ইন্দ্রপতন মেলবোর্নে। এবার পুরুষ সিঙ্গলসে। ছিটকে গেলেন এক নম্বর সিড রাফায়েল নাদাল। তাঁকে চার সেটে হারালেন পঞ্চন সিড ডমিনিক থিয়েম। সেমিফাইনালে থিয়েম খেলবেন আলেক্সান্ডার জেভারেভের সঙ্গে।
এদিন ৭-৬,৭-৬,৪-৬,৭-৬ স্কোরলাইনে জিতলেন থিয়েম। এর ফলে ফেডেরারের কুড়ি গ্র্যান্ডস্ল্যাম জেতার রেকর্ড আপাতত অক্ষত থাকল। অন্য ম্যাচে সপ্তম সিড জেভারেভ ওয়ারিঙ্কাকে হারান ১-৬, ৬-৩, ৬-৪, ৬-২ সেটে।
অন্য সেমিফাইনালে খেলবেন দুই লেজেন্ড- রজার ফেডেরার ও নোভাক জকোভিচ। এদিন তাঁর জয়ের ভাগ্যের সাহায্য ছিল বলে মনে করেন থিয়েম। অস্ট্রিয়ান বলেন অনেক ক্ষেত্রে ঠিক সময় ভাগ্য তার সহায় হয়েছিল। নাদালের বিরুদ্ধে জিততে হলে কিছুটা ভাগ্য লাগেই বলে মনে করেন থিয়েম। এর আগে গ্র্যান্ডস্ল্যামে পাঁচ বার দেখা হয়েছে এই দুই খেলোয়াড়ের। একবারও জেতেননি থিয়েম। এদিন সেই রেকর্ড ভাঙলেন তিনি।
নবীন প্রজন্মের টেনিস প্লেয়ারদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান বলে মনা করা হয় জেভারেভ ও থিয়েমকে। তাদের মধ্যে কেউ নোল বা রজারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেন কিনা, সেটাই দেখার।