নাটকীয় ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের সাক্ষী থাকল মেলবোর্ন পার্ক। বিশ্বের দুই বনাম নয় নম্বর তারকার লড়াইয়ে ফিলিক্স অজার-অ্যালিয়াসিমকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন দানিল মেদভেদেভ। পাঁচ সেটের মহাকাব্যিক লড়াইয়ে, দুই সেটে পিছিয়ে পড়ে, ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে অবিশ্বাস্য ভঙ্গিমায় ম্যাচ জিতলেন মেদভেদেভ।
প্রথম দুই সেটেই ৬-৭ (৪), ৩-৬ ব্যবধানে হারতে হয় বিশ্বের দুই নম্বর তারকাকে। তৃতীয় সেটে ঠিক যখন মনে হচ্ছিল কানাডার অ্যালিয়াসিম ম্যাচ নিয়ে বেরিয়ে যাবেন, তখনই এক মহাকাব্যিক গাঁথার রচনা শুরু হয়। টাই ব্রেকারে কার্যত অ্যালিয়াসিমকে দাঁড়াতেই দেননি রাশিয়ান মেদভেদেভ। ৭-৬ (২) ব্যবধানে তৃতীয় সেট জেতেন তিনি। তবে চতুর্থ সেটের দশম গেমে ম্যাচ পয়েন্টে পেয়ে গিয়েছিলেন অ্যালিয়াসিম। তবে দুর্দান্ত সার্ভিস গেমে সেট পয়েন্ট বাঁচিয়ে ৭-৫ চতুর্থ সেটেও জেতেন তিনি।
পঞ্চম সেটে পৌঁছেও কিন্তু ২১ বছরের অ্যালিয়াসিম হাল ছাড়েননি। ম্যাচের জন্য মেদভেদেভের সার্ভিস আরেকটু হলেই ব্রেক করে দিচ্ছিলেন কানাডিয়ান। তবে ১৫-৪০ থেকে পরপর চার পয়েন্ট জিতে মেদভেদেভ চার ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে জয়ী হন। এই নিয়ে নিজের কেরিয়ারে মাত্র দ্বিতীয়বার দুই সেটে পিছিয়ে পড়েও ম্যাচ জিতলেন মেদভেদেভ। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ গ্রীক তারকা বিশ্বের চার নম্বর স্টিফানোস সিসিপাস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।