আন্তর্জাতিক ক্রিকেটে বাবা শিবনারায়ণ চন্দ্রপলের অভিষেকের সময় মাঠে ছিলেন। এবার ছেলে তেজনারিনের হাতে টেস্ট ‘ক্যাপ’ তুলে নিলেন ব্রায়ান লারা। তাঁর আশা, আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করবেন শিবনারায়ণের ছেলে।
বুধবার পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে তেজনারিনের। ম্যাচ শুরুর আগে তাঁর হাতে ওয়েস্ট ইন্ডিজের ‘ক্যাপ’ তুলে দেন সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার লারা। তিনি বলেন, 'যখন তোমার অভিষেক হয়েছিল, তখন আমি ছিলাম। আজ তোমার বাবা গর্ববোধ করছে। তোমায় অভিনন্দন জানাচ্ছি। দেশের হয়ে দুর্দান্ত খেলবে বলে আশা করছি।'
এমনিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ২৬ বছরের তেজনারিনের রেকর্ড আহামরি নয়। ২০১৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হলেও টেস্ট দলের জার্সি পরতে প্রায় ১০ বছর কেটে গিয়েছে। যিনি ২০১৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। সবমিলিয়ে ৫১ টি ম্যাচে (ইনিংসের সংখ্যা ৯৪) করেছেন ২,৮৪৪ রান। গড় ৩৫.৫৫। সর্বোচ্চ করেছেন ১৮৪ রান। হাঁকিয়েছেন ছ'টি শতরান। অর্ধশতরান করেছেন ১১ টি।
আরও পড়ুন: পিতার পথেই পুত্র… প্রথম ইনিংসেই সেঞ্চুরি করলেন শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে তেজনারিন
তবে চলতি বছর তেজনারিনের রেকর্ড দুর্দান্ত। ২০২২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর গড় ৮৫.৭৭। সম্প্রতি তাঁর ব্যাট থেকে এসেছে অপরাজিত ১৪০ রান, অপরাজিত ২৩ রান, ১৮৪ রান, ২৫ রান, ৪৯ রান, অপরাজিত ১০৯ রান, ১১৯ রান এবং ৫৬ রান। চলতি বছর ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হলেন তেজনারিন। সামনে আছেন শুধু ক্রেগ ব্র্যাথওয়েট। যিনি ব্র্যাথওয়েটের সঙ্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্ভবত ওপেন করতে চলেছেন তেজনারিন। যিনি দিনকয়েক আগেই চারদিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে শতরান হাঁকিয়েছেন।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের ঘোষণা, সুযোগ পেলেন শিবনারায়ণ চন্দ্রপলের ছেলে
উল্লেখ্য, ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শিবনারায়ণের। প্রথম ইনিংসে ১৩৫ বলে ৬২ রান করেছিলেন। মেরেছিলেন ১৬৩ টি চার। অন্যদিকে, সেই ইনিংসে লারা করেছিলেন ১৬৭ রান। জর্জটাউনে এক ইনিংস ও ৪৪ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের সেরা হয়েছিলেন ব্রায়ান লারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।