বাংলা নিউজ > ময়দান > প্রথম প্লেয়ার হিসেবে WC Super League-এ হাজার রান পার বাবরের, ধারেকাছে নেই কোহলি

প্রথম প্লেয়ার হিসেবে WC Super League-এ হাজার রান পার বাবরের, ধারেকাছে নেই কোহলি

বাবর আজম।

বিরাট কোহলি যখন সেঞ্চুরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ২০১৯-এর নভেম্বর থেকে কোহলির ব্যাটে শতরানের দেখা নেই। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়ে চলেছেন। এই নিয়ে টানা তিনটি ওয়ান ডে ম্যাচে শতরান করলেন বাবর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই একেবারে চেনা ছন্দে বাবর আজম। নিজের মেজাজেই দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। সেই সঙ্গে করে ফেললেন দুরন্ত এক নজির। প্রথম প্লেয়ার হিসেবে বিশ্বকাপ সুপার লিগে হাজার রান পার করে ফেললেন পাকিস্তানের অধিনায়ক। তাঁর সংগ্রহ এখন মোট ১,০০৫ রান।

বাবরের ধারেকাছে আপাতত কেউ নেই। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। তাঁর সংগ্রহ ৭৯১ রান। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের সংগ্রহ আবার ৭৩৭ রান। তিনি রয়েছেন তিনে। বিরাট কোহলি এই তালিকায় বহু পিছনে রয়েছেন। তাঁর সংগ্রহ মাত্র ৩২৮ রান।

প্রসঙ্গত, বাবর বিশ্বকাপ সুপার লিগে ১৩টি ম্যাচ খেলে ফেলেছেন। আর বিরাট খেলেছেন ৯টি। তাও রানের অনুপাতে পিছিয়েই বিরাট।

আরও পড়ুন: বাবর সেঞ্চুরি হাঁকালেও মাত্র ৪১ রান করেই পাকিস্তানের জয়ের নায়ক খুশদিল

বিরাট কোহলি এখনও সেঞ্চুরির খোঁজে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। ২০১৯-এর নভেম্বর থেকে কোহলির ব্যাটে শতরানের দেখা নেই। অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড গড়ে চলেছেন।

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে অধিনায়কোচিত শতরান করেন বাবর আজম। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ১০৩ রান করে আউট হন। এই নিয়ে টানা তিনটি ওয়ান ডে ম্যাচে শতরান করলেন বাবর। এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ২টি ওয়ান ডে ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন পাক অধিনায়ক।

বুধবার টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্য়াট করে ৮ উইকেটে ৩০৫ রান করে। শাই হোপ ১৩৪ বলে ১২৭ রান করে। শামারাহ ব্রুক ৭০ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে বাবরের সেঞ্চুরি, ইমাম উল হকের ৬৫, মহম্মদ রিজওয়ানের ৫৯ এবং খুশদিল শাহের ঝড়ো ২৩ বলে ৪১ রানের হাত ধরে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। তারা ৫ উইকেটে ৩০৬ রান করে। ৪ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচটি তারা জিতে যায়।

বন্ধ করুন