বাংলা নিউজ > ময়দান > Australia vs India: তিন দিনের কঠোর লকডাউন, ব্রিসবেন টেস্ট ঘিরে অনিশ্চয়তার মেঘ

Australia vs India: তিন দিনের কঠোর লকডাউন, ব্রিসবেন টেস্ট ঘিরে অনিশ্চয়তার মেঘ

ভারতীয় দল। ছবি- টুইটার।

শুক্রবার থেকে সোমবার পর্যন্ত কুইন্সল্যান্ড কার্যত গৃহবন্দি থাকবে।

কোয়ারান্টাইন প্রোটোকল শিথিল করা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বিসিসিআইয়ের টানাপোড়েনের মাঝেই নতুন করে অনিশ্চয়তার মেঘ দেখা দিল ব্রিসবেনের চতুর্থ টেস্ট ঘিরে। ব্রিসবেনে নতুন করে করোনার প্রকোপ দেখা দেওয়ায় সরকারি তরফে তিন দিনের কঠোর লকডাউড জারি করা হয়েছে। আপাতত সপ্তাহান্তের দু'দিন ও নতুন সপ্তাহের প্রথম দিন সকলকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হলেও পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে।

ব্রিসবেনের এক কোয়ারান্টাই হোটেলের সাফাইকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। তাঁর শরীরে ব্রিটেনের নতুন প্রজাতির ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তার পরেই কুইন্সল্যান্ড সরকারের তরফে তিনদিনের লকডাউন জারি করা হয়।

শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে লকডাউন। উঠে যাওয়ার কথা সোমবার সন্ধ্যা ৬টায়। তবে প্রয়োজনে লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে আগাম জানানো হয়েছে।

সিডনি টেস্ট শেষ করে ভারতীয় দলের ব্রিসবেন উড়ে যাওয়ার কথা মঙ্গলবার। ততক্ষণে লকডাউন উঠে যাওয়ার কথা। তবে যদি লকডাউনের মেয়াদ বাড়ে, তবে ব্রিসবেন টেস্ট নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার উপর প্রশ্নচিহ্ন পড়ে যাবে নিশ্চিত।

তাছাড়া সতর্কতামূল ব্যবস্থা হিসেবে ভারতীয় দলকে যথারীতি কঠোর বায়ো-বাবলে আটকে রাখা হতে পারে। বিসিসিআইয়ের তরফে কোয়ারান্টাইন প্রোটোকল শিথিল করার যে দাবি জানানো হয়েছে, তা মানা না হলে টেস্টের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.