কোথায় চোট! সোমবার নোভক জোকোভিচ যে ভাবে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি’মিনরকে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন, তা দেখে মনে হল না চোট সমস্যায় ভুগছেন জোকার। চতুর্থ রাউন্ডের ম্যাচে সার্বিয়ার তারকা ৬-২, ৬-১, ৬-২-এ গুড়িয়ে দিলেন অ্যালেক্সকে। পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে। এই নিয়ে ১৩ বার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টারে এই নিয়ে ৫৪ বার।
জোকোভিচের হ্যামস্ট্রিংয়ে চোট গুরুতর হয়ে উঠেছে। এ দিনও তাঁকে বাঁ পায়ে মোটা করে স্ট্র্যাপ বেঁধে নামতে দেখা গিয়েছে। তবে সেই চোট তাঁকে দমাতে পারেনি। আসলে অস্ট্রেলিয়ান ওপেনে গত বছর খেলতে পারেননি জোকার। করোনার টিকা নেননি বলে, তাঁকে ফেরৎ পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেই নিয়ে জল বহু দূর গড়িয়েছিল। শেষ পর্যন্ত খেলাও জোকরের। সেই আক্ষেপটা রয়ে গিয়েছে ষোলো আনা। তাই চোটকে কোর্টের বাইরে পাঠিয়ে চ্যাম্পিয়ন হয়ে সব আক্ষের মেটাতে চান জোকোভিচ।
আরও পড়ুন: কেরিয়ারের শেষ গ্র্যান্ডস্লামে মিক্সড ডাবলসের শেষ আটে সানিয়া, সঙ্গী রোহন
টুর্নামন্টের আগের দু’টি ম্যাচের মাঝে কোর্টে ট্রেনারকে ডেকে শুশ্রূষা করিয়েছিলেন জোকোভিচ। এ দিন অবশ্য কোর্টে চিকিৎসককে ডাকতে হয়নি। কারণ তাঁর বিপক্ষে এমন এক খেলোয়াড় ছিলেন, যিনি খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতেই পারেননি। সহজ জয় ছিনিয়ে নিয়ে সার্বিয়ান তারকা। চোট থাকলেও জোকারের কোর্ট কভারেজ দেখলে অবাক হতে হয়। যে ভাবে সারা কোর্টে দৌড়ে বেড়ালেন, দেখে মনেই হয়নি তাঁর কোনও চোট রয়েছে।
এ দিন একাই শাসন করে গেলেন জোকার। অ্যালেক্সের সার্ভিস ব্রেক করে, তাঁকে রীতিমতো কাঁদিয়ে ম্যাচ পকেটে পুড়ে ফেলে জোকার। অনায়াস দক্ষতায় একের পর এক রিটার্ন করলেন। কোনও রকম প্রতিরোধ গড়ে তোলার সুযোগই দিলেন না অ্যালেক্সকে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেনে বড় অঘটন, ছিটকে গেলেন গতবারের চ্যাম্পিয়ন নাদাল
ম্যাচের পরে জোকোভিচ বলেন, ‘আমি স্ট্রেট সেটেই ম্যাচটা জিততে চেয়েছিলাম। তবে কোর্টে কী হবে সেটা তো আগে থেকে বোঝা যায় না। প্রথম চার-পাঁচটা গেমে ভালো লড়াই হয়েছে। প্রথম সেটে ওর সার্ভ ভাঙার পর থেকেই অনেক খোলা মনে খেলতে শুরু করে। আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠি। দ্বিতীয় সেটের শেষের দিকে এবং তৃতীয় সেটের শুরুর দিকে একটু নার্ভাস হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল, যথেষ্ট পরিমাণে সুযোগ কাজে লাগাতে পারছি না। ভালো লাগছে শেষ পর্যন্ত নিজের ফোকাস ধরে রাখতে পেরে। বছরের সবচেয়ে ভালো ম্যাচটা আজই খেললাম।’
চতুর্থ রাউন্ডে উঠেছেন আন্দ্রে রুবলেভ। পঞ্চম বাছাই রুবলেভ ৬-৩, ৩-৬, ৬-৩, ৪-৬, ৭-৬ হারিয়েছেন নবম বাছাই হোলগার রুনকে। অ্যান্ডি মারেকে হারানো রবার্ত বাউতিস্তা আগুত ২-৬, ৬-৪, ২-৬, ৫-৭ হেরে গিয়েছেন আমেরিকার টমি পলের কাছে। মহিলাদের সিঙ্গলসে বিদায় নিয়েছেন চতুর্থ বাছাই ক্যারোলিন গার্সিয়া। বাছাই না হওয়া মাগডা লিনেটের কাছে ৬-৭, ৪-৬ হেরেছেন। পঞ্চম বাছাই আরিন সাবালেঙ্কা উঠেছেন কোয়ার্টারে। বেলিন্ডা বেনচিচকে হারিয়েছেন ৭-৫, ৬-২ গেমে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।