অস্ট্রেলিয়ান ব্রেক ড্যান্সার রাচেল গান ২০২৪ প্যারিস অলিম্পিক্সে একটি ‘হতাশজনক’ অভিজ্ঞতার পর অবসর ঘোষণা করেছেন। গান, বি-গার্ল রেগান নামেও পরিচিতি লাভ করেছিলেন। অলিম্পিক্সে উদ্বোধনী ব্রেকিং ইভেন্টে তাঁর পারফরম্যান্সের পরে তিনি তাঁর ডান্স মুভের কারণে ট্রোলিংয়ের স্বীকার হন। তাঁকে নিয়ে ইন্টারনেটে একাধিক মিম ছড়িয়ে পড়ে। রেগান ইন্টারনেটে নিরলস ট্রোলিংয়ের মুখোমুখি হয়েছিলেন। এরপর তিনি অলিম্পিক্সে কিভাবে যোগ্যতা অর্জন করেছিলেন সেই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এইগুলো আর হজম করতে পারছিলেন না তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ার 2DayFM-এ জিমি অ্যান্ড নাথ শো-তে তিনি বলেন, ‘আমি আর প্রতিদ্বন্দ্বিতা করব না।’
রেগান বলেন, ‘আমি নিশ্চিতভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছিলাম, তবে এখন আমার পক্ষে লড়াই করে যাওয়া সত্যিই কঠিন বলে মনে হচ্ছে। হ্যাঁ, মানে আমি এখনও ব্রেক ড্যান্স করি। তবে সেটা আমার ঘরে আমার সঙ্গীর সঙ্গে।’ তিনি আরও বলেন, ‘এটা আমার পক্ষে সত্যিই হতাশজনক ছিল। লোকে কী ভাববে বা কী বলবে সেটা আমি কন্ট্রোল করতে পারব না।’ রেগান একহাত নিয়েছেন তাঁর সমালোচকদের। তিনি বলেন, যদি তাঁরা তাঁর থেকে ভালো ড্যান্সার হয়ে থাকে, তাহলে নিজেদের প্রমাণ করুক। তিনি বলেছেন, ‘আমি শুনলাম তারা নাকি আমার থেকে ভালো ড্যান্সার। সত্যিই তাই? তাহলে সেটা দেখা যাক?’
ব্রেকিং ইভেন্টকে এবছরই প্রথমবার অলিম্পিক্সে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তবে ২০২৮ বা ২০৩২ অলিম্পিক্সে এই ইভেন্টকে আর অন্তর্ভুক্ত করা হয়নি। অনেকেই এই জন্য গানকে দোষ দিতে থাকেন। তাঁরা মনে করেন, গানের খারাপ পারফরম্যান্সের কারণে অলিম্পিক্স থেকে এই ইভেন্টকে বাদ দেওয়া হয়েছে। এবছর অলিম্পিক্সে তাঁর পারফরম্যান্সের পর ক্যামেরাম্যানরা প্যারিসের রাস্তায় তাঁকে ধাওয়া করেছিলেন। অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি এই বিষয়ে বলেন, ‘সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। লোকে যদি আমায় তাড়া করে তাহলে আমার কী করার আছে ?তারা আমায় এক ভয়ানক পরিস্থিতির মুখোমুখি করেছিল। এরপর রাস্তায় বের হতে ভয় পেতাম আমি।’
আগের এক সাক্ষাৎকারে গান নিজের অলিম্পিক্সে যোগ্যতা অর্জন নিয়ে মুখ খুলেছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি ওশিয়ানিয়া চ্যাম্পিয়নশিপ জিতেছি। এটি একটি সরাসরি বাছাইপর্ব ছিল। সেখানে ৯ জন বিচারক ছিলেন, সকলেই বিদেশী। আমি যোগ্যতা অর্জন করার সাথে সাথে জানতাম মূল টুর্নামেন্টে আমার জয়ের সম্ভাবনা কম আছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।