বাংলা নিউজ > ময়দান > জকোভিচের দীপ্তিতে ম্লান ফেডেরার, মেলবোর্নে অষ্টমে খেতাবেব লক্ষ্যে সার্বিয়ান

জকোভিচের দীপ্তিতে ম্লান ফেডেরার, মেলবোর্নে অষ্টমে খেতাবেব লক্ষ্যে সার্বিয়ান

জয়ের পর উল্লাস জকোভিচের (ছবি সৌজন্য রয়টার্স)

অষ্টমবারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছান জকোভিচ। শুধু তাই নয়, রবিবার ফাইনালে জিতলে এক নম্বরের সিংহাসনও ফিরে পাবেন তিনি।

অপ্রতিরোধ্য নোভাক জকোভিচ। আরও একবার তাঁর দুরন্ত টেনিসের সাক্ষী থাকল রড লেভার এরিনা। আর সেই দুর্দান্ত টেনিসের সামনে দাঁড়াতে পারলেন না খোদ রজার ফেডেরার। স্ট্রেট সেটে হারলেন সুইস তারকা। খেলার ফল ৭-৬ (১), ৬-৪, ৬-৩।

যিনি জিতবেন, তিনি সর্বাধিকবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে পৌঁছানোর রেকর্ড গড়বেন। সেই রেকর্ডের মালিক হওয়ার দৌড়ে অবশ্যই ফেভারিট ছিলন জকোভিচ। চোটের জন্যও খানিকটা পিছিয়ে ছিলেন ফেডেরার। তবে প্রথম সেটের শুরুতেই ফেভারিটের তকমায় ধাক্কা দেন ফেডেরার। দ্বিতীয় গেমেই বিশ্বের দু'নম্বর তারকার সার্ভিস ভাঙেন তিনি। তৃতীয় গেমেই অবশ্য ফেডেরারে সার্ভিস ভাঙেন জকাভিচ। পরের গেমে ফের জকোভিচের সার্ভিস ভাঙেন সুইস তারকা। সেই সময় জকোভিচ ২-৪ গেমে পিছিয়ে ছিলেন সার্বিয়ান। ব্যস, ওইটুকুই। তারপর একেবার অন্য উচ্চতায় নিয়ে যান জকোভিচ। ফেডেরারের সার্ভিস ভেঙে প্রথম সেট টাইব্রেকারে নিয়ে যান। দাপটের সঙ্গে টাইব্রেকে জেতেন তিনি।

শুরুতেই এগিয়ে গিয়েছিলেন ফেডেরার, তবে তার ফায়দা নিতে পারেননি (ছবি সৌজন্য টুইটার @AustralianOpen)
শুরুতেই এগিয়ে গিয়েছিলেন ফেডেরার, তবে তার ফায়দা নিতে পারেননি (ছবি সৌজন্য টুইটার @AustralianOpen)

দ্বিতীয় সেটে দুই তারকাই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে কেউ আর সার্ভিস ব্রেক করতে পারেননি। ৪-৪ অবস্থায় নিজের সার্ভ ধরে রাখেন জকোভিচ। সেট বাঁচানোর জন্য ফেডেরারকে গেম হোল্ড করতে হত। কিন্তু ফের নিজের জাদু দেখান জকোভিচ। মোক্ষম সময় সুইস তারকার সার্ভিস ভেঙে দ্বিতীয় সেটও পকেটে পুরে নেন সার্বিয়ান তারকা।

দু'সেট পিছিয়ে পড়ে ফেডেরার ম্যাচে ফিরে আসতে পারেন কিনা সেদিকেই নজর ছিল সবার। কিন্তু তাঁকে কোনও সুযোগই দেননি জকোভিচ। বরং ষষ্ঠ গেমে ফেডেরারের সার্ভিস ভেঙে ফাইনালের দিকে এক পা এগিয়ে যান তিনি। শেষপর্যন্ত ৬-৩ গেমে তৃতীয় সেট জিতে অষ্টমবারের জন্য অস্ট্রেলিয়ান ওপেন ফাইনালে পৌঁছান তিনি। শুধু তাই নয়, রবিবার ফাইনালে জিতলে এক নম্বরের সিংহাসনও ফিরে পাবেন জকোভিচ।

ম্যাচের পর ফেডেরারের প্রশংসায় পঞ্চমুখ হন জকোভিচ। তিনি বলেন, 'আজ খেলার জন্য রজারকে শ্রদ্ধা (জানাচ্ছি)। ও অবশ্যই আহত ছিল। নড়াচড়ার ক্ষেত্রে রজার নিজের সেরার ধারেকাছেও ছিলেন না। তাও খেলার জন্য ও সবসময় নিজের সেরা দেওয়ার চেষ্টা করার জন্য ওকে শ্রদ্ধা (জানাচ্ছি)।'

ম্যাচ শেষে জকোভিচ-ফেডেরার (ছবি সৌজন্য টুইটার @AustralianOpen)
ম্যাচ শেষে জকোভিচ-ফেডেরার (ছবি সৌজন্য টুইটার @AustralianOpen)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.