শুভব্রত মুখার্জি: ফেব্রুয়ারিতেই ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া দল। ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত টানা চারটি টেস্ট খেলবে দুই দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোন দল খেলবে তা নির্ধারণ করতে গুরুত্বপূর্ণ এই সিরিজের ফলাফল। আর গুরুত্বপূর্ণ সিরিজের প্রথম টেস্টেই যে অস্ট্রেলিয়ার হয়ে খেলা হবে না সে কথা কার্যত নিশ্চিত করে দিয়েছেন অজি স্পিডস্টার মিচেল স্টার্ক। কারণ স্টার্কের চোট রয়েছে। যেই চোট সারতে বেশ কিছুটা সময় লাগবে। ফলে প্রথম টেস্টে সম্ভবত তাঁকে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
আরও পড়ুন… উমরান কি আখতারের গতিকে ছুঁতে পারবেন? সচিনের উদাহরণ টেনে পাক প্রাক্তনীর উত্তর
৯ ফেব্রুয়ারি ভারত বনাম অস্ট্রেলিয়া তাঁদের প্রথম টেস্টে মুখোমুখি হবে। নাগপুরে খেলা হবে প্রথম টেস্ট ম্যাচ। চোটের কারণে সম্ভবত সেই টেস্টে মিচেল স্টার্ককে ছাড়াই নামতে হবে অজিদের। তবে অজিদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন বলেই আশা প্রকাশ করেছেন মিচেল স্টার্ক। উল্লেখ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে এই চোট পান মিচেল স্টার্ক। বক্সিং ডে টেস্টে তিনি এই চোটটি পান। একটি ক্যাচ ধরতে গিয়ে তাঁর বোলিং হাতের আঙুলে চোট পান তিনি।
আরও পড়ুন… শিক্ষকতা পেশা নয় বরং শিল্প- হঠাৎ কেন এমন বললেন ধোনি? তাহলে কি মাহির কোচিং-এর পরিকল্পনা!
তাঁর মধ্যমার স্ক্যান করা হয়। রিপোর্টে ধরা পড়ে তাঁর মধ্যমার টেন্ডন ছিঁড়ে গিয়েছে। সেই কারণে সিডনিতে তৃতীয় এবং শেষ টেস্টেও খেলা হয়নি তাঁর। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘সম্ভবত এটাই হতে চলেছে (ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে না খেলা)। এই মাসের শেষে আমি বুঝতে পারব কতটা উন্নতি হয়েছে বা আদৌও হয়েছে কিনা। আশা করব দ্বিতীয় টেস্টে আমি খেলতে পারব। যদি টিম ম্যানেজমেন্ট আমাকে খেলাবে মনে করে তাহলে নিশ্চয় খেলাবে ওঁরা। দেখতে হবে তখন আমার আঙুলের চোটটা কেমন আছে।’ উল্লেখ্য স্টার্ক একা নন, এই চোটের তালিকায় রয়েছেন অজিদের তারকা অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনও। টেস্ট সিরিজে তাঁর খেলা নিয়ে ও সংশয় রয়েছে।