বাংলা নিউজ > ময়দান > Australia vs India: তৃতীয় দিনের শেষে মাত্র ২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, হাতে রয়েছে ৪ উইকেট, ম্যাচের রাশ ভারতের হাতে

Australia vs India: তৃতীয় দিনের শেষে মাত্র ২ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, হাতে রয়েছে ৪ উইকেট, ম্যাচের রাশ ভারতের হাতে

এমসিজিতে জাদেজাদের দাপট। ছবি- টুইটার।

প্রথম ইনিংসের নিরিখে ১৩১ রানের লিড নেয় টিম ইন্ডিয়া।

দ্বিতীয় দিনের স্কোর: মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত তাদের প্রথম ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ২৭৭ রান তুলেছিল। অজিঙ্কা রাহানে ১০৪ রান করে এবং রবীন্দ্র জাদেজা ব্যাক্তগত ৪০ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিনের খেলা শুরু: তৃতীয় দিনে তার পর থেকে খেলা শুরু করে ভারত প্রথম সেশনেই অল-আউট হয়ে যায়। জাদেজা ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

রাহানে রান-আউট: তৃতীয় দিনের সকালে দুর্ভাগ্যজনর রান-আউট হয়ে সাজঘরে ফেরেন শতরানকারী অজিঙ্কা রাহানে। ১০০তম ওভারের পঞ্চম বলে জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান-আউট হন ভারত অধিনায়ক। রাহানে ১২টি বাউন্ডারির সাহায্যে ২২৩ বলে ১১২ রান করেন। ভারত ২৯৪ রানের মাথায় ৬ উইকেট হারায়।

জাদেজার হাফ-সেঞ্চুরি: ১০১তম ওভারে প্রথম বলেই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জাদেজা। তিনি ১৩২ বলে ২টি বাউন্ডারির সাহায্যে ব্যাক্তগত অর্ধশতরান পূর্ণ করেন।

১০০ লিড ভারতের: জাদেজা হাফ-সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গেই ভারত প্রথম ইনিংসের নিরিখে অস্ট্রেলিয়ার থেকে ১০০ রানের লিড আদায় করে নেয়।

জাদেজা আউট: ১০৭তম ওভারে স্টার্কের পঞ্চম বলে জাদেজা কামিন্সের হাতে ধরা পড়েন। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৫৯ বলে ৫৭ রান করে সাজঘরে ফেরেন জাদেজা। ভারত ৩০৬ রানে ৭ উইকেট হারায়।

উমেশ যাদব আউট: ১১৪তম ওভারে ন্যাথন লিয়ঁর শেষ বলে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন উমেশ। ১টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ৯ রান করেন তিনি। ভারত ৩২৫ রানে ৮ উইকেট হারায়।

অশ্বিন আউট: ১১৫তম ওভারে হ্যাজেলউডের চতুর্থ বলে লিয়ঁর হাতে ধরা পড়ে যান অশ্বিন। তিনি ৪২ বলে ১৪ রান করেন। ভারত ৩২৫ রানে ৯ উইকেট হারায়।

বুমরাহ আউট: ১১৬তম ওভারে বল করতে এসে প্রথম বলেই বুমরাহর উইকেট তুলে নেন লিয়ঁ। খাতা খোলার আগেই হেডের হাতে ধরা দেন জসপ্রীত। ভারত ৩২৬ রানে ১০ উইকেট হারায়।

ভারত অল-আউট: ভারত প্রথম ইনিংসে ১১৫.১ ওভার ব্যাট করে ৩২৬ রানে অল-আউট হয়ে যায়। প্রথম ইনিংসের নিরিখে ১৩১ রানে এগিয়ে থাকে তারা। রাহানে ১১২, জাদেজা ৫৭, গিল ৪৫ রান করেন। ৩টি করে উইকেট নেন স্টার্ক ও লিয়ঁ। ২টি উইকেট কামিন্সের। ১টি উইকেট হ্যাজেলউডের।

