শুভব্রত মুখার্জি
মেলবোর্নে আজিঙ্কা রাহানের করা অপরাজিত ১০৪ রানের অসাধারণ ইনিংসে ভর করে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত আপাতত ফ্রন্টফুটে। ৮২ রানে ভারত এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। হাতে রয়েছে ৫টি উইকেট। ক্রিজে রয়েছেন রাহানে এবং জাদেজা।
কিন্তু ফিল্ডিংয়ের সময় অজিরা একাধিকবার সুযোগ নষ্ট না করলে রাহানে হয়ত আগেই প্যাভিলিয়নে ফিরতে পারতেন। ৭৩ রানে রাহানের ক্যাচ ফেলেন স্মিথ। ১০৪ রানে ফের ক্যাচ ফেলে দেন। তাই দিনের শেষে অজি পেসার মিচেল স্টার্ক মনে করেন তাঁদের ব্যর্থতার কারণেই রাহানেকে এখনও তারা প্যাভিলিয়নে ফেরাতে পারেননি।
স্টার্ক জানান, 'রাহানে খুব ভাল খেলেছে। চাপ সামলে ভারতের ইনিংসকে দাঁড় করিয়েছে। একটা সময় ওরা আমাদের রানের থেকে পিছনে ছিল। ভারতীয় ব্যাটসম্যানরা সাহসী ব্যাটিং করেছে। রাহানেকে আমরা তিন থেকে পাঁচ বার আউট করার সুযোগ হারিয়েছি। সেই সুযোগটা কাজে লাগিয়ে দারুণ শতরান করেছে ও।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।