সেমিফাইনালে চার সেটের লড়াইয়ে স্টেফানোস সিসিপাসকে হারিয়ে নাগাড়ে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে নিজের জায়গা পাকা করেছেন দানিল মেদভেদেভ। তবে ম্যাচ জিতলেও, ম্যাচের মাঝে চেয়ার আম্পায়ারের বিরুদ্ধে সুর চড়িয়ে, তাঁকে যাচ্ছেতাই বলে অপমান করায়, সমালোচনার মুখে বিশ্বের দুই নম্বর তারকা।
দ্বিতীয় সেটে ৪-৫ পিছিয়ে থাকা অবস্থায় মেদভেদেভ কোর্টের মধ্যেই সিসিপাসের বাবা, সিসিপাসকে কোচ হিসেবে পরামর্শ দেওয়ার চেষ্টা করলে মেজাজ হারান। টেনিসে ম্যাচ চলাকালীন কোচিং নিষিদ্ধ। সিসিপাসের বাবা লাগাতার তাঁকে পরামর্শ দেওয়া সত্ত্বেও চেয়ার আম্পায়ার কোনো ব্যবস্থা না নেওয়ায় মেজাজ হারান মেদভেদেভ। কোর্টেই চিৎকার জুড়ে তিনি আম্পায়ারের উদ্দেশ্যে প্রশ্ন করেন,‘ তুমি কি গাধা? ওর বাবা ওকে প্রত্যেক পয়েন্টে এমন কোচিং করাবেন?’
আম্পায়র তাঁকে মনমতো কোনো জবাব না দেওয়ায় আরও ক্ষেপে উঠে আরও জোর গলায় বিশ্বের দুই নম্বর তারকা বলে উঠেন,‘আমার প্রশ্নের জবাব দাও। একটা গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে এত খারাপ আম্পায়ারিং তুমি কী ভাবে করতে পারো?’ আম্পায়ার তাঁকে শান্ত করার চেষ্টা করলেও সেই চেষ্টা বিফলে যায়। আম্পায়ারকে ‘বিড়াল’ বলে কটুক্তি করতেও ছাড়েননি তিনি।
শেষমেশ দ্বিতীয় সেট ৪-৬ ব্যবধানে হারলেও, ৭-৬(৫), ৪-৬, ৬-৪, ৬-১ স্কোরলাইনে ম্য়াচ জিতে ফাইনালে রাফায়েল নাদালের মুখোমুখি হবেন মেদভেদেভ। মেদভেদেভের অভিযোগ যুক্তিসঙ্গত হলেও, তাঁর এমন ব্যবহারে কিন্তু অনেক নেটনাগরিকই অসন্তুষ্ট। বারবার আম্পায়দের সঙ্গে এমন খারাপ ব্যবহার করায় তাঁকে তুলোধোনাও করেন অনেকে। তবে তাঁর টেনিস দক্ষতা নিয়ে কারুর কোনো প্রশ্ন থাকতে পারে না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।