ভারতের কাছে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে হারের ব্যর্থতা ঢাকতে রবীন্দ্র জাদেজার পরিবর্তে যুজবেন্দ্র চাহালের মাঠে নামাকে কোনও ভাবেই ঢাল করতে চাইলেন না অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ। বরং নিজেদের খামতির দিকেই আঙুল তুললেন তিনি। তবে অজি অল-রাউন্ডার হেনরিকস অভিযোগ তোলেন নিয়মের অপব্যবহারের।
ভারতীয় ইনিংসের শেষ ওভারে জাদেজার হেলমেটে বল লাগে। ব্যাট হাতে ইনিংস শেষ করলেও ফিল্ডিং করতে নামেননি তিনি। তাঁর কনকাশন পরিবর্ত হিসেবে খেলতে নামেন যুজবেন্দ্র চাহাল। ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে চাহালই ম্যাচ জেতান ভারতকে। ম্যাচের সেরার পুরস্কার ওঠে চাহালের হাতেই।
অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার জাদেজার কনকাশন পরিবর্ত নিয়ে প্রশ্ন তুললেও ফিঞ্চ বিশেষজ্ঞ ডাক্তারদের সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বলে মনে করেন। ম্যাচের শেষে অজি দলনায়ক স্পষ্ট জানান যে, চোট-আঘাত নিয়ে মেডিক্যাল বিশেষজ্ঞদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো উচিত নয়।
ফিঞ্চ বলেন, ‘ওরা আমাদের জানায় যে, ওদের ডাক্তার জাদেজাকে কনকাশনের জন্য ম্যাচ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। সুতরাং এই বিষয়ে মেডিক্যাল বিশেষজ্ঞদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো উচিত নয়।’
পরক্ষণেই ফিঞ্চ ম্যাচে নিজেদের ভুলভ্রান্তির দিকে ইঙ্গিত করেন। তিনি বলেন, ‘শেষের দিকে আমরা বেশ কিছু রান উপহার দিয়েছি। তারপর মাঝের ওভারগুলোয় আমরা বাউন্ডারি মারতে পারিনি।’
যদিও হেনরিকসের দাবি, হেলমেটে বল লাগায় জাদেজার কনকাশন পরিবর্ত নামানো যেতেই পারে। তবে জাদেজা একজন অল-রাউন্ডার। চাহাল একজন বিশেষজ্ঞ স্পিনার। কনকাশনের ক্ষেত্রে একই রকম ক্রিকেটারদের পরিবর্ত হিসেবে নামানো যায়। এক্ষেত্রে জাদেজা আর চাহাল কীভাবে একই রকম ক্রিকেটার হলেন, সেটাই বুঝতে পারছেন না তিনি।
হেনরিকসের যুক্তি অবশ্য খুব একটা অকাট্য বলে মনে হচ্ছে না বিশেষজ্ঞদের। কেননা, জাদেজা আইসিসির বোলারদের ব়্যাঙ্কিংয়ে দীর্ঘদিন প্রথম সারিতে অবস্থান করেছেন। তাছাড়া ভারতের টি-২০ স্কোয়াডে জাদেজার মানের অল-রাউন্ডার আর কেউ নেই। ওয়াশিংটন সুন্দর ও হার্দিক পান্ডিয়া, দু'জনেই এই ম্যাচে খেলছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।