বাংলা নিউজ > ময়দান > Australia vs India: লড়াই জারি রাখলেন ঋদ্ধি-অশ্বিন

Australia vs India: লড়াই জারি রাখলেন ঋদ্ধি-অশ্বিন

সাজঘরে ফিরছেন হনুমা। ছবি- টুইটার।

অ্যাডিলেড ওভালে ভারত-অস্ট্রেলিয়া পিঙ্ক টেস্টের প্রথম দিনের সেরা ঝলক।

টেস্ট অভিষেক ক্যামেরন গ্রিনের: অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে আত্মপ্রকাশ করলেন ক্যামেরন গ্রিন। তাঁর হাতে ঐতিহ্যের ব্যাগি গ্রিন তুলে দেন প্যাট কামিন্স। গ্রিন হাতে পেলেন ৪৫৯ নম্বর ব্যাগি গ্রিন।

টস জেতেন কোহলি: টেস্ট ক্যাপ্টেন হিসেবে ২৬ নম্বর টস জিতলেন বিরাট কোহলি। উল্লেখযোগ্য বিষয় হল, বিরাট টস জিতে কখনও টেস্ট হারেনি। আগের ২৫টি ম্যাচের ২১টি ভারত জিতেছে। ৪টি ম্যাচ ড্র হয়েছে।

পৃথ্বী শ আউট: ম্যাচের প্রথম ওভারেই আউট হন পৃথ্বী শ। দ্বিতীয় বলে প্যাট কামিন্স বোল্ট করেন তরুণ ওপেনারকে। খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় পৃথ্বীকে। ভারত কোনও রান করার আগেই এক উইকেট খুইয়ে বসে।

মায়াঙ্ক আগরওয়াল আউট: ইনিংসের ১৯ তম ওভারে কামিন্সের প্রথম বলে বোল্ড হন মায়াঙ্ক। ৪০ বলে ১৭ রান করে ক্রিজ ছাড়েন আগরওয়াল। তিনি ২টি বাউন্ডারি মারেন। ভারত দলগত ৩২ রানের মাথায় ২ উইকেট হারিয়ে বসে।

প্রথম সেশনে ২টি বাউন্ডারি: দিনের প্রথম সেশনে খেলা হয় ২৫ ওভার। ভারত ২ উইকেট হারিয়ে ৪১ রান তোলে। উল্লেখযোগ্য বিষয় হল, ভারত প্রথম সেশনে মাত্র ২টি চার মারে। দু'টি বাউন্ডারিই এসেছে মায়াঙ্ক আগরওয়ালের ব্যাট থেকে।

স্বমহিমায় পূজারা: গতবার অস্ট্রেলিয়া সফরে অজি বোলারদের ধৈর্য্যের পরীক্ষা নিয়েছিলেন চেতেশ্বর পূজারা। এবার তাই অস্ট্রেলিয়ার আগেভাগেই আতঙ্কিত ছিলেন পূজারার ডিফেন্স নিয়ে। চেতেশ্বর অবস্য প্রথম টেস্ট থেকেই স্বমহিমায়। দিনের ৪০ ওভারের মধ্যে ১৩৩ বল খেলেন তিনিই। করেছেন ২৮ রান।

প্রথম বাউন্ডারি পূজারার: ইনিংসের ৪৮তম ওভারে প্রথম বাউন্ডারি বেরোয় পূজারার ব্যাট থেকে। লিয়ঁর দ্বিতীয় ও তৃতীয় বল বাউন্ডারিতে পাঠান চেতেশ্বর। নিজের ইনিংসের ১৪৮ নম্বর বলে প্রথম বাউন্ডারি মারেন তিনি। ৪৮ ওভার শেষে ভারত ২ উইকেটে ৯৭ রান তুলেছে। পূজারা ১৫২ বলে ৪০ রান করে অপরাজিত রয়েছেন।

