একে জিম্বাবোয়ে তাও, আবার আধাশক্তির। এমন সুযোগ কি কেউ নষ্ট করে? সুযোগ নষ্ট করলও না বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচও ইনিংস-সমেত জিতে চুনকাম সম্পূর্ণ করল পাকিস্তান।
প্রথম ইনিংসে আবিদ আলির দ্বিশতরানের ওপর ভর করে টেলরদের ওপর রানের বোঝা চাপাতে সক্ষম হয় পাকিস্তান। তাঁর পাশাপাশি আজহার আলি শতরান করলেও জীবনের প্রথম একশো হাতছাড়া করেন নউমান আলি। ৫১০ রানের বিপক্ষে কাজটা বরাবারই কঠিন ছিল ব্রেন্ডন টেলরের জিম্বাবোয়ে দলের।
হলও তাই। আবারও হাসান আলি বল হাতে জ্বলে উঠে মাত্র ১৩২ রানে ৬১ ওভারেই গুটিয়ে দেন জিম্বাবোয়ের প্রথম ইনিংস। ৩৭৮ রানের লিড থাকায় জিম্বাবোয়ে ফলো অনের আহ্বান জানান বাবর। তবে দ্বিতীয় ইনিংসে ভাগ্যের কোন বদল ঘটল না। রেজিস চাকাবভা (৮০) ও টেলরের (৪৯) খানিক প্রতিরোধ গড়ে তুললেও নউমান আলি ও শাহিন আফ্রিদির সুবাদে ২৩১ রানেই গুটিয়ে গেল জিম্বাবোয়ে ইনিংস। ফলে ১৪৭ রানে ম্যাচ ও সিরিজ উভয়ই জিতে নেন বাবর আজমরা। ম্যাচে ব্যাটসম্যান বাবর সফল না হলেও অধিনায়ক হিসাবে নতুন নজির গড়লেন বাবর।
প্রথম পাকিস্তানি অধিনায়ক হিসাবে জিতে নিলেন প্রথম চারটি টেস্ট ম্যাচই। দ্বিশতরানের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন আবিদ আলি। দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না পেলেও সিরিজে মোট ১৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্য সিরিজ পুরস্কার জিতে নেন হাসান আলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।