বাংলা নিউজ > ময়দান > করাচি কিংস অতীত, ২০২৩ পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন বাবর আজম

করাচি কিংস অতীত, ২০২৩ পিএসএলে পেশাওয়ার জালমির হয়ে খেলবেন বাবর আজম

 বাবর আজম (ছবি-এএফপি)

আসন্ন মরশুমে তিনি খেলবেন পিএসএল ফ্রাঞ্চাইজি পেশাওয়ার জালমির হয়ে। ছয় বছর করাচির হয়ে খেলার পরে পিএস এলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক বাবর পেশাওয়ারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

শুভব্রত মুখার্জি: পাকিস্তান সুপার লিগের অষ্টম আসরে আর করাচি কিংসের হয়ে খেলতে দেখা যাবে না পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। দীর্ঘ ৬ মরশুম করাচি কিংসে কাটিয়েছেন বাবর। আসন্ন মরশুমে তিনি খেলবেন পিএসএল ফ্রাঞ্চাইজি পেশাওয়ার জালমির হয়ে। ছয় বছর করাচির হয়ে খেলার পরে পিএস এলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক বাবর পেশাওয়ারে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

প্রসঙ্গত পিএসএলে বাবর একটিমাত্র মরশুম ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলেছিলেন। তারপর ২০১৭ সালে তিনি করাচি কিংসে যোগ দেন। ২০২২ পর্যন্ত টানা ছয় মরশুম খেলেছেন করাচির হয়ে। ২০২১ সালে করাচি কিংসের অধিনায়কত্বও তুলে দেওয়া হয়েছিল তাঁকে। ইমাদ ওয়াসিমের পরিবর্তে এই অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি। তবে অধিনায়ক হওয়ার পরে পরপর দুই বছর ব্যর্থ হন তিনি। ব্যাটার বাবরের পাশাপাশি ব্যর্থ হয় তাঁর দল করাচিও। প্লে অফে যেতে পারেনি তারা।

এই মুহূর্তে পিএসএলে ৬৮ টা ম্যাচ খেলে বাবরের ঝুলিতে রয়েছে ২৪১৩ রান। গড় ৪২.৩৩। পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ২৩ টি অর্ধশতরানও। পেশাওয়ার ফ্রাঞ্চাইজির মালিক জাভেদ আফ্রিদি তাঁদের ফ্রাঞ্চাইজিতে বাবরের যোগদানের খবরটি নিশ্চিত করেছেন। এক সূত্রের খবর অনুযায়ী শোয়েব মালিকের পরিবর্তে করাচি বাবরকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। করাচির মালিক অবশ্য বাবরকে ধন্যবাদ জানাতে ভোলেননি। উল্লেখ্য বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল ইতিমধ্যেই চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। ১৩ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে তাঁরা মুখোমুখি হবে ইংল্যান্ডের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন