
Australia vs India: '৪৯২০৪০৮৪০৪১' ভারতের ব্যাটিং বিপর্যয়ে ওটিপির সন্ধান সেহওয়াগের, হতবাক ভক্তরা
১ মিনিটে পড়ুন . Updated: 19 Dec 2020, 11:23 AM IST- লজ্জাজনক পারফরম্যান্স।
ঠিক ৯৪ মিনিট। প্রথম ইনিংসে ৫৩ রানের লিড নেওয়ার পর তৃতীয় দিনের দুপুরে ঠিক এই সময়টুকু টিকল ভারতীয় ব্যাটিং। কোনওরকম প্রতিরোধ ছাড়াই লজ্জাজনকভাবে অস্ট্রেলিয়ার সামনে আত্মসমর্পণ করল ভারত।
এক উইকেটে ন'রান নিয়ে খেলতে নেমে শনিবার অ্যাডিলেডে প্রথম সেশনও পার করতে পারেনি ভারত। প্রথম ধাক্কাটা দিয়েছিলেন প্যাট কামিন্স। তারপর একে একে চেতেশ্বর পূজারা, মায়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানেরা প্যাভিলিয়নে ফেরেন। শেষপর্যন্ত ন'উইকেটে ৩৬ রান তুলতে পারে ভারত। কামিন্সের বাউন্সারে চোট লেগে মাঠের বাইরে বেরিয়ে যান মহম্মদ শামি। তার জেরে অলআউট হতে হয়নি। কিন্তু টেস্টের ইতিহাসে ভারতের সর্বনিম্ন স্কোরের লজ্জার নজির গড়েন বিরাটরা। একজন ব্যাটসম্যানও দু'অঙ্ক পেরোতে পারলেন না। ভারতীয় ব্যাটসম্যানদের স্কোর - ৪, ৯, ২, ০, ৪, ০, ৮, ৪, ০, ৪ এবং ১।
সেই ব্যাটিং বিপর্যয়ের জেরে টুইটারে ক্ষোভে ফেটে পড়েছেন ভারতীয় সমর্থকরা। কটাক্ষও ছুড়ে দিয়েছেন। হতবাক হয়ে গিয়েছেন প্রাক্তন ক্রিকেটাররা। টুইটারে বীরন্দ্র সেহওয়াগ লেখেন, 'যে ওটিপি ভুলে যাওয়া উচিত - ৪৯২০৪০৮৪০৪১।'
রবি শাস্ত্রী একটা সময় ভারতের সেরা টেস্ট দল বলেছিলেন বিরাট বাহিনী। তা নিয়ে এক নেটিজেন লেখেন, দারুণ ব্যাটিংয়ের পরিস্থিতিতে ভালো পেস বোলিংয়ের স্পেল টিকে থাকতে পারে না। আর এই দলকে ২০০০ সালের দলের সঙ্গে তুলনা করা হচ্ছে। যে দল স্টিভ (ওয়াওয়ের) নেতৃত্বে গ্নেন ম্যাকগ্রাথ, ব্রেট লি, ওয়ার্নের শক্তিশলী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে থেলেছিল। ভেবে দেখার সময় এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায়।'
অনেকে আবার রবি শাস্ত্রীকে সরিয়ে দিয়ে রাহুল দ্রাবিড়কে ভারতের কোচ করার দাবি উঠেছে। এক নেটিজেন বলেন, ‘আমার পরামর্শ : রবি শাস্ত্রীকে সরিয়ে দিন। ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়কে নিয়ে আসা হোক। আইপিএলের ভিত্তিতে টেস্ট দল নির্বাচনের প্রক্রিয়া বন্ধ করে প্রথম শ্রেণির ক্রিকেটে করা হোক। একমত?’
ভারতের সেই লজ্জাজনক বিপর্যয়ের ফলে অ্যাডিলেড টেস্ট জয়ের জন্য অস্ট্রেলিয়ার মাত্র ৯০ রান প্রয়োজন। সেজন্য ইতিমধ্যে ব্যাটিং করতে নেমে পড়েছেন অজিরা।