বাংলা নিউজ > ময়দান > Australian Open: নাগাড়ে দ্বিতীয় স্ল্যাম জয়ের হাতছানি, সিসিপাসকে হারিয়ে নাদালের বিরুদ্ধে ফাইনালে মেদভেদেভ

Australian Open: নাগাড়ে দ্বিতীয় স্ল্যাম জয়ের হাতছানি, সিসিপাসকে হারিয়ে নাদালের বিরুদ্ধে ফাইনালে মেদভেদেভ

সেমিফাইনাল জিতে উচ্ছ্বসিত দানিল মেদভেদেভ। ছবি- পিটিআই।

এই নিয়ে লাগাতার দ্বিতীয় বছর অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছলেন মেদভেদেভ।

গত ম্যাচে দুই সেটে পিছিয়ে পড়েও মহাকাব্যিক কামব্যাকে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নিজের জায়গা পাকা করেছিলেন দানিল মেদভেদেভ। সেমিফাইনালে তেমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। চার সেটের লড়াইয়ে স্টেফানোস সিসিপাসকে হারিয়ে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছলেন মেদভেদেভ।

রড লেভার এরিনায় ৭-৬(৫), ৪-৬, ৬-৪, ৬-১ স্কোরলাইনে চার নম্বর তারকা সিসিপাসকে হারালেন বিশ্বের দুই নম্বর পুুরুষ টেনিস তারকা মেদভেদেভ। এই নিয়ে নাগাড়ে দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছলেন রাশিয়ান তারকা। গত বছর নোভাক জকোভিচের কাছে ফাইনালে হারতে হয়েছিল। এবার তাঁর প্রতিপক্ষ আরেক কিংবদন্তি রাফায়েল নাদাল। 

সেমিফাইনাল ম্যাচের প্রথম সেটে কিন্তু সিসিপাস শুরুটা ভালভাবেই করেছিলেন। টাইব্রেকারেও এগিয়েছিলেন তিনি। তবে মেদভেদেভ পিছিয়ে পড়েও প্রথমে স্কোর ৪-৪ করে, শেষ পর্যন্ত ৭-৬ ব্রেকার এবং সেট জিতে নেন। কিন্তু দ্বিতীয় সেটে গ্রীক সিসিপাস স্কোর সমান করেন। ম্যাচ ১-১ সেটে সমতায় ফেরার পরেই রাশ নিজের দখলে মেদভেদেভ। একের পর এক তুখর সার্ভ করেই ৬-৪ তৃতীয় সেট জিতে নেন তিনি। আর তৃতীয় সেটে তো সিসিপাসকে কার্যত উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছন মেদভেদেভ।

যুক্তরাষ্ট্র ওপেনে প্রথম স্ল্যাম জিতেছিলেন মেদভেদেভ। রুখে দিয়েছিলেন জকোভিচের ঐতিহাসিক ২১ তম স্ল্যাম জয়। এবার নাদালের বিরুদ্ধেও একই চ্যালেঞ্জের মুখোমুখি মেদভেদেভ। নাদালও নিজের ২১ তম স্ল্যাম জিতে এককভাবে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেলস জয়ী পুরুষ টেনিস তারকা হওয়ার লক্ষ্যেই রবিবার রড লেভার এরিনায় নামবেন। ২৫ বছর বয়সী মেদভেদেভ লাগাতার দ্বিতীয়বার একই কাণ্ড ঘটিয়ে নাগাড়ে নিজের দ্বিতীয় স্ল্যাম জিততে সক্ষম হন কি না, এখন সেটাই দেখার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মহিলা যাত্রীকে চড় মেরে গ্রেফতার অটো চালক! তবুও কারও কারও সহানুভূতি পাচ্ছেন তিনি বিষ্ণুর জোড়া অবতারে ধরা দেবেন রণবীর! রামায়ণে কোন চরিত্রে দেখা মিলবে অমিতাভের? Live: ' CMদেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছেন, এরও একটা লিমিট আছে', মুখ্যসচিব ‘ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই কিন্তু…’ মনের কথা জানিয়ে দিলেন বাংলাদেশের ইউনুস পাহাড়-ঝর্না আবার জঙ্গলের স্বাদ অল্প মূল্যে একসঙ্গে চান? ঘুরে আসুন রাঁচি গম্ভীরের পরিবর্তে KKR-এ মেন্টর হবেন পন্টিং? কী ইঙ্গিত দিলেন প্রাক্তন অজি অধিনায়ক শৌচালয়ের দেখভালও করতে পারে না! পূর্ত দফতরের ভূমিকায় ক্ষুব্ধ আদালত ডেনমার্কের মাটিতে বলিউডি গানে তুমুল নাচ ভারতীয়র, কী বলছেন বিদেশিরা? 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী?সত্যি? উপরাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিলেন জহর সরকার, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের শক্তি কমল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.