লাঞ্চ: ভারত অল-আউট হওয়া মাত্রই তৃতীয় দিনে লাঞ্চের বিরতি ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম সেশনে খেলা হয় ২৩.৪ ওভার। ভারত যোগ করে ৪৯ রান। উইকেট হারায় ৫টি।

হ্যাটট্রিকের সামনে লিয়ঁ: প্রথম ইনিংসের নিজের শেষ দু'টি বলে লিয়ঁ ফেরত পাঠান উমেশ যাদব ও জসপ্রীত বুমরাকে। ফলে দ্বিতীয় ইনিংসের প্রথম বলে উইকেট তুলে নিতে পারলে লিয়ঁ হ্যাটট্রিক পূর্ণ করবেন।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু: ১৩১ রানে পিছিয়ে থেকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শুরু। অজিদের হয়ে ইনিংসের গোড়াপত্তন করেন ম্যাথিউ ওয়েড ও জো বার্নস। ভারতের হয়ে বোলিং শুরু করেন বুমরাহ।

বার্নস আউট: অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন। চতুর্থ ওভারে উমেশ যাদবের প্রথম বলে উইকেটকিপার ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন জো বার্নস। ১০ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। অস্ট্রেলিয়া দলগত ৪ রানে ১ উইকেট হারায়।

উমেশ যাদব ওভারের মাঝপথেই বোলিং ছাড়লেন: কাফ মাশলে সমস্যা দেখা দেওয়ায় ইনিংসের অষ্টম ওভারে ৩টি বল করেই সরে দাঁড়ান উমেশ যাদব। সিরাজ সম্পূর্ণ করেন ওভার। চোট নিয়ে আপাতত কোনও আপডেট পাওয়া যায়নি।

ল্যাবুশান আউট: দ্বিতীয় সাফল্য ভারতের। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলে অশ্বিন আউট করেন মার্নাস ল্যাবুশানকে। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৯ বলে ২৮ রান করে রাহানের হাতে ধরা পড়েন তিনি। অস্ট্রেলিয়া দলগত ৪২ রানের মাথায় ২ উইকেট হারায়।

চায়ের বিরতি: তৃতীয় দিনের চায়ের বিরতিতে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটের বিনিময়ে ৬৫ রান তুলেছে। তারা ২৮ ওভার ব্যাট করেছে। ভারতের থেকে এখনও ৬৬ রানে পিছিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথ ৬ ও ম্যাথিউ ওয়েড ২৭ রানে ব্যাট করছেন।

স্টিভ স্মিথ আউট: চায়ের বিরতির পর বড় সাফল্য ভারতের। স্টিভ স্মিথকে সাজঘরে ফেরালেন জসপ্রীত বুমরাহ। ইনিংসের ৩৩তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হন স্মিথ। ৩০ বলে ৮ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৭২ রানের মাথায় ৩ উইকেট হারায়।

ওয়েড আউট: ইনিংসের ৪৪তম ওভারের শেষ বলে ম্যাথিউ ওয়েডকে এলবিডব্লিউ ফাঁদে জড়ান রবীন্দ্র জাদেজা। ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩৭ বলে ৪০ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৯৮ রানে ৪ উইকেট হারায়। ভারতের থেকে এখনও ৩৩ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া।

ট্রেভিস হেড আউট: দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার অর্ধের ব্যাটিং লাইনআপ সাজঘরে ফিরল। ৪৭তম ওভারের প্রথম বলেই মহম্মদ সিরাজ আউট করেন ট্রেভিস হেডকে। ৪৬ বলে ১৭ রান করে মায়াঙ্ক আগরওয়ালের হাতে ধরা দেন তিনি। অস্ট্রেলিয়া ৯৮ রানে ৫ উইকেট হারায়।

