বাংলা নিউজ > ময়দান > Australian Open: মিক্সড ডাবলস থেকেও বিদায় বোপান্নার, ভারতের যাত্রা শেষ

শুভব্রত মুখার্জি

করোনা পরবর্তীতে প্রথম গ্র্যান্ড স্ল্যামের আসর বসেছে মেলবোর্ন পার্কে। অস্ট্রেলিয়ান ওপেনে এই বছর অত্যন্ত খারাপ ফল হল ভারতীয় প্রতিযোগিদের। অলিম্পিকের আগে সুমিত নাগাল, অঙ্কিতা রায়না, রোহন বোপান্নারা তাঁদের টপ ফর্মের ধারে কাছেও ছিলেন না, যা ভারতীয় সমর্থকদের চিন্তা বাড়াল বইকি। তাঁদের খারাপ ফর্মের জন্য এই বছর অজি ওপেনে শেষ হয়ে গেল ভারতীয়দের চ্যালেঞ্জ।

অজি ওপেনে নামার আগেই করোনা আক্রান্ত হয়েছিলছন বোপান্নার রেগুলার পার্টনার সোসা। ফলে নতুন জাপানি পার্টনারকে সঙ্গী করে পুরুষ ডাবলসে নেমে প্রথম রাউন্ডে হারের মুখ দেখেছিলেন বোপান্না। ডাবলস খেলতে নেমে প্রথম রাউন্ডেই হেরে ছিটকে যাওয়ার পরে মিক্সড ডাবলসেও প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না। ফলে এই মরশুমের অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয়দের মধ্যে কেউই প্রথম রাউন্ডের গন্ডি টপকাতে পারলেন না।

ভারতীয়দের শেষ আশা ছিলেন রোহন বোপান্না। চিনা পার্টনার ইংইং ডুয়ানকে নিয়ে মিক্সড ডাবলস খেলতে নেমেছিলেন রোহন বোপান্না। তাঁদেরকে ৪-৬, ৪-৬ স্ট্রেট সেটে হারিয়ে দিলেন বেথানি মাটেক-জেমি মারে জুটি। প্রসঙ্গত করোনার কারনে দীর্ঘদিন কোর্টে নামতে পারেননি বোপান্নাও। অস্ট্রেলিয়ান ওপেনের আগেও সেভাবে অনুশীলনের সুযোগ পাননি তিনি।

তাঁর খেলায় অনুশীলনের অভাব ধরা পড়ে স্পষ্ট। এর প্রভাব পড়ল টুর্নামেন্টে। মেলবোর্ন পার্কে একেবারেই প্রতিরোধ গড়তে পারেননি বোপান্নারা। তাঁদের খেলায় বোঝাপড়ারও অভাব ছিল।

বন্ধ করুন