বাংলা নিউজ > ময়দান > Australian Open: চার বছরে তৃতীয়বার সেমিতে পৌঁছলেন সিসিপাস, শেষ কর্নেটের স্বপ্নের দৌড়

Australian Open: চার বছরে তৃতীয়বার সেমিতে পৌঁছলেন সিসিপাস, শেষ কর্নেটের স্বপ্নের দৌড়

সিনারের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে সিসিপাস। ছবি- রয়টার্স। (REUTERS)

স্ট্রেট সেটে সিসিপাস নিজের ম্যাচ জেতেন এবং স্ট্রেট সেটেই পরাজিত হন কর্নেট।

২০১৯ এবং ২০২১ সালে পারেননি, ২০২২ সালে নিজের তৃতীয় সেমিফাইনালে পৌঁছে অস্ট্রেলিয়ান ওপেন নিজের নামে করার হাতছানি স্টেফানোস সিসিপাসের সামনে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে জানিক সিনারকে হারিয়ে শেষ চারে নিজের জায়গা পাকা করলেন সিসিপাস।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে প্রচুর গ্রিক বসবাস করায় কোনোদিনই সমর্থনের অভাব ঘটেনি সিসিপাসের। এদিনই দর্শকদের সমর্থনে ভর করে ৬-৩, ৬-৪, ৬-২ ব্যবধানে এক দাপুটে পারফরম্যান্সে সিনারকে হারিয়ে দেন চতুর্থ বাছাই সিসিপাস। রড লেভার এরিনায় কাটফাটা রোদে ম্যাচ শুরু হলেও, ম্যাচ চলকালীন ঝড়ের জেরে সিসিপাস-সিনারের ম্যাচ শেষ হয় বন্ধ ছাদের তলায়। 

গত ম্যাচে পাঁচ সেটের লড়াইয়ে টেলর ফ্রিট্সকে হারলেও এদিন ম্যাচে তাঁর লেশমাত্র দেখা যায়নি সিসিপাসের খেলায়। সেমিফাইনালে তিনি ফিলিক্স অজার-অ্যালিয়াসিম ও দানিল মেদভেদেভের মধ্যেকার ম্যাচে বিজয়ীর মুখোমুখি হবেন। তবে সিসিপাস সেমিতে পৌঁছলেও, নিজের ৬৩তম গ্র্যান্ড স্ল্যামে প্রথম কোয়ার্টার ফাইনালে পৌঁছনো আলিজা কর্নেটের স্বপ্নের দৌড় শেষ হয়ে গেল। 

মেলবোর্ন পার্কে ড্যানিয়েল কলিন্সের বিরুদ্ধে, ৭-৫, ৬-১ ব্যবধানে স্ট্রেট সেটে পরাজিত হন কর্নেট। প্রথমবার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছনের লক্ষ্যে তাঁর পরবর্তী প্রতিযোগী ২০২০ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন ইগা সুয়াটেক। সুয়াটেক তিন সেটের লড়াইয়ে পিছিয়ে পড়েও ৪-৬, ৭-৬ (২), ৬-৩ ব্যবধানে কায়া কানেপিকে হারান। মহিলাদের সিঙ্গেলসের অপর সেমিতে বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টি মুখোমুখি হবেন ম্যাডিসন কিজের।

বন্ধ করুন