পূজারা আউট: ইনিংসের ৫০তম ওভারে আউট হলেন পূজারা। লিয়ঁর বলে ল্যাবুশানের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে চেতেশ্বর ১৬০ বলে ৪৩ রান করেন। তিনি ২টি বাউন্ডারি মারেন। সুতরাং, অল্পের জন্য ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন চেতেশ্বর।

আউট হয়েও বেঁচে যান বিরাট: ইনিংসের ৩৬তম ওভারে ন্যাথন লিয়ঁর প্রথম বল গ্লান্স করার চেষ্টা করেন কোহলি। লেগস্টাম্পের বাইরে ছিল বল। কোহলির গ্লাভস ঘেঁষে বল চলে যায় উইকেটকিপারের দস্তানায়। পেইন কট-বিহাইন্ডের আবেদন করেন বটে, তবে তাঁকে সঙ্গ দেননি বোলার। আম্পায়ার কোহলিকে নট-আউট ঘোষণা করেন। রিভিউ নেয়নি অস্ট্রেলিয়া। পরে হটস্পটে দেখা যায় বল বিরাটের গ্লাভসে লেগেছিল। সুতরাং, আউট হয়েও সে যাত্রায় বেঁচে যান কোহলি।

হাফ-সেঞ্চুরি কোহলির: ইনিংসের ৬১তম ওভারে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বিরাট কোহলি। ৫টি বাউন্ডারির সাহায্যে ১২৩ বলে ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন ভারত অধিনায়ক।

রান-আউট কোহলি: ইনিংসের ৭৭তম ওভারের শেষ বলে রান-আউট হন বিরাট কোহলি। রাহানের সঙ্গে বোঝাপড়ার অভাবে দুর্ভাগ্যজনকভাবে সাজঘরে ফিরতে হয় ভারত অধিনায়ককে। আউট হওয়ার আগে ৮টি বাউন্ডারির সাহায্যে ১৮০ বলে ৭৪ রান করেন বিরাট।

রাহানে আউট: ক্যাপ্টেনকে অনুসরণ করে সাজঘরে ফিরলেন ডেপুটিও। ৯২ বলে ৪২ রান করে স্টার্কের বলে এলবিডব্লিউ হলেন রাহানে। তিনি ৩টি চার ও একটি ছক্কা মারেন।

হনুমা বিহারী আউট: ইনিংসের ৮৪তম ওভারে হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হন হনুমা বিহারী। ২টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ১৬ রান করেন তিনি।

প্রথম দিনের খেলা শেষ: অ্যাডিলেড টেস্টের প্রথম দিনের শেষে ভারত ৬ উইকেটের বিনিময়ে ২৩৩ রান তুলেছে। ঋদ্ধিমান সাহা ৯ ও রবিচন্দ্রন অশ্বিন ১৫ রানে অপরাজিত রয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ ৪-৪-৬-৪-৬-১- শেষ ওভারে নরকিয়াকে পিটিয়ে ছাতু করলেন রিয়ান, জানালেন সাফল্যের রহস্য 'দূরে থাকা অর্থহীন...' জোড়া লাগল নওয়াজের ভাঙা সংসার! সব ঠিক হতে কী বললেন আলিয়া দীপিকা-রণবীরের কায়দায় কাছাকাছি ফুলকি-রোহিত! হেসে কুটোপুটি খাচ্ছে কেন নেটপাড়া? ‘হাইওয়েম্যান’ নীতিন গডকরির সম্পত্তি গত ৫ বছরে কতটা বেড়েছে? উঠে এল তথ্য প্রাক্তন বিচারপতির সঙ্গে মেয়রের ফোনে কথোপকথন, দু’‌পক্ষের মধ্যে কী কথা হল?‌ মুজিবের পরিবর্তে ১৬বছরের আফগান স্পিনারকে নিল KKR, RR-এ প্রসিধের বদলি কেশব মহারাজ একেই বলে কর্মফল! চলন্ত ট্রেনে বয়স্ক মহিলার ক্ষতি করতে গিয়ে যা হল চোরের সঙ্গে লোকসভা নির্বাচনকে সামনে রেখে নয়া ছুটির তালিকা তৈরি, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.