বাংলা নিউজ > ময়দান > Australian Open: আম্পায়রের বিরুদ্ধে দুর্নীতির অপবাদ, নাদালের বিরুদ্ধে কোয়ার্টারে মেজাজ ও ম্যাচ, দুইই হারলেন শাপোভালভ

Australian Open: আম্পায়রের বিরুদ্ধে দুর্নীতির অপবাদ, নাদালের বিরুদ্ধে কোয়ার্টারে মেজাজ ও ম্যাচ, দুইই হারলেন শাপোভালভ

মেলবোর্ন পার্কে শাপোভালভকে হারিয়ে আবেগঘন নাদাল। ছবি- রয়টার্স। (REUTERS)

পাঁচ সেটের নাটকীয় লড়াইয়ে জিতে সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন সেমিফাইনালে জায়গা পাকা করেন নাদাল।

অস্ট্রেলিয়ান ওপেনে মঙ্গলবার (২৫ জানুয়ারি) কোয়ার্টার ফাইনালে তারুণ্যের উচ্ছ্বাসের বিরুদ্ধে লড়াইটা ছিল সর্বকালের অন্যতম সেরার। কানাডার ডেনিস শাপোভালভকে পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে নিজের ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন রাফায়েল নাদাল।

বিশ্বের ১৪ নম্বর শাপোভালভের ৬-৩ এবং ৬-৪ ব্যবধানে পরপর দুই সেট জিতে সেমিফাইনালের দিকে তড়তড়িয়ে এগোচ্ছিলেন নাদাল। তবে দুর্ধর্ষ এক কামব্যাক ঘটিয়ে ৬-৪, ৬-৩ স্কোরে পরের দুই সেট জিতে ম্যাচে দুরন্ত কামব্যাক করেন ২২ বছরের তরুণ শাপোভালভ। বহুদিন পরে গ্র্যান্ডস্ল্যামে কামব্যাক করা নাদালের পক্ষে মেলবোর্নের তপ্ত রোদে ফিটনেস বরাবরই এক বড় চ্যালেঞ্জ ছিল। চতুর্থ সেট চলাকালীন তলপেটের সমস্যার জেরে তিনি নিজের ট্রেনারকেও কোর্টে ডাকতে বাধ্য হন। তবে সেই সমস্যা সারিয়ে শেষ হাসিটা হাসেন স্প্যানিশ তারকাই।

শেষ সেটে ৬-৩ ব্যবধানে জিতে সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নিজের জায়গা পাকা করেন নাদাল। ম্যাচে দুর্ধর্ষ টেনিস তো ছিলই, পাশপাশি দুই খেলোয়াড়ের মধ্যেকার গরমাগরমিতে উষ্ণতার পারদ আরও চড়ে যায়। দ্বিতীয় সেটের শুরুতেই শাপোভালভ নাদাল পয়েন্টের মাঝে অতিরিক্ত সময় নিচ্ছেন বলে অভিযোগ জানান। চেয়া আম্পায়ার নাদালকে শাস্তি না দেওয়ায় তাঁকে দুর্নীতিগ্রস্ত বলতেও পিছপা হননি কানাডিয়ান তারকা। এমনকী নাদালের সঙ্গেও তকাতর্কিতে জড়ান তিনি। তবে নাদালই শেষ হাসি হাসলেন।

বন্ধ করুন