শুভব্রত মুখার্জি: দেশের মাটিতে বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে পাকিস্তান দলকে। ঘরের মাটিতে এই ফলাফলের পরে সমালোচিত হয়েছেন পাক অধিনায়ক বাবর আজম। তবে প্রবল সমালোচনার মুখে তিনি একটি বিষয়ে স্থির রয়েছেন। আর তা হল জাতীয় দলের টেস্ট ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়তে তিনি যে নারাজ তা বুঝিয়ে দিয়েছেন। বাবরের মতে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়াটা সম্মানের।
আরও পড়ুন… ভাইরাল ডিমকে পিছনে ফেললেন লিও, মেসির বিশ্বকাপ জয়ের ইনস্টা পোস্ট গড়ল নতুন নজির
মঙ্গলবার করাচিতে তৃতীয় টেস্টেও হেরে গিয়েছে পাকিস্তান দল। তাঁদেরকে আট উইকেটে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। উল্লেখ্য রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তান হেরেছিল ৭৪ রানে। মুলতানে দ্বিতীয় টেস্টে ২৬ রানে জিতে সিরিজ জয় নিশ্চিত করেছিল বেন স্টোকস বাহিনী। উল্লেখ্য পাকিস্তানের টেস্ট ইতিহাসে এই প্রথমবার তাঁরা পরপর চার টেস্টে হারল ঘরের মাঠে। উল্লেখ্য গত মার্চে তাঁরা লাহোর টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল।
আরও পড়ুন… ভালো খেলার পুরস্কার, টি-২০ র্যাঙ্কিং-এ এগোলেন রিচা
করাচি টেস্ট হারের পর বাবর আজমকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি অধিনায়কত্ব ছেড়ে নিজের ব্যাটিংয়ের উপর মনোনিবেশ করবেন? উত্তরে বাবর জানান, ‘আমার কাছে অধিনায়কত্ব গর্বের বিষয়। আমার দেশের জন্য যেটা ভালো হবে আমি সেটাই করব। আমার নিজের জন্যেও সেটা করব। আমি যখন চাপের মধ্যে থাকি তখন বিষয়টা আমি উপভোগ করি। চাপ আমার ব্যাটিংয়ের উপর প্রভাব ফেলতে পারে না। এই সিরিজে আমরা মানিয়ে নিতে পারিনি। আমার কাছে পাকিস্তান প্রথমে তারপর সবকিছু। অধিনায়ক হিসেবে আমি বাকি ক্রিকেটারদেরকে রক্ষা করার চেষ্টা করি সব সময়। কোচেরা আমাদেরকে পরিকল্পনা দেয়। মাঠে নেমে সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব আমাদের। আমাদের দুর্ভাগ্য আমাদের বেশ কিছু প্রথম সারির পেসারকে আমরা পাইনি। নতুনরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।