বাংলা নিউজ > ময়দান > Australia vs India: সিডনি টেস্ট নিয়ে আশঙ্কা দূর করল ক্রিকেট অস্ট্রেলিয়া

Australia vs India: সিডনি টেস্ট নিয়ে আশঙ্কা দূর করল ক্রিকেট অস্ট্রেলিয়া

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের মুহূর্ত। ছবি- টুইটার।

৭ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হওয়ার কথা ভারত-অস্ট্রেলিয়া চলতি সিরিজের তৃতীয় টেস্ট।

শুভব্রত মুখার্জি

টেস্ট সিরিজে ইতিমধ্যেই ১-০ ফলে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে দিন রাতের টেস্টে দুরন্ত জয় তুলে নিয়েছেন অজিরা। দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স এবং জোস হ্যাজেলউডের অসাধারণ বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। একজন ব্যাটসম্যানও দু'অঙ্কের রানে পৌঁছাতে পারেননি। ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে যা অত্যন্ত চিন্তার বিষয় তো অবশ্যই।

এই অবস্থায় অস্ট্রেলিয়ার বুকে সিডনিতে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সরকারের তরফে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি করোনাকে। ফলস্বরূপ সিডনিতে হতে যাওয়া তৃতীয় টেস্ট নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা।

টেস্ট আদৌ আয়োজন সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন পড়ে গিয়েছে। কারণ ইতিমধ্যেই অফিসিয়াল ব্রডকাস্টাররা ব্রেট লি সহ অন্যান্য ধারাভাষ্যকার এবং ব্রডকাস্টিং কর্মীদের বাড়িতে ফেরত পাঠিয়েছেন। ওয়ার্নার প্রাইভেট জেটে উড়ে গেছেন মেলবোর্নের দ্বিতীয় টেস্টে খেলতে। সিয়ান অ্যাবট গাড়ি করে ক্যানবেরা পর্যন্ত গিয়ে বিমান ধরেছেন মেলবোর্নে দলের সঙ্গে যোগ দিতে। এইসব ঘটনাপ্রবাহ আরও সন্দেহের বাতাবরন তৈরি করেছে সিডনি টেস্টের আয়োজন নিয়ে।

ফলস্বরূপ এবার মাঠে নামতে হল ক্রিকেট অস্ট্রেলিয়াকে। জানুয়ারি মাসের ৭ তারিখ থেকে নির্ধারিত সময়েই সিডনি টেস্ট যে খেলা হবে, তা জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের ইন্টারিম সিইও নিক হকলি জানালেন, 'সিডনির তৃতীয় টেস্ট শুরু হতে এখনও আড়াই সপ্তাহ বাকি আছে। ফলে আমাদের হাতে সময় আছে সিডনির নর্দান বিচ অঞ্চলের পাবলিক স্বাস্থ্যের বিষয়টি খতিয়ে দেখার। আমরা আমাদের নির্ধারিত সূচিতে কোন পরিবর্তন করিনি। সিডনিতে তৃতীয় টেস্ট খেলাটা আমাদের কাছে অগ্রাধিকার পাবে। সবধরনের পরিস্থিতির মোকাবিলা করার ক্ষেত্রে ক্রিকেট অস্ট্রেলিয়া সমর্থ।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন