বাংলা নিউজ > ময়দান > Australia vs India: অস্ট্রেলিয়া ১০৩/২, তৃতীয় দিনের শেষে ভারতের থেকে এগিয়ে ১৯৭ রানে

Australia vs India: অস্ট্রেলিয়া ১০৩/২, তৃতীয় দিনের শেষে ভারতের থেকে এগিয়ে ১৯৭ রানে

সিডনি টেস্টের তৃতীয় দিনের মুহূর্ত। ছবি- টুইটার।

অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে ২৪৪ রানে অল-আউট হয়ে যায়।

দ্বিতীয় দিনের স্কোর: প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারত ৪৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৯৬ রান তোলে। চেতেশ্বর পূজারা ৫৩ বলে ৯ ও ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে ৪০ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের খেলা শুরু: তৃতীয় দিনের প্রথম ওভারেই ভারত দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে। ৪৬ ওভারে ভারতের স্কোর ২ উইকেটে ১০০।

রাহানে আউট: ইনিংসের ৫৫তম ওভারে কামিন্সের চতুর্থ বলে ব্যাটের কানা লাগিয়ে বোল্ড হল অজিঙ্কা রাহানে। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭০ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন অজিঙ্কা। ভারত ১১৭ রানের মাথায় ৩ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান হনুমা বিহারী।

রান-আউট বিহারী: ৬৮তম ওভারে জোস হ্যাজেলউডের সরাসরি থ্রোয়ে রান-আউট হন হনুমা বিহারী। বল সামনের দিকে ঠেলে দিয়েই দৌড় শুরু করেন হনুমা। তবে বল ধরার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিখুঁত নিশানায় স্টাম্প ভেঙে দেন হ্যাজেলউড। ৩৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন হনুমা। ভারত ১৪২ রানের মাথায় ৪ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ঋষভ পন্ত।

ভারত ১৫০ রানের গণ্ডি টপকে যায়: চেতেশ্বর পূজারার ধৈর্য্যশীল ব্যাটিং ও পন্তের স্বাভাবিক আগ্রাসনে ভারত ইনিংসের ৭০তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায়। ৭০ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১৫৩।

লাঞ্চ: তৃতীয় দিনের লাঞ্চে ভারত ৭৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে। চেতেশ্বর পূজারা ৪টি বাউন্ডারির সাহায্যে ১৪৪ বলে ৪২ রান করে অপরাজিত রয়েছেন। ঋষভ পন্ত ব্যাট করছেন ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ২৯ রান করে।

পূজারার হাফ-সেঞ্চুরি: ৮৮তম ওভারে হ্যাজেলউডের দ্বিতীয় বলে সিঙ্গল নিয়ে ব্যাক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৭৪ বলে ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলেন চেতেশ্বর।

পন্ত আউট: ৮৮তম ওভারে পূজারা হাফ-সেঞ্চুরি করের পরেই হ্যাজেলউড তুলে নেন ঋষভ পন্তের উইকেট। ৪টি বাউন্ডারির সাহায্যে ৬৭ বলে ৩৬ রান করে ওয়ার্নারের হাতে ধরা পড়েন পন্ত। ভারত ১৯৫ রানে ৫ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রবীন্দ্র জাদেজা।

পূজারা আউট: শুভমন গিলের মতোই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করার পরে আউট হয়ে বসেন পূজারা। ৮৯তম ওভারে কামিন্সের দ্বিতীয় বলে পেইনের হাতে ধরা পড়ে যান চেতেশ্বর। ৫টি বাউন্ডারির সাহায্যে ১৭৬ বলে ৫০ রান করে ক্রিজ ছাড়েন পূজারা। ভারত ১৯৫ রানে ৬ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন।

ভারতের ২০০: ইনিংসের ৯০তম ওভারে দলগত ২০০ রানে পৌঁছয় টিম ইন্ডিয়া। ৯০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২০২ রান।

অশ্বিন রান-আউট: দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে সাজঘরে ফিরলেন অশ্বিন। ভারতের দু'জন ব্যাটসম্যান প্রথম ইনিংসে রান-আউট হলেন। অশ্বিনের আগে হনুমা বিহারী রান-আউট হয়ে ক্রিজ ছাড়েন। ইনিংসের ৯৩তম ওভারে কামিন্স ও ল্যাবুশানের মিলিত প্রচেষ্টায় রবিচন্দ্রনকে ক্রিজ ছাড়তে বাধ্য করে অস্ট্রেলিয়া। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১০ রান করেন অশ্বিন। ভারত ২০৬ রানে ৭ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান সাইনি।

সাইনি আউট: ৯৫তম ওভারে স্টার্কের পঞ্চম বলে ওয়েডের হাতে ধরা পড়ে যান নভদীপ সাইনি। ১৩ বলে ৪ রান করে আউট হন তিনি। ভারত ২১০ রানে ৮ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান জসপ্রীত বুমরাহ।

রান-আউট বুমরাহ: ভারতীয় ইনিংসের তৃতীয় রান-আউট। ইনিংসের ৯৭তম ওভারে ল্যাবুশানের সরাসরি থ্রোয়ে রান-আউট হন বুমরাহ। ২টি বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। ভারত ২১৫ রানে ৯ উইকেট হারায়। শেষ ব্যাটসম্যান মহম্মদ সিরাজ।

মহম্মদ সিরাজ আউট: ১০১তম ওভারে কামিন্সের চতুর্থ বলে আউট হলেন মহম্মদ সিরাজ। ১টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ৬ রান করেন তিনি।

ভারত অল-আউট: অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় ২৪৪ রানে। ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন জাদেজা। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসের নিরিখে ৯৪ রানের লিড পেয়ে যায়।

চায়ের বিরতি: ভারত প্রথম ইনিংসে অল-আউট হওয়া মাত্রই তৃতীয় দিনে চায়ের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। ভারতের হয়ে পূজারা ও গিল ৫০ রান করে করেন। পন্ত করেন ৩৬ রান। জাদেজা অপরাজিত থাকেন ২৮ রানে। ২২ রান করেন ক্যাপ্টেন রাহানে। অস্ট্রেলিয়ার হয়ে ৪টি উইকেট নেন কামিন্স। ২টি উইকেট হ্যাজেলউডের। ১টি উইকেট নিয়েছেন স্টার্ক। ভারতের তিনজন ব্যাটসম্যান রান-আউট হয়েছেন।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু: অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ডেভিড ওয়ার্নার ও উইল পুকোভস্কি। ভারতের হয়ে বোলিং শুরু করেন বুমরাহ।

পুকোভস্কি আউট: দ্বিতীয় ইনিংসে অজি শিবিরে প্রথম ধাক্কা। উইল পুকোভস্কিকে সাজঘরে ফেরালেন মহম্মদ সিরাজ। ২টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১০ রান করে চোট পাওয়া ঋষভ পন্তের পরিবর্তে উইকেটকিপিং করা ঋদ্ধিমান সাহার দস্তানায় ধরা দেন তিনি। অস্ট্রেলিয়া ১৬ রানে ১ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান ল্যাবুশান।

ওয়ার্নার আউট: দ্বিতীয় ইনিংসেও বড় রান করতে ব্যর্থ ডেভিড ওয়ার্নার। ইনিংসের দশম ওভারে ১টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে মাত্র ১৩ রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হন ডেভিড। অস্ট্রেলিয়া ৩৫ রানে ২ উইকেট হারায়। নতুন ব্যাটসম্যান স্টিভ স্মিথ।

অস্ট্রেলিয়ার ৫০: দ্বিতীয় ইনিংসের ১৪তম ওভারে দলগত ৫০ রানে পৌঁছয় অস্ট্রেলিয়া। তারা দুই ওপেনারের উইকেট হারিয়ে বসেছে।

১০০ টপকাল অস্ট্রেলিয়া: ২৯তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল অস্ট্রেলিয়া। ২৯ ওভার শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ১০৩। ভারতের থেকে ইতিমধ্যে ১৯৭ রানে এগিয়ে অজিরা।

তৃতীয় দিনের খেলা শেষ: তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ১০৩ রান তুলেছে। প্রথম ইনিংসের লিড মিলিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে ১৯৭ রানে। ল্যাবুশান ৪৭ ও স্মিথ ২৯ রানে অপরাজিত রয়েছেন। সুতরাং, ক্রমশ কঠিন হচ্ছে ভারতের কাজ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সতীশ কৌশিক আর নেই, মুক্তি পেল 'পাটনা শুক্লা', বন্ধুকে নিয়ে আবেগতাড়িত সলমন মোদী নাকি মমতা, কে বড় 'একনায়ক'? বাউন্সারের সামনে পড়ে যা বললেন PK ভয়ে কুঁকড়ে থাকতে রাজি নন, আরসিবির মোকাবিলা করার আগে তাণ্ডবের ইঙ্গিত দিলেন রাসেল 'এটা করা যায় না… ৬ মাসে…', এই রাজ্যের সরকারি কর্মীদের পক্ষে বড় রায় আদালতের মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী, মোতায়েন নিয়ে অনিশ্চিত নির্বাচন কমিশন মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ২৯ মার্চের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.