পালে হাওয়া পেলেন না উসমান খোওয়াজা। দৌড়ে একেবারে প্রথমসারিতে থাকলেও শেষমেশ শিকে ছিঁড়ল না জনি বেয়ারস্টোর ভাগ্যেও। বাকিদের টেক্কা দিয়ে আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতেন ইংল্যান্ড দলনায়ক বেন স্টোকস। উল্লেখ্য, এবছর বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের জন্য মনোনীত হন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাও। তবে পর্যন্ত লড়াইয়ে পিছিয়ে পড়েন তিনিও।
অন্যদিকে গত বছরের মতো এবারও আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার নির্বাচিত হন বাবর আজম। ২০২২ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে বাবর এই পুরস্কার জেতেন। তিনি লড়াইয়ে পিছনে ফেলে দেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, জিম্বাবোয়ের সিকন্দর রাজা ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে।
স্টোকস ২০২২ সালে টেস্টে ৩৬.২৫ গড়ে ৮৭০ রান সংগ্রহ করেন। সেই সঙ্গে ৩১.১৯ গড়ে তিনি ২৬টি উইকেট দখল করেন তিনি। বাবর ২০২২ সালে ৯টি ওয়ান ডে ম্য়াচে ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান সংগ্রহ করেন। তিনি শতরান করেছেন ৩টি।
উল্লেখ্য, এবছর ছেলেদের বিভাগে আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকটারের পুরস্কার জিতেছেন ভারতের সূর্যকুমার যাদব। বর্ষসেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার তরুণ অল-রাউন্ডার মারকো জানসেন।
স্টোকস ইংল্যান্ডের তৃতীয় প্লেয়ার হিসেবে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতেন। এর আগে ২০১১ সালে অ্যালেস্টার কুক এবং ২০২১ সালে জো রুট এই খেতাব হাতে তোলেন। সুতরাং, টানা ২ বছর আইসিসির-র বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার গেল ইংল্যান্ডে। বাবর অবশ্য পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জেতেন। তাও আবার টানা ২ বছর।
এখনও পর্যন্ত পাকিস্তানের একমাত্র ক্রিকেটার হিসেবে টেস্টের বর্ষসেরা হয়েছেন মহম্মদ ইউসুফ। তিনি ২০০৭ সালে এই পুরস্কার জেতেন। অন্যদিকে ইংল্যান্ডের ২ জন খেলোয়াড় এখনও পর্যন্ত বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। ২০০৪ সালে অ্যান্ড্রু ফ্লিন্টফ এবং ২০০৫ সালে কেভিন পিটারসেন একদিনের ক্রিকেটের বর্ষসেরা হন।
ভারতের মোট ৫ জন ক্রিকেটার এখনও পর্যন্ত বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জেতেন। ২০০৪ সালে রাহুল দ্রাবিড়, ২০০৯ সালে গৌতম গম্ভীর, ২০১০ সালে বীরেন্দ্র সেহওয়াগ, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন এবং ২০১৮ সালে বিরাট কোহলির হাতে ওঠে টেস্টের সেরার খেতাব। অন্যদিকে মোট ৩ জন ক্রিকেটার এখনও পর্যন্ত ওয়ান ডের বর্ষসেরা হয়েছেন। ২০০৮ ও ২০০৯ সালে মহেন্দ্র সিং ধোনি, ২০১২, ২০১৭ ও ২০১৮ সালে বিরাট কোহলি এবং ২০১৯ সালে রোহিত শর্মা হাতে তোলেন ওয়ান ডে-র বর্ষসেরার খেতাব।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।