গরমের দাপটে প্রাণ ওষ্ঠাগত। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনেই চূড়ান্ত বিপাকে পড়ে গেল আয়োজকরা। প্রবল গরমের জেরে এমন পরিস্থিতির সৃষ্টি হল যে, এক বল গার্লই অসুস্থ হয়ে পড়ে। এমন কী শুধু সেই বল গার্লই নন। সমস্যায় পড়ে গিয়েছিলেন বেশ কয়েক জন টেনিস খেলোয়াড়ও। এর পরেই দুপুরের আউটডোর কোর্টের খেলাগুলি বন্ধ করে দিতে বাধ্য হয় আয়োজকেরা। প্রায় তিন ঘণ্টা বন্ধ রাখতে হয় আউটডোরের খেলা। গরম কিছুটা কমলে আবার শুরু হয় সেই সব খেলা। তবে ইনডোর কোর্টে যেমন খেলা চলছিল, তেমনই চলতে থাকে।
দ্বিতীয় দিন বেলা বাড়তেই গরমের তেজ বাড়তে থাকে। তাপমাত্রা পৌঁছে যায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসে (৯৭ ফারেনহাইট)। সেই সঙ্গে রীতিমতো লু বইতে থাকে। খেলতে নেমে সমস্যায় পড়েন গারবিন মুরুগুজা, ডমিনিক থিয়েম, অ্যান্ড্রি রুবলভের মতো টেনিস খেলোয়াড়রা। তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই গরমে তাঁদের পক্ষে খেলা অসম্ভব। স্বভাবতই পুরুষ এবং মহিলাদের খেলা মিলিয়ে মোট ১০টি ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। বিকেলের পরে রোদের তেজ কমলে আবার সেই সব খেলা শুরু হয়।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে আবারও নিষিদ্ধ হল রাশিয়া ও বেলারুশের পতাকা
অস্বস্তি পড়ে যায় টেনিস অস্ট্রেলিয়া। তারা এক বিবৃতিতে জানিয়ে দেয়, ‘আউটডোর কোর্টে খেলা বন্ধ রাখা হয়েছিল। আউটডোর কোর্টে অনুশীলনও বন্ধ রাখা হয়েছিল। তবে ইনডোর কোর্টে খেলতে সমস্যা হচ্ছিল না। তাই রড লেভার এরিনা, মার্গারেট কোর্ট এরিনা এবং জন কায়েন এরিনাতে ছাদ ঢাকা থাকায় সেখানে খেলা চলছিল। পরে আউটডোর কোর্টে খেলা শুরু করা হয়।’
দ্বিতীয় দিন কোর্টে নেমেছিলেন নোভক জোকোভিচ। স্পেনের রোবের্তো বায়েনাকে স্ট্রেট সেটে সহজেই উড়িয়ে দেন জোকার। খেলার ফল তাঁর পক্ষে ৬-৩, ৬-৪, ৬-০। প্রথম রাউন্ডে জোকোভিচ দেখিয়ে দিয়েছেন, পুরো প্রস্তুতি নিয়েই এ বারের প্রতিযোগিতায় নেমেছেন তিনি।
আরও পড়ুন: ২৫ শটের র্যালি, অতীতের স্মৃতি ফিরিয়ে Australian Open-এ দুরন্ত শুরু নাদালের
এ দিন আবার ইতালির মারিয়ো বেরেত্তিনিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারিয়েছেন অ্যান্ডি মারে। প্রথম দু’টি রাউন্ড জিতলেও পরের দু’টি রাউন্ডে হেরে যান মারে। পঞ্চম সেটে আবার জেতেন তিনি। খেলার ফল মারের পক্ষে ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৭ (৭-৯), ৭-৬ (১০-৬)।
প্রথম রাউন্ডে জিতেছেন আলেকজান্ডার জেরেভও। জুয়ান পাবলো ভারিলাসকে হারিয়েছেন তিনি। খেলার ফল তাঁর পক্ষে ৪-৬, ৬-১, ৫-৭, ৭-৬ (৭-৩), ৬-৪।
মহিলাদের মধ্যে খেলা ছিল দ্বিতীয় বাছাই ওন্স জাবেয়ুরের। প্রথম রাউন্ডের ম্যাচ জিততে তিন সেট খেলতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত তামারা জিদানসেককে হারিয়েছেন তিনি। খেলার ফল তাঁর পক্ষে ৭-৬ (১০-৮), ৪-৬, ৬-১।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।