বাংলা নিউজ > ময়দান > AUSvsIND-রাহুলের কাছে কেন ক্ষমা চাইলেন গ্লেন ম্যাক্সওয়েল?

আইপিএলের পর্ব মিটেছে। এবার জাতীয় দলের হয়ে খেলছেন আন্তর্জাতিক তারকারা। অনেকে যারা আইপিএলে সুপার ফ্লপ হয়েছিলেন তারা এখন জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলছেন। এই নিয়ে শুরু হয়েছে ভক্তদের মধ্যে হা-হুতাশ। হাল্কা ছলে তাতে যোগ দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজগুলিও। এই আলোচনাগুলি যে উপভোগ করছেন ক্রিকেটাররা, সেটা তাদের পোস্ট থেকেও সাফ।

অফ ফর্মে থাকা ম্যাক্সওয়েল লাগাতার দুটি ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। মূলত শেষের দিকে তার ঝোড়ো ইনিংসের দৌলতে পাহাড়প্রমাণ রান করছে অজিরা। যে ম্যাক্সওয়েল পুরো আইপিএল একটা ছক্কা মারতে পারেননি, মনে হচ্ছিল ব্যাট ধরতেই ভুলে গিয়েছেন, তিনি হেলায় ছয় মারছেন এখন। অন্যদিকে একই ভাবে জিমি নিশাম নিউ জিল্যান্ডের হয়ে ভালো খেলছেন, যদিও আইপিএলে সীমিত সুযোগে তেমন দাগ কাটতে পারেননি। 

এই দুই প্লেয়ারই কিংস ইলেভেন দলে খেলতেন। টুইটারে এই ফর্মের পরিবর্তন নিয়ে রঙ্গ রসিকতায় মজলেন এই দুই ক্রিকেটার। 

 এক ফ্যান কেএল রাহুলের একটি মর্ফড ছবি পোষ্ট করে লেখেন যে ম্যাক্সওয়েল বা নিশাম তাদের জাতীয় দলের হয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স করছেন তারা সেই পারফরম্যান্স আইপিএলের ফ্র্যান্ঞ্চাইজি দল কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে করতে না পারায় প্লে অফে যেতে পারেনি রাহুলরা। মজার ছলে ভক্তের করা সেই টুইট শেয়ার করেন জিমি নিশাম। ম্যাক্সওয়েলকে ট্যাগ করে নিশাম লেখেন এটা দারুন। তখন ম্যাক্সওয়েল বলেন যে ইতিমধ্যেই তিনি কেএল রাহুলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ব্যাটিং করতে করতেই। 

বন্ধ করুন