বাংলা নিউজ > ময়দান > Australian Open 2023: অনেক লড়ে ফাইনালে সানিয়া-বোপান্না, হবে কি রূপকথার সমাপতন?

Australian Open 2023: অনেক লড়ে ফাইনালে সানিয়া-বোপান্না, হবে কি রূপকথার সমাপতন?

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সানিয়া-বোপান্না।

এটাই শেষ গ্র্যান্ড স্লাম সানিয়া মির্জার। তাই অস্ট্রেলিয়ান ওপেনে শিরোপা জিতে শেষটা মধুর করতে চান সানিয়া। আর সেই লক্ষ্যেই রোহন বোপান্নাকে সঙ্গী করে পৌঁছে গেলেন ফাইনালে। এখন শুধু রূপকথার সমাপ্তির অপেক্ষা।

সেমিফাইনালে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হল। ম্যাচ গড়াল সুপার টাব্রেকে। তবে শেষ হাসি হাসল ভারতীয় জুটিই। অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসের সেমিতে ভারতের সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটি গ্রেট ব্রিটেনের নিল স্কুপস্কি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডেজরে ক্রাফচেক জুটির বিরুদ্ধে শেষমেশ যুদ্ধ জয় করল। সানিয়ার শেষ গ্র্যান্ডস্লাম ফাইনালে ইতিহাস লেখা হয়ে থাকবে? রূপকথার সমাপ্তি থেকে সানিয়া যে আর এক ধাপ দূরে। খেলার ফল সানিয়াদের পক্ষে ৭-৬ (৭-৫), ৬-৭ (৫-৭), ১০-৬।

সেমিফাইনালের পরিসংখ্যানে চোখ রাখলে বোঝা যাবে, সানিয়াদের তুলনায় স্কুপস্কি-ক্রাফচেক জুটির দাপট ছিল কিছুটা বেশি। তাদের বেশি সপ্রতিভও দেখিয়েছে। তারা সাতটি ‘এস’ সার্ভিস করেছেন। সেখানে সানিয়াদের ‘এস’ সার্ভিসের সংখ্যা চারটি। উভয় পক্ষই তিনটি করে ডাবল ফল্ট করেছে। সানিয়াদের ৭৩ শতাংশ প্রথম সার্ভিস ঠিকঠাক হয়েছে। প্রতিপক্ষের ৮০ শতাংশ।

আরও পড়ুন: Australian Open: চোটকে কোর্টের বাইরে পাঠিয়ে, অজি প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে কোয়ার্টারে জোকার

সেমিফাইনালের লড়াইটা নিঃসন্দেহে কঠিন ছিল। অবাছাই সানিয়া-বোপান্না মুখোমুখি হয়েছিলেন টুর্নামেন্টের তৃতীয় বাছাই স্কুপস্কি-ক্রাফচেক জুটির। ১ ঘণ্টা ৫২ মিনিট কঠিন লড়াই চলল। তবে অভিজ্ঞতা দিয়ে ম্যাচ বের করে নিলেন সানিয়ারা। প্রথম সেটে টাইব্রেকারে জয় পান সানিয়ারা। দ্বিতীয় সেটেও জয়ের সুযোগ ছিল সানিয়াদের সামনে। কিন্তু টাইব্রেকারে একাধিক আনফোর্সড এরর করে ম্যাচ জেতার সুযোগ হাতছাড়া করেন তাঁরা। প্রথম দু’সেটের পর ফলাফল ১-১ হওয়ায় খেলা গড়ায় সুপার টাইব্রেকে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন, ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন নাদাল

আর সুপার টাই ব্রেকেই অভিজ্ঞতা দিয়ে বাজিমাত করলেন সানিয়া-বোপান্না। শুরু থেকেই তাঁরা দাপট দেখিয়েছেন। মাঝে কিছুটা চাপে পড়লেও, সামলে নিয়েছেন। ৮-৬ ব্যবধানে এগিয়ে থাকার সময় সানিয়ার একটি অনবদ্য ব্যাক হ্যান্ড রিটার্নেই ম্যাচের ফলাফল নির্ধারিত হয়ে যায়। তার পর জয়ের জন্য প্রয়োজনীয় এক পয়েন্ট সহজেই তুলে নেয় ভারতীয় জুটি। মূলত, সানিয়াদের জেদ আর মরিয়া ভাবটাই বোধহয় শেষ চারের লড়াইয়ে জয় পেতে ভারতীয় জুটিকে সাহায্য করেছে।

অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার পেশাদার টেনিস জীবনের শেষ গ্র্যান্ড স্লাম। তাই অস্ট্রেলিয়ান ওপেনের গুরুত্ব তাঁর কাছে অপরিসীম। মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে বিদায় নিলেও বোপান্নাকে নিয়ে মিক্সড ডাবলসের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের সেরা মহিলা টেনিস প্লেয়ার।

কোয়ার্টার ফাইনাল খেলতে হয়নি সানিয়াদের। শেষ আটে তাঁদের প্রতিপক্ষ ছিলেন লাটাভিয়ান-স্প্যানিশ জুটি জেলেনা ওস্তাপেঙ্কো ও ডেভিড ভেগা হার্নান্ডেজ। তবে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস বিভাগের ১০ নম্বর বাছাই ওয়াকওভার দিয়ে দেওয়ায়, লড়াই ছাড়াই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল সানিয়া-বোপান্না জুটি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন