই এমন বোলিংয়ের সামনে সমস্যায় পড়ত।’