বাংলা নিউজ > ময়দান > লো-স্কোরিং ম্যাচে চরম উত্তেজনা, টাইগারদের বিরুদ্ধে T20 সিরিজে প্রথম জয় অজিদের

লো-স্কোরিং ম্যাচে চরম উত্তেজনা, টাইগারদের বিরুদ্ধে T20 সিরিজে প্রথম জয় অজিদের

শেষ টি-টোয়েন্টিতে জিতল অস্ট্রেলিয়া। ছবি: রয়টার্স

বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ আগেই হেরে বসে রয়েছে অস্ট্রেলিয়া। এ দিন হারলে হোয়াইটওয়াশ হয়ে যেত। সেই ম্যাচ জিতে কোনও রকমে মুখ রক্ষা করল অস্ট্রেলিয়া।

শুভব্রত মুখার্জি

অজি জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশ আগেই নিশ্চিত করেছিল। সেই আবহে দাঁড়িয়ে আজ চতুর্থ টি-২০ ম্যাচ ও যথেষ্ট টানটান উত্তেজনার হল। আর সেই ম্যাচে চলতি সিরিজের প্রথম পরাজয়ের স্বাদ পেল টাইগার বাহিনী। বোর্ডে অল্প রান থাকা অবস্থায় বোলিংয়ে নেমে এক ওভারে পাঁচটি ছয় হজম করলেন শাকিব। আর সেই জায়গা থেকেই কার্যত ম্যাচটা ঘুরিয়ে দিল অজিরা। একটা সময় রান তাড়া করতে গিয়ে ৬৫ রানে অজিদের ৬ উইকেট পড়ে যায়। কিন্তু শেষে অ্যাস্টন আগার এবং অ্যাস্টন টার্নারের দারুণ ব্যাটিংয়ে সিরিজে প্রথম জয়ের স্বাদ পেল অস্ট্রেলিয়া। শনিবার চতুর্থ ম্যাচে তারা জয় পেল ৩ উইকেটে। ফলে সিরিজের ফল আপাতত ৩-১।

এ দিন জয়ের জন্য রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারের চতুর্থ বলে অজি অধিনায়ক ম্যাথু ওয়েডকে (২) এলবিডব্লিউ আউট করেন মেহেদি হাসান। চতুর্থ ওভারেই ড্যান ক্রিশ্চিয়ান, শাকিবের এক ওভারে পাঁচটি ছয় মারেন। প্রথম তিন বলে টানা তিন ছয়ের পর চতুর্থ বল ডট, পঞ্চম ও ৬ষ্ট বলে আরও দুটি ছয় মারেন ড্যান। উল্লেখ্য এর আগে মিরপুরেই ২০১৯ সালে জিম্বাবোয়ের রায়ান বার্ল শাকিবের এক ওভারে ৩০ রান নিয়েছিলেন। পরের ওভারেই অপর ওপেনার বেন ম্যাকডারমটকে এলবিডব্লিউ করেন নাসুম আহমেদ। ৬ষ্ঠ ওভারে ক্রিশ্চিয়ানকে ফেরান মুস্তাফিজ। তিনি ১৫ বলে ৩৯ রান করেন।

৮ম ওভারে শাকিব ,মোজেস হেনরিক্সকে (৪) রান-আউট করেন। দশম ওভারে ৬ বলে ১ রান করা অ্যালেক্স ক্যারিকে ফেরাধ মুস্তাফিজুর। ৬৩ রানে অজিদের ইনিংস অর্ধেক শেষ হয়। এরপর মিচেল মার্শকে (১১) মেহেদী বোল্ড করে দেন। ৬৫ রানে অজিদের ৬ উইকেট পড়ে যায়। শেষ ৭ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল ২৪ রানের। এরপর ২৭ বলে ২৭ রান করা আগার ফেরেন প্যাভিলিয়নে। মুস্তাফিজের করা ১৯তম ওভারের শেষ বলে ৩ উইকেটে হাতে নিয়ে জয় পায় অস্ট্রেলিয়া।

এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৯ উইকেটে ১০৪ রান করে। দলীয় ২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৪৮ রানে আউট হন শাকিব। ২৬ বলে ১৫ রান করে আউট হন শাকিব। মাহমুদউল্লাহ আজকে শূন্য করেন। ১ উইকেটে ৪৮ থেকে ৭ বলের ব্যবধানে ৪ উইকেটে ৫১ হয়ে যায় বাংলাদেশের স্কোর। ওপেনার নাঈমের সঙ্গে জুটি বাঁধেন আফিফ।৩৬ বলে ২৮ রান করে নাঈম আউট হন। ৬৮ রানে বাংলাদেশের ইনিংসের অর্ধেক শেষ হয়।১৭ বলে ২০ রান করে আউট হন আফিফ। শামীম ৬ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। ৮৩ রানে ৭ম উইকেটের পতন ঘটে।শেষ ওভারে মাহেদি হাসানের একটি চারে ও এক ছয়ে দলের স্কোর একশ পেরোয় । ১৬ বলে ২৩ রানের ইনিংস খেলে আউট হন মাহেদি। ফলে নির্ধারিত ২০ ওভারে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১০৪ রান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মস্কোয় সন্ত্রাসী হামলার পর এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে 'ওর মতে আমি…', নির্বাচনের আগেই আত্মবিশ্বাসী সায়নী! কী বললেন বন্ধু রাজ? হবে ঝড়বৃষ্টি, জারি সতর্কতা, এরই মধ্যে দক্ষিণবঙ্গে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.