বাংলা নিউজ > ময়দান > ICC Ranking: শীর্ষস্থান খোয়ালেন বাবর, সিংহাসনে ব্রিটিশ তারকা, কত নম্বরে রয়েছেন কোহলি?

ICC Ranking: শীর্ষস্থান খোয়ালেন বাবর, সিংহাসনে ব্রিটিশ তারকা, কত নম্বরে রয়েছেন কোহলি?

বিরাট কোহলি ও বাবর আজম (ছবি:গেটি ইমেজ)

T20 ব্যাটসম্যানদের প্রথম দশে রয়েছেন একজনমাত্র ভারতীয় ক্রিকেটার।

টি-২০ বিশ্বকাপের পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু'টি দ্বি-পাক্ষিক সিরিজের পাঁচটি টি-২০ ম্যাচে ব্যাটে রান নেই বাবর আজমের। যার প্রভাব পড়ল তাঁর টি-২০ ব়্যাঙ্কিংয়ে। টানা ব্যর্থতার মাশুল দিয়ে টি-২০ ব্যাটসম্যানদের তালিকার শীর্ষস্থান খোয়াতে হল পাক দলনায়ককে।

আইসিসির সদ্য প্রকাশিত টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় এক থেকে পিছলে গিয়ে তিন নম্বরে নেমে গিয়েছেন বাবর আজম। শীর্ষস্থান ফিরে পেয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। বাবরকে টপকে দ্বিতীয় স্থান উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম।

পাকিস্তানের তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান রয়েছেন আগের মতোই চার নম্বরে। লোকেশ রাহুল পাঁচ নম্বর স্থান ধরে রেখেছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন অজি দলনায়ক অ্যারন ফিঞ্চ। সাত নম্বরে আছেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে। আট, নয় ও দশ নম্বরে রয়েছেন যথাক্রমে জোস বাটলার, রাসি ভ্যান ডার দাসেন ও মার্টিন গাপ্তিল।

বিরাট কোহলি আগেই টি-২০ ব়্যাঙ্কিংয়ের প্রথম দশ থেকে ছিটকে গিয়েছিলেন। তিনি আপাতত রয়েছেন ১১ নম্বরে। ভারতের নতুন টি-২০ ক্যাপ্টেন রোহিত শর্মা রয়েছেন ১২ নম্বরে।

টি-২০ বোলারদের প্রথম দশে ভারতের কোনও ক্রিকেটার নেই। অল-রাউন্ডারদের প্রথম দশেও কোনও ভারতীয় তারকা জায়গা করে নিতে পারেননি। বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অল-রাউন্ডারদের তালিকার এক নম্বরে রয়েছেন মহম্মদ নবি। শাকিব আল হাসান অল-রাউন্ডারদের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।

বন্ধ করুন