ডারহ্যামে দুই ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর ও আবেশ খান প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। যদিও চোটের জন্য বিশেষ কিছু করে দেখানো সম্ভব হল না তরুণ পেসার আবেশের পক্ষে।
ইসিবির অনুরোধেই তিন দিনের প্রস্তুতি ম্যাচে কাউন্টি একাদশের হয়ে মাঠে নামেন ওয়াশিংটন ও আবেশ। তবে প্রথম দিনেই আঙুলে চোট পেয়ে বসেন আবেশ। বিসিসিআইয়ের তরফে প্রথম দিনেই বিজ্ঞপ্তি জারি করে তরুণ পেসারের চোটের কথা জানানো হয়। সেই সঙ্গে এও জানিয়ে দেওয়া হয় যে, চোটের জায়গায় স্ক্যান করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে আবেশকে।
দ্বিতীয় দিনের খেলার শুরুর আগে আবেশের চোট নিয়ে আপডেট দেয় বিসিসিআই। স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, তরুণ পেসার মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন। তাই তিনি ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিনে আর মাঠে নামবেন না। সুতরাং, চলতি প্রস্তুতি ম্যাচ থেকে ছিটকে গেলেন ২৪ বছর বয়সী ফাস্ট বোলার।
আবেশ ম্যচের প্রথম দিনে ৯.৫ ওভার বলে ২টি মেডেন-সহ ৪১ রান খরচ করেও কোনও উইকেট তুলতে পারেননি। উল্লেখ্য আবেশ খান ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ড সফরে উড়ে গিয়েছেন রিজার্ভ পেসার হিসেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।