
Australia vs India: কথার জালে ভারতীয় ব্যাটসম্যানদের মনোসংযোগে চিড় ধরাতে চাইলেন ল্যাবুশান, দেখুন ভিডিও
১ মিনিটে পড়ুন . Updated: 08 Jan 2021, 12:26 PM IST- শর্ট লেগে ফিল্ডিং করার সময় গিলদের ক্রমাগত বিরক্ত করলেন অজি তারকা।
স্লেজিংয়ের পুরনো ফর্মুলা নয়, তবে ভারতীয় ব্যাটসম্যানদের মনোসংযোগে ব্যাঘাত ঘটানোর নতুন উপায় খুঁজে বার করেছেন অজিরা। সিডনির প্রথম ইনিংসে সেই কাজটাই করতে দেখা গেল মার্নাস ল্যাবুশানকে।
আসলে অস্ট্রেলিয়ার ক্লোজ-ইন ফিল্ডাররা কথার জালে জড়িয়ে রাখার চেষ্টা করলেন ভারতীয় ব্যাটসম্যানদের। শর্ট লেগে ফিল্ডিং করার সময় মার্নাস ল্যাবুশানকে অহেতুক কিছু প্রশ্ন করতে দেখা যায় ভারতীয় ব্যাটসম্যানদের উদ্দেশ্যে। অভিজ্ঞ রোহিত নির্বাকার থাকলেও গিল দু-একটি প্রশ্নের উত্তরে মুখ খোলেন।
সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার পোস্ট করা একটি ভিডিওয় দেখা যায় ল্যাবুশান গিলকে জিজ্ঞাসা করছেন যে, তাঁর প্রিয় ক্রিকেটার কে? গিল উত্তরে বলেন, ‘আমি তোমাকে পরে বলছি।’ ল্যাবুশান তখন বলেন, 'এই বলটার পরে?' পরক্ষণেই ল্যাবুশানকে বলতে শোনা যায়, ‘সচিন? নাকি বিরাটের মতো হতে চাও?’
পরে রোহিত ব্যাট করার সময় ল্যাবুশান বলেন, ‘এখানে ক্যাচ দাও।’ রোহিতকে মার্নাস জিজ্ঞাসা করেন, ‘তুমি কোয়ারান্টাইনে কী করছিলে?' যদিও রোহিত এর কোনও উত্তর দেননি।
ব্যাট হাতে মার্নাস অবশ্য দুর্ভাগ্যের শিকার হন। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন তিনি। ১১টি বাউন্ডারির সাহায্যে ১৯৬ বলে ৯১ রান করে সাজঘরে ফেরেন ল্যাবুশান। জাদেজার বলে রাহানের হাতে ধরা পড়েন অজি তারকা।