
Australia vs India-ব্রিসবেনে খেলা নিয়ে ভারতকে কটাক্ষ পেইনের
১ মিনিটে পড়ুন . Updated: 06 Jan 2021, 10:06 PM IST- মুম্বইতেও খেলতে রাজি, বলছেন পেইন।
ভারত এবং অস্ট্রেলিয়া এই দুই দলের কাছে এই মুহূর্তে পাখির চোখ আপাতত সিডনি টেস্ট। সিরিজের ফল এখন ১-১। সিরিজ ঘিরে তৈরি হয়েছে উত্তেজনার পরিবেশ। নিভৃতবাস,কঠোর করোনা বিধি এসব নিয়ে দুদলের সম্পর্ক কিছুটা চিড় ধরেছে।
এই অবস্থায় ভারতীয় দলকে কটাক্ষ করতে ছাড়লেন না অজি অধিনায়ক টিম পেইন। পেইন কটাক্ষের সুরে বললেন সিডনির পরে যদি মুম্বইয়ে খেলতে হয় তাহলেও নাকি আপত্তি নেই অস্ট্রেলিয়ার।ব্রিসবেনেই তাঁরা টেস্ট খেলতে চান কি না সে প্রশ্নের উত্তরে পেইন বলেছেন 'কোথায় টেস্টটা খেলা হবে, সেটা নিয়ে ভাবছি না। যদি আমাদের ফোন করে বলা হয় ম্যাচটা মুম্বইয়ে হবে তাহলেও আপত্তি নেই। সে ভাবেই পরিকল্পনা করব এবং ম্যাচটা খেলে আসব। আপাতত লক্ষ্য শুধুই সিডনির ম্যাচ। আমরা প্রোটোকলের ব্যাপারে জানি। সমর্থকদের আমাদের উপর অনেক আশা।'
প্রসঙ্গত এর আগে বর্তমান ও প্রাক্তন অজি ক্রিকেটাররা বলেছেন যে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দারুন রেকর্ড। সেই জন্যই ভারত খেলতে চাইছেন না। সেদিক থেকে পেইন অনেকটাই অন্য সুর ধরে বললেন যে কোথায় ম্যাচ পরোয়া নেই। তারা খেলতে প্রস্তুত।