টিম পেইন আউট: ৪৮তম ওভারের চতুর্থ বলে টিম পেইনকে আউট করেন জাদেজা। ৯ বলে ১ রান করে উইকেটকিপার পন্তের দস্তানায় ধরা পড়ে যান অজি দলনায়ক। অস্ট্রেলিয়া ৯৯ রানে ৬ উইকেট হারায়।

অস্ট্রেলিয়া ১০০: ৪৮ ওভারে দ্বিতীয় ইনিংসে ১০০ রানের গণ্ডি টপকায় অস্ট্রেলিয়া। তারা ৬ উইকেটের বিনিময়ে ১০১ রান তোলে।

লিড নিল অস্ট্রেলিয়া: ইনিংসের ৬৬তম ওভারে প্রথম ইনিংসের খামতি মিটিয়ে লিড নিল অস্ট্রেলিয়া।

তৃতীয় দিনের খেলা শেষ: তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ৬৬ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলেছে। সুতরাং, তারা এগিয়ে রয়েছে মাত্র ২ রানে। হাতে রয়েছে ৪টি উইকেট। ক্যামেরন গ্রিন ১৭ ও প্যাট কামিন্স ১৫ রানে ব্যাট করছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিয়ের পিঁড়িতে বসছেন গোবিন্দার ভাগ্নি আরতি সিং, পাত্র কে 'আমার ছেলে যা করেছে…' বলছেন অভিযুক্তের মা, কর্ণাটকে লাভ জেহাদ?হিন্দু তরুণীকে খুন নওয়াদায় অধীর চৌধুরীর প্রচারে TMCর হামলার নিন্দা করলেন দলেরই বিধায়ক ১৯ দিন পর ছেলের বিয়ে! আদৃতকে নিয়ে আবেগঘন বাবা, কী লিখলেন কৌশাম্বির হবু শ্বশুর? বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ Luton Town vs Brentford Live Score, Luton Town 0-0 Brentford EPL 2023 Sheffield United vs Burnley Live Score, Sheffield United 0-0 Burnley EPL 2023 Everton vs Nottingham Forest Live Score, Everton 0-0 Nottingham Forest EPL 2023 'রাজনৈতিক মতাদর্শ বদলান...' লোকসভার আগে ইঙ্গিতবহ পোস্ট বীরের, নিশানায় কোন দল?

Latest IPL News

বিশ্বকাপ ফাইনালে কীভাবে আউট হয়েছিলেন, গম্ভীরকে দেখালেন বিরাট? ফের তাজা হল ক্ষত ডেথ ওভারে নাইট বোলারদের রান দেওয়ার রোগ সারাতে, কোচের দাওয়াই ‘স্পট বোলিং’ কীভাবে বড় স্কোর তুলছে SRH? কামিন্সদের সাফল্যের কৌশল ফাঁস করলেন ট্র্যাভিস হেড রোহিত বা বোর্ড নয়, ইম্প্যাক্ট প্লেয়ার থাকবে কিনা,ঠিক করুক দর্শকরাই, মত পন্টিংয়ের IPL 2024: রোহিতের জন্য চিৎকার করছেন PBKS ক্যাপ্টেন! জেনে নিন ঘটনাটা আসলে কী? কেন উপরের দিকে ব্যাটিং করছেন না ধোনি! ফ্লেমিং-এর উত্তরে মন ভাঙবে মাহি ভক্তদের ‘বউও বলেনি যে আমার হাসিটা দারুণ’...কার কথায় একেবারে গলে গেলেন KKR মেন্টর গম্ভীর? ধোনি ভাই পাত্তা দিতে বারণ করেছে, সমালোচকদের কথা কানেই তোলেন না পন্ত! আশা করি বিশ্বকাপের দলে নির্বাচকরা ওকে ভুলে যাবে না, KKR তারকার হয়ে সওয়াল সঞ্জয়ের পেস বোলিংয়ের প্রফেসর:- বুমরাহর ভূয়সি প্রশংসা প্রাক্তন ক্যারিবিয়ান তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.