বাংলা নিউজ > ময়দান > IPL-এ ব্রাত্য, প্রদর্শনী টুর্নামেন্ট খেলেই সময় কাটাতে হবে বাবরদের

IPL-এ ব্রাত্য, প্রদর্শনী টুর্নামেন্ট খেলেই সময় কাটাতে হবে বাবরদের

বাবর আজম। ছবি- এএফপি 

সবে শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগ। এবার লাহোরের বেসরকারি ক্রিকেট ইনস্টিটিউশন দ্বারা আয়োজিত একটি টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে পাক অধিনায়ক বাবর আজমকে। এমনটাই জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সালাম বাট।

সদ্য শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগ। এবার বারব আজমদের দেখা যাবে লাহোরের বেসরকারি ক্রিকেট ইনস্টিটিউশন দ্বারা আয়োজিত একটি টুর্নামেন্ট। যার নাম দেওয়া হয়েছে রমজান টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে পাক অধিনায়ক বাবর আজাম সহ পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটারকে। এই টুর্নামেন্টে যোগ দেবে আটটি দল। এই রমজান টুর্নামেন্টের প্রধান সংগঠক পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট। যিনি ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে জেলে কাটিয়েছেন একটা সময়।

সুত্র মারফত জানা গিয়েছে, টুর্নামেন্টে খেলার জন্য সম্মতি দিয়েছেন বাবর আজম। এছাড়াও আজম খান, উসমান কাদির, সাদাব খান, ইহসানউল্লাহ, উসামা মীর, উমর আকমল, আহসান আলী এবং আদিব আলীকে খেলতে দেখা যেতে পারে এই টুর্নামেন্টে।

সলমন বাট শুক্রবার লাহোরে এক সাংবাদিক সম্মেলনে বলেন, 'লাহোরে রমজান টুর্নামেন্টের মতো খেলা প্রথমবার হচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন প্রতিভা উঠে আসবে বলে আমি মনে করি।'

এই টুর্নামেন্টে আটটি দল অংশ নেবে। তবে কবে থেকে খেলা শুরু হবে তা এখনও প্রকাশ করা হয়নি। এই টুর্নামেন্টে প্রতি দলে দুজন করে পাকিস্তানের জাতীয় ক্রিকেটার থাকবেন। ম্যাচে যারা ভালো খেলবে তাদেরকে পাকিস্তানি টাকায় ৩০০০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এই পুরস্কার ভারতীয় মুদ্রায় বিচার করলে তা দাঁড়াবে ৯০০০ টাকারও কম।

অন্যদিকে শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিরুদ্ধে হতাশজনক পরাজয় হয় পাকদের। এটি আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম হার। পাকিস্তানের শীর্ষস্থানীয় কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ায় এই দলের নেতৃত্ব দিয়েছেন সাদাব খান। তবে সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি।

অধিনায়কের মত পাকিস্তান দলও ম্যাচের শুরুটা তারা ভালো করতে পারেনি। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ৯২ রান করে। আফগানিস্তানের বোলাররা দাঁড়াতেই দেয়নি পাক ব্যাটারদের। স্পিনাররা মোট ১১ ওভার বল করে ৫ উইকেট তুলে নেয়। আর রান দেয় মাত্র ৩৬। ২৬ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে দুই দল।

বন্ধ করুন